ভারতের হাতে এই প্রথম ‘ব্রাউনওয়াশ’ হওয়ার দিকেই শুধু এগোচ্ছে না অস্ট্রেলিয়া। অস্ট্রেলীয় অধিনায়ক কোটলায় ব্যক্তিগত সমস্যারও সম্মুখীন হতে চলেছেন। পিঠের যন্ত্রণা যদি মাইকেল ক্লার্ককে শেষ টেস্ট খেলতে না দেয়, তা হলে দিল্লিতে ধোনির সঙ্গে ব্যাগি গ্রিন মাথায় টস করতে নামতে দেখা যাবে শেন ওয়াটসন-কে। যাঁকে কিনা শৃঙ্খলাভঙ্গের কারণে আগের টেস্টেই দল থেকে সাসপেন্ড করা হয়েছিল! কিন্তু মিকি আর্থারের দলের সহ-অধিনায়ক যে ওয়াটসন! আর ক্যাপ্টেন কোনও কারণে মাঠে না থাকলে ভাইস-ক্যাপ্টেনেরই নেতৃত্ব দেওয়াটা যে বরাবরের রেওয়াজ।
ওয়াটসন সদ্য বাবা হয়ে কুইন্সল্যান্ড থেকে মঙ্গলবার রাতেই দিল্লিতে ফিরছেন। যার ঘণ্টা তিরিশ আগে এ দিন মোহালিতে ক্লার্ক দৃশ্যত হতাশ ভঙ্গিতে বলে দিলেন, “সেই ছেলেবেলা থেকে পিঠের যে চোটটা আমাকে ভোগায়, এটা ঠিক সে-ই চোটটা। আমি যন্ত্রণাটা ম্যানেজ করার আপ্রাণ চেষ্টা করে চলেছি। কিন্তু দেখা যাক, সামনের দু’দিন কেমন থাকি। দেখা যাক নির্বাচকেরা এখন কী বলেন। শেষ টেস্টটা আমরা জেতার লক্ষ্যেই মাঠে নামব। আর নির্বাচকেরা যদি মনে করেন, শারীরিক কারণে আমার পক্ষে দলে কোনও অবদান রাখা সম্ভব নয়, তা হলে দিল্লিতে সে ক্ষেত্রে ওয়াটো নিশ্চিত ভাবে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবে।” |
ধোনিও কি ৩-০ এগিয়ে সিরিজ পকেটে পুরে ফেলেও পুরো স্বস্তিতে আছেন? ভারত অধিনায়কের ‘সমস্যা’ শেষ টেস্টে প্রথম এগারো বাছা নিয়ে। এমনিতেই এত দিনে সবার জানা হয়ে গিয়েছে, জয়ী দল পরের ম্যাচে অপরিবর্তিত রাখার স্বাভাবিক ধারণায় ধোনি বিশ্বাসী নন। নইলে চেন্নাই, হায়দরাবাদে জেতার পরে শেষ দু’টেস্টের স্কোয়াড থেকেই সহবাগ বাদ পড়েন না! বা মোহালি টেস্টে ঘরের ছেলে হরভজন ড্রেসিংরুমে বসে থাকেন না! কিন্তু কোটলায় ব্যাপারটা অন্য রকম। ইচ্ছে না থাকলেও ধোনিকে ওপেনার বিজয় মুরলীর নতুন পার্টনার বাছতে হতে পারে। কারণ, মোহালিতে ধুন্ধুমার টেস্ট অভিষেক ঘটানো শিখর ধবন ম্যাচের চতুর্থ দিন ফিল্ডিংয়ের সময় বাঁ হাতে এমনই চোট পান যে, আজ ভারতের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতেই নামতে পারেননি। যিনি কিনা প্রথম ইনিংসে অমন মারকাটারি ১৮৭ করায় ‘ম্যান অব দ্য ম্যাচ’ পর্যন্ত হয়েছেন মোহালিতে। “ও দিল্লি টেস্টে হয়তো না-ও খেলতে পারে,” ধোনি বলার পর সাংবাদিক সম্মেলনের জায়গাটা পর্যন্ত কেমন গুম মেরে গেল কয়েক মুহূর্ত!
এর বাইরে অবশ্য ভারত অধিনায়ক তাঁর খুশি ভাব চেপে রাখতে পারছেন না। বলে দিচ্ছেন, “আমি আজ খুশি।” একইসঙ্গে ‘গাঁধীগিরি’ দেখিয়ে বলছেন, “অস্ট্রেলিয়ায় গিয়ে ০-৪ হারার বদলার সিরিজ এটা মোটেই নয়। দিল্লির মাঠের পরিবেশ, বিপক্ষ কেমন অবস্থায় থাকে দেখা পর্যন্ত আমরা অপেক্ষা করব। তার পর নিজেদের গেমপ্ল্যান তৈরি হবে। ৪-০ করার জন্য কোনও জুয়া খেলব না আমরা। আমি কখনও জুয়া খেলি না। তা ছাড়া একটা পাঁচ ডলারের টিকিট কেটে আপনি কী করে লক্ষ ডলার জেতার আশা করতে পারেন? সবচেয়ে গুরুত্বপূর্ণ রেজাল্ট হল সিরিজ জয়। যেটা আমরা এখনই পেয়ে গিয়েছি।”
কিন্তু ধবনের সম্ভাব্য বদলি নিয়ে একটি শব্দও উচ্চারণ করলেন না। যদিও ভারতীয় ক্রিকেটমহলে জল্পনা শুরু হয়ে গিয়েছে, ঘরের মাঠে ধবনকে দুর্ভাগ্যক্রমে বসে থাকতে হলে, সেই জায়গা নেবেন তাঁর দুই দিল্লি টিমমেটেরই মধ্যে এক জনগম্ভীর বা সহবাগ। কিন্তু কে? জানার জন্য আমাদেরও অপেক্ষা করা ছাড়া উপায় কী?
|
ধোনি |
ক্লার্ক |
অস্ট্রেলিয়ায় ০-৪ হারার বদলার সিরিজ এটা নয়। দিল্লির মাঠের পরিবেশ, বিপক্ষ কেমন
অবস্থায় থাকে দেখা পর্যন্ত আমরা অপেক্ষা করব। তার পর নিজেদের গেমপ্ল্যান তৈরি হবে। |
ছেলেবেলা থেকে পিঠের যে চোটটা ভোগায়, এটা ঠিক সে-ই চোটটা। যন্ত্রণাটা
ম্যানেজ
করার আপ্রাণ চেষ্টা করে চলেছি। দেখা যাক, সামনের দু’দিন কেমন থাকি। |
|