|
|
|
|
উত্তরায়ণ উপনগরী প্রকল্প |
অবৈধ লিজ, অভিযোগ অশোকের নামে
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
উপনগরী প্রকল্পে জমি বা ফ্ল্যাট অবৈধ ভাবে ‘সাব লিজ’ দেওয়ার প্রশ্ন তুলে এসজেডিএ প্রাক্তন চেয়ারম্যান অশোক ভট্টাচার্য, রাজ্য আবাসন দফতরের প্রাক্তন চেয়ারম্যান-সহ নির্মাতা সংস্থার নামে পুলিশে অভিযোগ দায়ের করলেন সেখানকার বাসিন্দাদের একাংশ। ১৮ মে মাটিগাড়া থানায় এ নিয়ে অভিযোগ দায়ের করেন মাটিগাড়ার উত্তরায়ণ পিপলস ওয়েলফেয়ার সোসাইটির যুগ্ম সম্পাদক। তাদের অভিযোগ, উপনগরী দেখভালের দায়িত্বে রয়েছে নির্মাতা সংস্থাই। তারা সেখানকার আবাসিকদের একটি সংগঠনের উপর সেই দায়িত্ব চাপিয়ে হাত ধুয়ে ফেলতে চাইছেন। ১৭ মে শিলিগুড়ি আদালতেও একটি মামলা করা হয়। তারা যাতে উপনগরী দেখভালের দায়িত্ব কোনও সংগঠনের হাতে তুলে দেওয়ার যে প্রক্রিয়া শুরু করেছেন তার উপর স্থগিতাদেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে।
প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য বলেন, “উত্তরায়ণ উপনগরী কোনও সরকারি প্রকল্প নয়। যে সংস্থা জমি নিয়েছে তাদের সঙ্গে যাঁরা ফ্ল্যাট বা জমি কিনেছেন তাদের বিষয়। তবে পুর ও নগরোন্নয়ন দফতর এবং এসজেডিএ দায়িত্বে থাকার সময় বাসিন্দারা সমস্যা নিয়ে আমার কাছেও এসেছিলেন। তাদের বলেছিলাম চেষ্টা করব।” তাঁর অভিযোগ, তৃণমূল ঘনিষ্ঠ আবাসিকদের একাংশ এ নিয়ে অভিযোগ তুলছেন।
উপনগরীর দায়িত্বপ্রাপ্ত আধিকারিক দীপঙ্কর ধর বলেছেন, “বিষয়টি এখন আদালতের বিচারাধীন। মন্তব্য করব না।” মাটিগাড়ার উত্তরায়ণ পিপলস ওয়েলফেয়ার সোসাইটির তরফে দাবি করা হয়, ওই উপনগরীতে ৮২৬ জন বাসিন্দাকে সাব লিজে জমি ও ফ্ল্যাট দেওয়া হয়েছে। সাব লিজ দেওয়ার সরকারি অনুমতি পত্র রয়েছে দেখিয়ে উপনগরী নির্মাতারা তাদের কাছে জমি বা ফ্ল্যাট বিক্রি করেছেন। অথচ সম্প্রতি সরকারের তরফে সাব লিজ পদ্ধতিতে এ ভাবে জমি বা ফ্ল্যাট দেওয়া অবৈধ জানিয়ে সে সব বাতিল করা হয়েছে। নির্মাতা তাদের কাছে ‘অ্যাসাইনমেন্ট’ দলিল করতে আগ্রহ প্রকাশ করলে সরকারের তরফে সে ব্যাপারে পদক্ষেপ করার আশ্বাস দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে উপনগরী নির্মাতা সংস্থার তরফে আদালতে একটি মামলা করে এত দিন ধরে জমি বা ফ্ল্যাট বিক্রির বিষয়টি বৈধতা দেওয়ার আবেদন করা হয়েছে। মাটিগাড়ার উত্তরায়ণ পিপলস ওয়েলফেয়ার সোসাইটির তরফে আইনজীবী সুনীল সরকার জানান, সাব লিজ পদ্ধতিতে বাসিন্দারা জমি বা ফ্ল্যাট কিনে প্রতারিত হয়েছেন বলে অভিযোগ জানানো হয়েছে। আদালতে একটি মামলা করা হয়েছে। যাতে উপনগরী কর্তৃপক্ষ দায়িত্ব ছেড়ে যেতে না পারেন।
|
পুরনো খবর: এসজিএ তদন্ত নিয়ে অভিযোগ বামেদের |
|
|
|
|
|