এক টানা খেলে যাচ্ছিল বছরভর। এ বার হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য কিছুটা হলেও বিশ্রাম পেয়ে গেলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি।
ভারতীয় ক্রিকেট বোর্ড তো ইঙ্গিত দিয়েই রেখেছে ওয়েস্ট ইন্ডিজে ত্রিদেশীয় সিরিজের পর জিম্বাবোয়ে সফরেও অধিনায়ককে বিশ্রাম দেওয়ার ব্যাপারে।
ফেলে আসা মরসুমে ভারতীয় ক্রিকেট নানা উত্থান-পতনের মধ্য দিয়ে গিয়েছে। কখনও আলো। কখনও অন্ধকার। তবে ভাল দিক এটাই যে খারাপ দিন অতিক্রম করে ঘুরে দাঁড়িয়েছে রায়নারা। দলের মধ্যে এই ঘুরে দাঁড়িয়ে পালটা লড়াই করে ফিরে আসা - এই মনোভাব সঞ্চার করার কাণ্ডারী কিন্তু ওই মহেন্দ্র সিংহ ধোনিই। আর এটা মানছেন প্রাক্তনরাও।
বেঙ্কটেশ প্রসাদ যেমন বলছেন, “রাহুল, সৌরভ, কুম্বলেদের বিদায়ের পর ভারতের এই তরুণ ব্রিগেডকে এক সূত্রে বেঁধে রেখেছে ধোনির অধিনায়কত্ব। শিখর ধবন, রবীন্দ্র জাডেজাদের উদ্বুদ্ধ করার পাশাপাশি কঠিন সময়েও আত্মবিশ্বাস জিইয়ে রেখে ময়দানে নামতে ধোনির জুড়ি মেলা ভার।” প্রসাদ আরও বলছেন, “ধোনির সাফল্যের একটা বড় কারণ পাঁচ বোলার নিয়ে মাঠে নামা। এর ফলে ওর হাতে বিকল্পও প্রচুর। কঠিন সময়ে বোলিং পরিবর্তন করে চটজলদি সাফল্যও তাই এসেছে ধোনির সংসারে।” এর সঙ্গে জুড়েছে ধোনির পরিণতিবোধও। আইপিএল-এ স্পট ফিক্সিং কাণ্ডে গোটা দেশ যখন বিতর্কে উথালপাথাল তখন ধোনি কিন্তু চ্যালেঞ্জ হিসাবে চ্যাম্পিয়ন্স ট্রফিকেই বেছে নিয়েছিলেন। |