‘মেয়র নিখোঁজ’ স্লোগান দিয়ে বিক্ষোভ তৃণমূলের
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
‘মেয়র নিখোঁজ-সন্ধান চাই’ এমন প্ল্যাকার্ড ঝুলিয়ে তৃণমূল কাউন্সিলররা শিলিগুড়ি পুরসভার অফিসে ঘুরে স্লোগান দেওয়ায় নানা মহলে আলোড়ন পড়ে গিয়েছে। শুক্রবার দুপুরে বোর্ড মিটিঙে মেয়র-সহ কংগ্রেসের কোনও কাউন্সিলর না-যাওয়ার পরে এই ঘটনা ঘটে। তৃণমূল কাউন্সিলর কৃষ্ণ পালের নেতৃত্বে ওই প্ল্যার্কার্ড নিয়ে পুর ভবন চত্বরে মিছিল করে বিক্ষোভ দেখান তাঁরা। বিক্ষোভকারীরা চলে যাওয়ার পরে পুর ভবনে যান মেয়র গঙ্গোত্রী দত্ত। তখন তিনি বলেন, “আমি তো পুরসভাতেই আছি। বলেছি বৈঠকে যাব না। পুরসভায় তো সঠিক সময়ে আসছি। কাজ করছি।” |
|
শিলিগুড়ি পুরসভায় বিক্ষোভ তৃণমূল কাউন্সিলরদের। শুক্রবার তোলা নিজস্ব চিত্র। |
পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেসে যোগদানকারী কাউন্সিলর নান্টু পালও বোর্ড মিটিং এ বারবার মেয়র কেন অনুপস্থিত থাকবেন সেই প্রশ্নে ক্ষোভ প্রকাশ করেন। কৃষ্ণবাবুর অভিযোগ, “পর পর দুটি বোর্ড মিটিংয়ে মেয়র অনুপস্থিত। শহরের উন্নয়ন স্তব্ধ হয়ে গিয়েছে। শহরবাসীরা অনেকেই মেয়র নিখোঁজ বলে ভাবছেন। তাই আমরা তাঁর সন্ধান চেয়ে প্ল্যাকার্ড নিয়ে ঘুরে প্রতীকি প্রতিবাদ করেছি। সব কিছু উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর মাধ্যমে রাজ্য সরকারকে জানানো হয়েছে। আশা করি সরকার কড়া পদক্ষেপ করবে।”
এ দিন যথা সময়ে বোর্ড মিটিঙে যোগ দেন তৃণমূলের ১৪ কাউন্সিলর। চেয়ারম্যান নান্টুবাবুও ছিলেন। কিন্তু, কংগ্রেস ও বাম কাউন্সিলররা অনুপস্থিত থাকায় কোরাম হয়নি। তাই সভা মুলতুবি ঘোষণা করেন চেয়ারম্যান। ওই অধিবেশন মুলতুবি হওয়ার পরে তৃণমূল কাউন্সিলররা আন্দোলনে নেমে পড়েন। কৃষ্ণবাবু জানান, জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে আলোচনা করে লাগাতার অবস্থান বিক্ষোভ আন্দোলনের পথে যাওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে তৃণমূল। এদিনের সভায় মেয়র গঙ্গোত্রী দত্তের বিরুদ্ধে পুরসভা পরিচালনায় ব্যর্থতার অভিযোগ এনে নিন্দাপ্রস্তাব ও পদত্যাগের দাবি তোলার বিষয়টি নিয়ে প্রস্তাব আনার কথা ছিল তৃণমূল কাউন্সিলরদের। যা শুনে মেয়রের প্রতিক্রিয়া, “ওঁরা (তৃণমূল) অনেক কিছুই বলেন। সব কিছুর প্রতিক্রিয়া দিতে হবে নাকি!”
|
পুরনো খবর: বাজেট বিতর্কে কাজ আটকে পুরসভায় |
|