|
|
|
|
অভূতপূর্ব কোচ-বিভ্রাট দেখে ফেলল সিএবি
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ক্রিকেট-মরসুম শুরু আগে প্রথম টুর্নামেন্ট। কর্নাটকে যে টুর্নামেন্ট চলবে প্রায় মাসখানেক। কিন্তু তার আগেই যে এমন অভূতপূর্ব কোচ-বিভ্রাট দেখা যাবে, কে জানত!
বৃহস্পতিবার সিএবি-তে কর্নাটক ক্রিকেট সংস্থা আয়োজিত আমন্ত্রণী টুর্নামেন্টের জন্য বাংলা দল নির্বাচন ছিল। যা নাকি সিএবি-র উচ্চপদস্থ কর্তাদের কেউই প্রায় জানতেন না! শুধু যুগ্ম-সচিব সুজন মুখোপাধ্যায় বাদে। কারণ তিনিই বৈঠকের আহ্বায়ক। এবং সেখানে ঠিক করে ফেলা হল, বাংলা টিম যাবে কিন্তু কোচ হিসেবে ডব্লিউ ভি রামন যাবেন না! পরিবর্ত কোচ নির্বাচক সতিন্দর সিংহ। কেন? যুগ্ম-সচিব সুজনের উত্তর, “রামনকে ফোনে ধরা যাচ্ছে না। ও দেশের বাইরে। আমরা তাই সতিন্দর সিংহকে পাঠাচ্ছি।”
অথচ রামন বসে তামিলনাড়ুতে! সিএবি সচিবকে যা মনে করিয়ে দেওয়া হলে তাঁর জবাব, “আমি তো পাচ্ছিলাম না। দেখি কাল কথা হবে তা হলে!”
রাতে যে বিভ্রাটের খবর জানাজানি হওয়ার পর প্রবল উত্তপ্ত সিএবি-র উচ্চপদস্থ কর্তারা প্রশ্ন তুলে দিলেন, কী ভাবে রামনকে নিয়ে এমন অপেশাদার মনোভাব দেখাতে পারেন সিএবি যুগ্ম-সচিব? কী ভাবে একাই ঠিক করে ফেলতে পারেন কোচ হিসেবে রামন নয়, অন্য কাউকে পাঠানো হবে? যেখানে রামনের চুক্তি শেষ হতে আরও এক বছর বাকি। জানা গেল, স্বয়ং সিএবি প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া পর্যন্ত কিছু জানতেন না। নির্বাচকরাও প্রবল ক্ষিপ্ত। বিভ্রাটের দায় নিতে কোনও ভাবেই রাজি নন। তাঁরা জানাচ্ছেন, সচিব যা রামন নিয়ে বৈঠকে বলেছেন, তাঁরা সেটাই বিশ্বাস করেছেন। নির্বাচকদের কেউ কেউ মনস্থ করে ফেলেছেন, শুক্রবার ডালমিয়ার সঙ্গে কথা বলবেন পুরো ব্যাপারটা নিয়ে।
যা খবর, শুক্রবার রামনকে ফোন করবেন ডালমিয়া। সম্প্রতি তাঁর বাংলা কোচ থাকা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে তামিলাড়ু ক্রিকেট সংস্থা রামনকে কোচ হিসেবে চেয়ে বসায়। সিএবি-র বক্তব্য, রামন নিজে না চাইলে ছাড়া হবে না। একান্তই যদি রামন সরে যান, তা হলে কোনও কোনও কর্তার পছন্দ দেবু মিত্র।
এ দিন রাত থেকেই অবশ্য ড্যামেজ কন্ট্রোলের কাজ শুরু হয়ে গেল। সিএবি-র কোনও কোনও কর্তা সরাসরি রামনকে ফোন করেন। বাংলা কোচ প্রথমে নাকি উত্তেজিত হয়ে পড়েন। বলে ফেলেন, টুর্নামেন্টে খেলার যাবতীয় আয়োজন তিনি করেছেন, অথচ তিনিই কি না যাচ্ছেন না! সিএবি থেকে তাঁকে বোঝানো হয়, টিম নিয়ে তিনিই যাবেন। অন্য কেউ নন।
আর রামন? তিনি কী বলছেন? রাতে চেন্নাইয়ে ফোনে ধরা হলে বিভ্রাট-প্রসঙ্গ নিয়ে রামন বললেন, “শুনলাম কী হয়েছে। কিন্তু বিতর্ক বাড়াবেন না। চিন্তা নেই, বাংলা টিম নিয়ে আমিই যাচ্ছি।”
|
|
|
|
|
|