উত্তরবঙ্গ |
সিপিএম-তৃণমূল সংঘর্ষে আহত ৯ |
|
নিজস্ব প্রতিবেদন: বামফ্রন্টের আইন অমান্য কর্মসূচিতে যোগ দিতে আসা সিপিএম সমর্থকদের সঙ্গে তৃণমূলের সংঘর্ষে ৯ জন জখম হয়েছেন। শুক্রবার কোচবিহার কোতায়ালি থানার সুটকাবাড়িতে ঘটনাটি ঘটেছে। জখমদের ৫ জনকে মাথাভাঙা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। একই কর্মসূচিতে যোগ দিতে আসার সময় তুফানগঞ্জের নাটাবাড়িতে সিপিএমের লোকাল সম্পাদক, এক নেত্রীর গাড়ি আটকে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে তৃণমূল সমর্থকের বিরুদ্ধে। |
|
নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট: দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে জেলা পুলিশ লাইনের ভিতরে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে খুনের দায়ে হোটেল কর্মী সঞ্জয় পাহানকে দোষীসাব্যস্ত করল আদালত। শুক্রবার বালুরঘাটের জেলা জজ মণীশঙ্কর দ্বিবেদী তাকে দোষী সাব্যস্ত করেছেন। পুলিশ সূত্রের খবর, গত ২০১২ সালের ৪ সেপ্টেম্বর সকালে শহরে এক নাবালিকা নিখোঁজ হয়। |
ছাত্রীকে ধর্ষণে
দোষীসাব্যস্ত |
|
বই আসেনি
পাঁচ মাসেও |
স্বামী খুনে ছেলের
সাক্ষ্যে যাবজ্জীবন |
|
টুকরো খবর |
|
শিলিগুড়ি-জলপাইগুড়ি |
দুর্যোগ মোকাবিলা নয়,
মোর্চার নজর আন্দোলনেই |
কিশোর সাহা, শিলিগুড়ি: টানা বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়ে জিটিএ-র শাসক দল গোর্খা জনমুক্তি মোর্চা ব্যস্ত তাদের নিজেদের আন্দোলন নিয়ে। রাজ্য সরকার তাতে রীতিমতো বিরক্ত। মহাকরণ থেকে বারবার আন্দোলন প্রত্যাহার করার অনুরোধ জানানোও হয়েছে। তারপরেও আন্দোলন প্রত্যাহৃত হয়নি। শুক্রবার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “টানা বৃষ্টি চলছে। ধসে একজন মারা গিয়েছেন। অনেক ক্ষয়ক্ষতির খবর পেয়েছি। এই সময়ে দুর্যোগ মোকাবিলার উপরেই জোর দিতে হবে। আন্দোলনের জন্য তো অন্য সময় রয়েছে। পাহাড়ের সাধারণ মানুষও তাই চাইছেন।” |
|
দাবি নিয়ে সরব হন, বাসিন্দাদের বললেন গৌতম |
অনির্বাণ রায়, জলপাইগুড়ি: সার্কিট বেঞ্চ হোক অথবা শহরে ঢোকার মুখে মোহিতনগর রেলগেটে উড়ালপুল তৈরি, সব দাবিতেই আরও বেশি করে জলপাইগুড়িবাসীকে সরব হওয়ার পরামর্শ দিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব। শুক্রবার জলপাইগুড়ির আর্ট গ্যালারিতে তিন ঘণ্টা ধরে চলা নাগরিক কনভেনশনের শুরুতেই অবশ্য মন্ত্রী বলে নেন, “মন্ত্রী হিসাবে আসিনি। রাজনীতির কথাও বলব না। সাধারণ মানুষ হয়ে জলপাইগুড়ির কথা শুনব।” |
|
|
অবৈধ লিজ,
অভিযোগ অশোকের নামে |
গরুবাথানে
বাড়ি ফিরলেন সুব্বা |
|
|
‘মেয়র নিখোঁজ’ স্লোগান
দিয়ে বিক্ষোভ তৃণমূলের |
|
টুকরো খবর |
|
সংস্কৃতি যেখানে যেমন |
|
|