|
|
|
|
ভারতীয়দের অনীহায় ফায়দা তুললেন করিম
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ভারতীয় কোচেদের আগ্রহ নেই। তাই শিকে ছিঁড়ল করিম বেঞ্চারিফার!
আগামী সোমবার, থেকে মুম্বইয়ে শুরু হচ্ছে প্রো লাইসেন্স কোচিং পরীক্ষা। চলবে ২৮ তারিখ পর্যন্ত। সেখানে পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়ে গেলেন মোহনবাগান কোচ।
আই লিগে কোচেদের লাইসেন্স বাধ্যতামূলক হয়ে গিয়েছে। টিডিদের ক্ষেত্রেও লাইসেন্স বাধ্যতামূলক করছে ফেডারেশন। নতুন ব্যবস্থায় লাইসেন্স নেই বলে সুভাষ ভৌমিক, সুব্রত ভট্টাচার্যরা পরের মরসুমে টিডি হিসাবেও রিজার্ভ বেঞ্চে আর বসতে পারবেন না। ইতিমধ্যেই সেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ফেডারেশন। ভারতে প্রথমবার প্রো লাইসেন্স কোচিংয়ের পরীক্ষা হচ্ছে। পরীক্ষা নেবেন ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর রব বান, কোচ উইম কোভারম্যান্স এবং এ এফ সি-র একজন প্রতিনিধি। মঙ্গলবার রাতেই ছুটি কাটিয়ে দেশে ফিরে এসেছেন জাতীয় দলের ডাচ কোচ।
ফেডারেশন সূত্রের খবর, মোট ২৪ জনের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। নাম পড়েছিল প্রায় ৪০ জনের। কিন্তু নাম দিয়েও আর্মান্দো কোলাসো, প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, সুব্রত ভট্টাচার্যরা (পটলা) ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়ানোয় শেষ পর্যন্ত ১৪ জনের বেশি আগ্রহী ভারতীয় কোচ পাওয়া যায়নি। নামী কোচেদের মধ্যে মুম্বই এফ সি-র খালিদ জামিল ছাড়া কেউ নেই। জানা গিয়েছে, প্রো লাইসেন্সের অঙ্গ হিসাবে এশিয়ার কোনও নামী পেশাদার ফুটবল খেলিয়ে দেশে যেতে হবে কোচেদের। এবং সেটা দিতে হবে কোর্স করতে আসা কোচকেই। এ বার সেটা ঠিক হয়েছে জাপানে হবে। পকেটের পয়সা খরচ করবেন না বলেই অনেকে পিছিয়ে গিয়েছেন বলে খবর। উল্লেখ্য প্রো লাইসেন্স কোচিং থাকলে ইউরোপে কোচিং করানোর সুযোগ থাকে।
তবে পুরো ঘটনায় বেশ অবাক ফেডারেশন কর্তারা। দিল্লি থেকে ফোনে ফেডারেশনের এক কর্তা বললেন, “এএফসি যে ভাবে ক্লাবগুলিকে পেশাদার করার দিকে এগোচ্ছে তাতে প্রো লাইসেন্স নিয়ম চালু হল বলে। অথচ ভারতের কোচেরা আগ্রহই দেখাচ্ছেন না। এতে বিদেশি কোচেদের ভারতে রমরমা আরও বাড়বে।” জানা গিয়েছে, করিম ছাড়া যাঁরা শেষ পর্যন্ত পরীক্ষায় বসবেন তাদের কেউই নামী কোচ নন।
|
|
|
|
|
|