কটূক্তির প্রতিবাদে চড় মারায় মারধর |
স্কুল যাওয়ার পথে মেয়েকে উত্ত্যক্ত করায় এক যুবককে চড় মেরেছিলেন বাবা। সেই ক্ষোভেই যুবকটি তাঁর বাবাকে নিয়ে হামলা চালিয়ে ছাত্রীর বাবাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। বৃহস্পতিবার গাজল থানার চাকনগর অঞ্চলের কাটিকান্দর গ্রামে ঘটনাটি ঘটেছে। অভিযোগ জানানোর পরেও পুলিশ অভিযুক্তকে গ্রেফতার না করায় ওই ছাত্রী আতঙ্কে স্কুলে যাচ্ছে না বলে তার পরিবারের দাবি। তাঁদের দাবি, ওই ঘটনায় যুবকের বাবাও জড়িত। কাটিকান্দর গ্রামের বাসিন্দা ডোবা খোকসান হাইস্কুলের সপ্তম শ্রেণির ওই ছাত্রীর বাবা পেশায় চাষি। বাড়ি থেকে স্কুলের দূরত্ব দেড় কিলোমিটার। গত ১৫ দিন ধরে গ্রামের ওই যুবক স্কুল যাতায়াতের পথে একটি মাঠের কাছে ছাত্রীটিকে উত্ত্যক্ত করছিল বলে অভিযোগ। ছাত্রীর অভিযোগ, “ওই যুবক রাস্তায় একা পেয়ে বিয়ের প্রস্তাব দিতে থাকে। হুমকি দিয়ে বলে, বিয়ে না করলে অশ্লীল ছবিতে আমার মুখ বসিয়ে ইন্টারনেটে ছড়িয়ে দেবে। গত বুধবার স্কুল ছুটির পর বাড়ি ফেরার সময় হাত ধরে টানাটানি শুরু করে। বাড়ি এসে বাবাকে সব বলি।” তদন্তে পুলিশ জেনেছে, মেয়েকে মুখে সব শুনে ওই ব্যক্তি যুবকটিকে রাস্তায় ধরে তাকে চড় মারার পর মেয়েকে আর উত্ত্যক্ত না করার কথা বলে আসেন। এরপরই বৃহস্পতিবার সন্ধ্যায় ওই যুবক বাবাকে নিয়ে ওই ছাত্রীর বাড়িতে চড়াও হয়। ছাত্রীর বাবাকে মারধর করা হয়। এলাকার বাসিন্দারা ছুটে আসতেই অভিযুক্তরা পালিয়ে যায় বলে অভিযোগ। ওই পরিবারটির অভিযোগ, “ঘটনার পর মেয়েটি স্কুল যেতে ভয় পাচ্ছে। সেই সঙ্গে মামলা প্রত্যাহার না করা বলে প্রাণে মারার হুমকিও দেওয়া হচ্ছে।”
|
অর্থলগ্নি সংস্থার কর্তা ধৃত |
একটি অর্থলগ্নি সংস্থার মালদহ জেলার এক কর্তাকে পুলিশ ধরেছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ধৃত ব্যক্তির নাম শ্যামল ঘোষ। শুক্রবার তাঁকে মালদহ আদালতে হাজির তোলা হলে সংস্থার শতাধিক আমনতকারী ক্ষোভে ফেটে পড়েন। এক সময় পুলিশের হেফাজত থেকে ধৃত ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন তাঁরা। জেলা পুলিশ সুপার অফিসের সামনে দুই বড় এজেন্টকে মারধরও করেন। ১৫ মিনিট ধরে ওই ঘটনা চলে। পুলিশ পরিস্থিতি সামাল দেয়। জেলার পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায় বলেন, “আমানতকারীর অভিযোগের ভিত্তিতে ‘ইউনিমাস’ নামে অর্থলগ্নি সংস্থার মালদহের প্রধান শ্যামল ঘোষকে ধরা হয়েছে। শহরের মনস্কামনা রোডে সংস্থার অফিস সিল করে দেওয়া হয়েছে।” জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিন বছর ধরে ওই অর্থলগ্নি সংস্থা মালদহে ব্যবসা করছে। পাঁচশোরও বেশি এজেন্টের মাধ্যমে জেলার বিভিন্ন এলাকা থেকে ১০০ কোটি টাকার বেশি তুলেছে। সম্প্রতি টাকা ফেরত চেয়ে আমনতকারী ও এজেন্টরা দফতরে ভিড় করেন। বৃহস্পতিবার শ্যামলবাবুকে ধরা হয়।
|
দ্রুত রেল-গেট চায় হলদিবাড়ি, অবরোধ |
রেলগেটের দাবিতে আধিকারিকদের বিশেষ ট্রেন থামালেন বাসিন্দারা। শুক্রবার দুপুরে নিউ জলপাইগুড়ি থেকে একটি বিশেষ ট্রেনে উত্তর পূর্ব সীমান্ত রেলে মুখ্য সুরক্ষা আধিকারিক দিলীপ কুমার গায়েন ও এনজেপি’র এরিয়া ম্যানেজার পার্থ শীল হলদিবাড়ি যাচ্ছিলেন। কাশিয়াবাড়ির বাসিন্দারা লাইনে বসে পড়েন। ট্রেন দাঁড়িয়ে পড়লে বাসিন্দারা স্মারকলিপি দেন। বাসিন্দাদের তরফে সুশীল কুমার রায় জানিয়েছেন, কাশিয়াবাড়িতে রেলগেট তৈরি জরুরি। গেট না থাকায় বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটছে। রেল দাবি না মানলে জোরদার আন্দোলন করব। এনজেপি এরিয়া ম্যানেজার পার্থবাবু বলেন, “দাবিপত্র উর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠিয়ে দেওয়া হয়। জনপ্রতিনিধিরা নিজেদের তহবিল থেকে টাকা দিলে দ্রুত রেলগেট বসানো যেতে পারে।”
|
স্থানীয় ইউনিক ক্লাব ২৫ বৈশাখ কবি প্রণাম দিয়ে অনুষ্ঠান শুরু করে, তা ৩১ মে শেষ হল রবীন্দ্রমেলায়। বুধ এবং বৃহস্পতিবার ছাত্রছাত্রীদের নিয়ে রবীন্দ্রনাথের লেখা কবিতার আবৃত্তি, রবীন্দ্রসঙ্গীত ও রবীন্দ্রনৃত্যের অনুষ্ঠান। ছিল নানা ধরনের প্রতিযোগিতাও।
|
কোচবিহারে খুন তৃণমূল কর্মী |
বাড়ি ফেরার সময় তৃণমূল কর্মীকে গুলি করে খুন করল আততায়ীরা। অভিযোগের আঙুল ফরওয়ার্ড ব্লকের দিকে। শুক্রবার রাতে কোতোয়ালি থানার পসারিরহাট এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরবাইক আরোহী এক দল দুষ্কৃতীর গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় বকুলের হাট গ্রামের বাসিন্দা মোবাইল টাওয়ারের কর্মী মানিক রায়ের (৩৮)। রাতেই ঘটনাস্থলে যান জেলা পুলিশ সুপার অনুপ জয়সওয়াল। তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের অভিযোগ, “ফরওয়ার্ড ব্লক আশ্রিত দুষ্কৃতীরাই মনিককে খুন করেছে।” ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক উদয়ন গুহ বলেন, “অভিযোগ ভিত্তিহীন। এখন সব ঘটনার দায়ই বামেদের ঘাড়ে চাপানো হচ্ছে।”
|
পৃথক দু’টি ঘটনায় অস্বাভাবিক মৃত্যু হয়েছে দুজনের। বালুরঘাট থানার কামারপাড়া এবং পতিরামের উত্তররায়পুর এলাকার ঘটনা। পুলিশ জানায়, এদিন সকালে কামারপাড়ায় সনাতন মণ্ডল (১৮) নামে এক তরুণ এবং উত্তর রায়পুর থেকে সুনীল দাই-র (৫২) দেহ উদ্ধার হয়। দুজনেই আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা।
|
তিন বারেও মাধ্যমিক পাশ করতে না পেরে আত্মঘাতী এক যুবতী। বৃহস্পতিবার চোপড়ায় ঘটনাটি ঘটে। মৃতার নাম মনিকা সিংহ (২২)। বাড়ি চোপড়ার বাউরিগছ এলাকায়। |