টুকরো খবর |
নির্মাণ মামলায় পুর-ভূমিকায় প্রশ্ন তৃণমূলের
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
সেবক রোড এলাকায় একটি বাড়ির নকশা নিয়ে মামলায় কলকাতা হাইকোর্টে পরাজয়ের পরে কেন শিলিগুড়ি পুরসভা ডিভিশনে বেঞ্চে আপিল করেনি তা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেস কাউন্সিলররা। শুক্রবার তৃণমূলের তরফে ওই বিষয়ে একাধিক প্রশ্ন ও অভিযোগ তোলা হয় পুরসভায় ক্ষমতাসীন কংগ্রেস মেয়র গঙ্গোত্রী দত্তের বিরুদ্ধে। কৃষ্ণবাবু বলেন, “সে সময়ে আমরা ক্ষমতাসীন ছিলাম। ওই প্ল্যান নিয়ে আপত্তি জানাই। প্ল্যান পাশ করাতে হাইকোর্টের দ্বারস্থ হয় সংশ্লিষ্ট পক্ষ। ওই মামলায় পুরসভা হেরে যায়। এর পর কেন ডিভিশন বেঞ্চে যাওয়া হয়নি জানা দরকার।” তৃণমূলের অভিযোগ মানতে নারাজ মেয়র গঙ্গোত্রী দত্ত। তিনি বলেন, “বিল্ডিং এর সব কিছু ঠিক ছিল। তাই নকশা অনুমোদন করা হয়েছে। ওেঁদর (তৃণমূলের) কথা শুনে মামলা করাব নাকি। মামলাটি পুরসভার তরফে করা হয়নি।” প্রসঙ্গত, ২৭ জুন ২০১১ তে পরেশনগর এলাকার চার জন বিভিন্ন সরকারি দফতর ও পুরসভায় এই বিষয়টি নিয়ে অভিযোগ করেছিলেন। তাঁদের অভিযোগ, রাস্তা আটকে জমিটি দখল করে নিয়েছে এলাকার কয়েকজন ব্যবসায়ী। কিন্তু তার পরেও কোন পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ তৃণমূলের। ওই জমিতেই বিল্ডিং প্ল্যান পাশ করিয়ে দিয়েছেন মেয়র, এই অভিযোগ তোলেন তৃণমূল কাউন্সিলর কৃষ্ণ পাল। তবে এই অভিযোগ মানতে নারাজ মেয়র গঙ্গোত্রী দত্ত। তিনি বলেন, “ওই জমিটির ১৯৭৬ সালে নামজারি হয়েছে। এখন ভিত্তিহীন অভিযোগ তুলে হইচই অর্থহীন।”
|
পড়তে ডেকে এনে ধর্ষণের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রীকে পড়ানোর নাম করে বাড়িতে ডেকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক স্কুল শিক্ষকের নামে। বুধবার সন্ধ্যায় ডুয়ার্সে কুমারগ্রামের কামাখ্যাগুড়ি ঘটনাটি ঘটেছে। ঘটনার পর ছাত্রীর ভবিষ্যতের কথা ভেবে অনেকে অভিযোগ করার পক্ষে ছিলেন না। কিন্তু, ছাত্রীটি বেঁকে বসেন। তাঁর জেদে বৃহস্পতিবার থানায় অভিযোগ দায়ের হয়। ততক্ষণে অবশ্য অভিযুক্ত গা ঢাকা দিয়েছেন। অভিযুক্ত শিক্ষকের নাম অশোক মজুমদার। তাঁর বাড়ি জলপাইগুড়ির বেরুবাড়ি। তিনি বক্সিরহাটের একটি জুনিয়র হাইস্কুলে শিক্ষক। অশোকবাবুর বাবা হীরেনবাবু বলেন, “ছেলের নামে মিথ্যে অভিযোগ করা হয়েছে।” তাঁর দাবি, “মাস দুয়েক পরেই অশোকের বিয়ে।” পুলিশ মামলা করলেও অভিযুক্ত শিক্ষককে ধরতে পারেননি। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে। কামাখ্যাগুড়ি অভিভাবক মঞ্চ সম্পাদক পলাশ দে বলেন, “অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।” আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিশ সুপার আকাশ মেঘারিয়া জানিয়েছেন, অভিযুক্ত শিক্ষককে ধরার সব রকম চেষ্টা চলছে। ঘটনার পরে অভিযুক্ত পলাতক। ওই শিক্ষকের স্কুলে ও ভাড়া বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। ছাত্রীর দাদু জানান, তাঁর নাতনি ও কয়েক জন সহপাঠী এক বছর ধরে অশোকবাবুর কাছে ভূগোল পড়েন। সপ্তাহে দু’দিন পড়াতেন। ঘটনার দিন তাঁর নাতনিকে আলাদা ভাবে পড়ানোর জন্য ডেকে নিয়ে মুখে কাপড় গুঁজে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
|
নিকাশি নিয়ে সমস্যায় পথ অবরোধে মহিলারা
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
আবর্জনায় ভরা নিকাশি নালা উপচে পড়ায় পথ অবরোধ করলেন মহিলারা। শুক্রবার ১২টা থেকে হ্যামিল্টনগঞ্জ এলাকার শ্যামাপ্রসাদ কলোনিতে ওই পথ অবরোধ শুরু হয়। নিমতির সঙ্গে হ্যামিল্টনগঞ্জ বাজার যাওয়ার রাস্তাটি অবরোধ হয়। খবর পেয়ে এলাকায় যান বিডিও। নালা পরিষ্কার না হওয়া অবধি অবরোধ চলবে বলে মহিলারা জানান। শেষে রাতে নালা সাফাইয়ের আশ্বাসে অবরোধ ওঠে। কালচিনি ব্লকের বিডিও চন্দ্রসেন খাতি জানান, নিকাশি নালাটি আজ, শনিবার তা পরিস্কার করানো হবে। লতাবাড়ি গ্রাম পঞ্চায়েতের এলাকার পঞ্চায়েত সদস্য পদ্মা রায় জানান নালায় হ্যামিল্টনগঞ্জের বাজারের সমস্ত আবর্জানা জমা হয়। বাসিন্দারা দাবি, নালাটির সম্প্রসারণ করে কোনও নদীতে জুড়ে দিতে হবে।
|
যুবকের অপমৃত্যু
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক যুবকের। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে নিউ জলপাইগুড়ি পুলিশ ফাঁড়ির শ্রীবাস পল্লি এলাকায়। পুলিশ জানায়, মৃতের নাম কৌশিক ভট্টাচার্য (১৯)। তার পরিবারের অভিযোগ, বুধবার পাঁচকেলগুড়ির এক বাসিন্দা তাঁর মেয়ের সঙ্গে কৌশিক মেলামেশা করে অভিযোগ তুলে তাঁকে মারধর করে। কৌশিককে শিলিগুড়ি হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার ছাড়া পেয়ে বাড়ি গিয়ে কৌশিক গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় বলে পরিবারের দাবি। শিলিগুড়ির ডেপুটি কমিশনার ও জি পাল বলেন, “তদন্ত চলছে।”
|
ধর্ষণে যাবজ্জীবন
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
নাবালিকাকে ধর্ষণের দায়ে এক জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল জলপাইগুড়ি জেলা আদালত। ১৯৯৬ সালে শিলিগুড়ি লাগোয়া ডাঙিপাড়ার নাবালিকাকে ধর্ষণ করে যৌনপল্লিতে বিক্রির অভিযোগ উঠেছিল।
|
যুবকের দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
গভীর জঙ্গলে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় যুবকের দেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে মেটেলির গরুমারা জাতীয় উদ্যানের মহকালধাম এলাকায় দেহটি পাওয়া যায়। মৃতের নাম নারায়ণ দাস (২৪)। বাড়ি ময়নাগুড়ির ব্যাংকান্দি এলাকায়। |
|