তিনটি নতুন পার্কোম্যাট হবে শিলিগুড়িতে |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
শিলিগুড়িতে যানজট সমস্যা মেটাতে ৩টি অত্যাধুনিক পার্কিং ব্যবস্থা গড়তে উদ্যোগী শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ। সেই মতো শিলিগুড়ি জংশন স্টেশন লাগোয়া তেনজিং নোরগে বাস টার্মিনার্সে, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলার মাঠে এবং পুরনো ডুয়ার্স বাস স্ট্যান্ডের জায়গায় অত্যাধুনিক পার্কিং ব্যবস্থা ‘পার্কোম্যাট’ গড়ে তোলা হবে। এসজেডিএ চেয়ারম্যান গৌতমবাবু বলেন, “বুধবার বোর্ড মিটিংয়ে এ ব্যাপারে সিদ্ধান্ত হয়।’’ কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলার মাঠে পার্কিং ব্যবস্থা করতে স্টেডিয়াম কমিটির কাছে আবেদন জানানো হবে। অনুমোদন পেলে সেই কাজ হবে।
দুর্নীতির অভিযোগ ওঠার পর বিভিন্ন প্রকল্পের কাজ সাময়িক ভাবে বন্ধ করে রাখে এসজেডিএ। সেগুলির একাংশ বিশেষ করে রাস্তা, নিকাশি তৈরি, সেতুর নির্মাণের মতো বিষয়গুলি খতিয়ে দেখার পর বর্ষার আগে কাজগুলি শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসজেডিএ সূত্রেই জানা গিয়েছে, ফুলবাড়ি বাইপাসে টোল সংগ্রহের বরাত একটি সংস্থাকে ৬ মাসের জন্য দেওয়া হয়েছে। যে টাকায় তাদের বরাত দেওয়া হয়েছে তার চেয়ে অনেক বেশি টাকা টোল সংগ্রহ হওয়ার সম্ভাবনা রয়েছে। সে কারণেই পরবর্তীতে বেশি টাকায় বরাত দিতে আপাতত ছ’মাসের জন্য ওই সংস্থাকে দায়িত্ব দেওয়া হচ্ছে।
এসজেডিএ’র অধীনে থাকা এলাকার মধ্যে শিলিগুড়ি শহর লাগোয়া পঞ্চায়েতগুলিতে বিল্ডিং প্ল্যান পাশের ক্ষেত্রে কর্তৃপক্ষের কাছ থেকে জমি ব্যবহারের শংসাপত্র বা এলইউসি নিতে হবে বলে সিদ্ধান্ত হয়েছে। এসজেডিএর তরফে কাওয়াখালি এলাকায় উপনগরী গড়তে একটি সংস্থাকে ৯২ একর জমি দেওয়া হয়। মাটিগাড়ায় তথ্য প্রযুক্তি হাব গড়তে একটি সংস্থাকে ১৮ একর এবং ফুলবাড়িতে অপর একটি সংস্থাকে ২৫ একর জমি দেওয়া হয়েছিল। দীর্ঘদিন ধরে সেই সমস্ত সংস্থা কাজ না করে জমি ফেলে রেখেছে বলে অভিযোগ। ওই জমি ফেরত নিতে উদ্যোগী এসজেডিএ। সেগুলি পরে উন্নয়ন প্রকল্পের জন্য অন্য সংস্থাকে দিতে চান তারা। মাটিগাড়ার হিমাচলবিহারে সৌরভ গঙ্গোপাধ্যায়কে স্কুল তৈরির জন্য জমি দেওয়া হয়। জমি ফেলে না রেখে দ্রুত কাজ করতে ইতিমধ্যেই তাঁকে একবার চিঠি দেওয়া হয়েছে। ফের সে ব্যাপারে তাঁকে জানানো হবে। ব্যবসায়ীদের রাজি করিয়ে বিধান মার্কেটকে অত্যাধুনিক রূপ দিতে এসজেডিএ চেষ্টা করছে বলে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী জানান।
|