বাজেট বিতর্কে কাজ আটকে পুরসভায় |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
শিলিগুড়ি পুরসভার দলত্যাগী কাউন্সিলর চেয়ারম্যান নান্টু পালকে ঘিরে কংগ্রেস তৃণমূলের দ্বন্দ্বে বাজেট পাস নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে জরুরি পরিষেবার মাত্র ১৬টি কাজ করার অনুমতি পুর কমিশনারকে দিয়েছে রাজ্য পুর দফতর। তাতে আটকে বহু কাজ। সমস্যায় পড়তে হচ্ছে কাউন্সিলরদের তহবিলের টাকা খরচ নিয়েও। মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ পেতেই বই খাতা কেনার সাহায্য পেতে কাউন্সিলরদের কাছে আসতে শুরু করেছে গরিব পরিবারের অনেক ছাত্রছাত্রীরাই। কিন্তু বাজেট পাস নিয়ে বিতর্কের জেরে নতুন আর্থিক বছরে খরচের জন্য কাউন্সিলর তহবিলের টাকা পাচ্ছেন না তাঁরা। কোন খাত থেকে তাদের সাহায্য করা হবে তা নিয়ে বুধবার মেয়র গঙ্গোত্রী দত্তের আলোচনা করেন বিরোধী দলনেতা মুন্সি নুরুল ইসলাম। আরও কিছু সমস্যার কথাও জানান তিনি। মেয়র বলেন, “সমস্যা মেটাতে চেষ্টা করছি।”
নুরুলবাবু বলেন, ‘‘রোজই দু’ একজন করে পড়ুয়া সাহায্যের জন্য আসছে কাউন্সিলরদের কাছে। অথচ তহবিলের টাকা না মেলায় তাদের সাহায্য কী ভাবে দেব বুঝতে পারছি না। মেয়রের কাছে তা জানতে চেয়েছি।” একই সমস্যার কথা জানান তৃণমূলের কাউন্সিলররা। ইতিমধ্যে তাঁদের কাছেও আসতে শুরু করেছে দুঃস্থ পড়ুয়ারা। তৃণমূল কাউন্সিলরদের তরফে কৃষ্ণ পাল বলেন, “তৃণমূলের কাউন্সিলর আমরা নিজেরা টাকা তুলে ছাত্রছাত্রীদের সাহায্য করছি।” এবিষয়ে কংগ্রেস কাউন্সিলর তথা পূর্ত বিভাগের মেয়র পারিষদ সুজয় ঘটক জানান, বিষয়টি নিয়ে আলোচনা করে শীঘ্রই সমাধান করা হবে।
দুঃস্থ ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি চিকিৎসার জন্য অনেকেই সাহায্য চাইতে আসছেন। বিরোধী দলনেতা এ দিন জানান, কয়েকটি কাজের ওয়ার্ক অর্ডার হয়ে গেলেও কাজ শুরু হয়নি। সে সব দ্রুত শুরু করার দাবি তোলেন তিনি। এই পরিস্থিতিতে শুক্রবার বোর্ড মিটিঙে বামেরা যাবেন না বলে জানিয়েছেন। কংগ্রেসের তরফে জানানো হয়েছে দলে এ ব্যাপারে আলোচনা চললেও তারা এখনও কোনও সিদ্ধান্ত নেননি। তৃণমূল কাউন্সিলররা অবশ্য বোর্ড মিটিংয়ে যোগ দেবেন বলে জানান। |