নজির গড়ল তরুণ দল |
|
গৌতম ভট্টাচার্য, মোহালি: মেলবোর্নের ৬০ জলিমন্ট স্ট্রিট বাড়িটা ক্রিকেটপ্রেমিকদের কাছে ততটাই পরিচিত, যতটা রহস্যানুরাগীদের কাছে বেকার স্ট্রিটের খয়েরি রঙের একটা তিনতলা বাড়ি! ক্রিকেট অস্ট্রেলিয়ার এ হেন সদর দফতর থেকে বিকেলে একটা টুইট ভেসে এল: জেতার জন্য অস্ট্রেলিয়াকে ফেলতে হবে আর সাত উইকেট। ভারতকে করতে হবে শেষ ৮ ওভারের মধ্যে ২৮ রান। হিসেবটাই বলে দিচ্ছে ভারত তখন কতটা জমকালো অবস্থায়। |
|
নেতা সম্ভবত ওয়াটসন, ফের বদলাচ্ছে ভারতের ওপেনিং জুটি |
চেতন নারুলা, মোহালি: ভারতের হাতে এই প্রথম ‘ব্রাউনওয়াশ’ হওয়ার দিকেই শুধু এগোচ্ছে না অস্ট্রেলিয়া। অস্ট্রেলীয় অধিনায়ক কোটলায় ব্যক্তিগত সমস্যারও সম্মুখীন হতে চলেছেন। পিঠের যন্ত্রণা যদি মাইকেল ক্লার্ককে শেষ টেস্ট খেলতে না দেয়, তা হলে দিল্লিতে ধোনির সঙ্গে ব্যাগি গ্রিন মাথায় টস করতে নামতে দেখা যাবে শেন ওয়াটসন-কে। যাঁকে কিনা শৃঙ্খলাভঙ্গের কারণে আগের টেস্টেই দল থেকে সাসপেন্ড করা হয়েছিল! কিন্তু মিকি আর্থারের দলের সহ-অধিনায়ক যে ওয়াটসন! আর ক্যাপ্টেন কোনও কারণে মাঠে না থাকলে ভাইস-ক্যাপ্টেনেরই নেতৃত্ব দেওয়াটা যে বরাবরের রেওয়াজ। |
|
|
রবিবারের তিন উইকেটই তো শেষ করে দিয়েছিল ক্লার্কদের |
|
স্টিভ ওয়: আগেই মনে হয়েছিল, মোহালি টেস্টের শেষ দিকটা প্রচণ্ড উত্তেজক হবে। সেটাই হল। ভারতের সামনে যে টার্গেট ছিল, সেটা পরিস্থিতির বিচারে ভদ্রস্থ। কিন্তু অস্ট্রেলিয়া হৃদয় দিয়ে বল করে ভারতের কাজ কঠিন করে দিয়েছিল। যা-ই হোক, স্কোরলাইনে তার কোনও প্রভাব পড়েনি। মাইকেল ক্লার্করা সিরিজে এখন ০-৩ পিছিয়ে। তবু মোহালি থেকে অস্ট্রেলিয়ার জন্য কিছুই পড়ে রইল না এমন নয়। ওরা ইনিংসে চারশো পেরিয়েছে। চতুর্থ দিন দুর্দান্ত বল করে ভারতের লিড একশোর কমে আটকে রেখেছে। সমস্যা হল, যে সেশনটা অস্ট্রেলিয়া হারছে, সেটা হারছে খুব বাজে ভাবে। |
|
ভারতের ঐতিহাসিক হ্যাটট্রিক, নজিরবিহীন সমালোচনার মুখে অস্ট্রেলিয়া |
|
|
|
খেলার নানা সমস্যা মেটেনি দু’দশকেও |
|
|
|
|
মেসির জোড়া
গোল চলছেই |
|
প্রত্যাবর্তনে
বিশ্বরেকর্ড নাদালের |
|
|
ছোটদের ডার্বিতে বাগান হারাল লাল-হলুদকে |
|
টুকরো খবর |
|
|