ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কথা মনে পড়ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। কিন্তু বিশ্ব ফুটবলে দল বদলের উত্তাল হাওয়ায় ভেসে যাচ্ছেন না। রিয়াল মাদ্রিদেই থাকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন সিআর সেভেন। “ইংলিশ ফুটবলকে খুব মিস করছি। আমার কাছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে কাটানো দিনগুলো কেরিয়ারের অন্যতম সেরা। সবাই জানেও ম্যান ইউ আমার হৃদয়ে কতটা জায়গা জুড়ে রয়েছে। সত্যি সত্যি মিস করছি ওই দিনগুলো। কিন্তু আমার জীবন এখন স্পেনে। এখানেও খেলাটা আমি উপভোগ করছি। স্প্যানিশ লিগে আমি খুব খুশি। তবে ভবিষ্যতের কথা কে বলতে পারে?” বলেন রোনাল্ডো।
রিয়ালের সেরা তারকা যখন ক্লাব ছাড়তে নারাজ, ম্যান ইউতে তখন উল্টো ছবি। ওয়েন রুনি ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়ে মরিয়া হয়ে উঠছেন বলেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। গত মরসুমের শেষেই ম্যান ইউয়ের প্রাক্তন কোচ অ্যালেক্স ফাগুর্সনকে ক্লাব ছাড়ার কথা বলেছিলেন রুনি। কিন্তু স্যর অ্যালেক্স মানতে চাননি। ‘রেড ডেভিলস’-এর নতুন কোচ ডেভিড মোয়েস এই নিয়ে এক প্রস্ত আলোচনাও সেরে ফেলেছেন রুনির সঙ্গে। কিন্তু রুনিকে তিনি ধরে রাখতে পারবেন কি না এখনও পরিষ্কার নয়। উল্টে রুনির ক্লাব ছাড়ার জল্পনা উস্কে দিয়েছেন স্যর অ্যালেক্সের ম্যান ইউয়ের প্রাক্তন সহকারি কোচ মাইক ফেলান। “রুনি সেরা ক্লাবে রয়েছে। খামোখা সেটা নষ্ট করতে যাবে কেন যদি না নতুন চ্যালেঞ্জের খোঁজে থাকে? যদি না ওর মনে হয় ম্যান ইউ-তে সেই চ্যালেঞ্জটা পাচ্ছে না?” বলেন ফেলান। নাটকের শেষ অঙ্কের দিকে অধীর আগ্রহে নজর রুনির জন্য ২৫ মিলিয়ন পাউন্ডের ঝুলি নিয়ে প্রস্তুত আর্সেনাল, চেলসি, বার্সেলোনা, প্যারিস সাঁ জাঁ-র।
|