গোলাপের যুদ্ধে চিডি-পেনদের কাছে কুইনটন-ওডাফারা হারলেও, জয় পেল সবুজ-মেরুনের ছোটরা। সোমবার জামশেদপুরে অনূর্ধ্ব-২০ আই লিগের ম্যাচে ইস্টবেঙ্গলকে ২-০ হারাল অমিয় ঘোষের মোহনবাগান। সবুজ-মেরুন জার্সি গায়ে গোল করেছেন প্রহ্লাদ রায় এবং দীপঙ্কর সোরাম।
রবিবার যুবভারতীতে আইএফএ শিল্ডের সেমিফাইনালে ইস্টবেঙ্গল জেতায় এ দিন জামশেদপুরে এই ম্যাচ নিয়ে চড়া উত্তেজনা ছিল সমর্থকদের মধ্যে। কিন্তু প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে লাল-হলুদ শিবিরকে চেপে ধরে ছোট মোহনবাগান। খেলা শেষে মোহনবাগান কোচ অমিয় ঘোষকে যোগাযোগ করা হলে তিনি বলেন, “বড়রা হারায় ম্যাচ জিতে ফেরার চ্যালেঞ্জ নিয়েছিল ছোটরা। সেই লক্ষ্য সফল হওয়ায় খুশি।”
মোহনবাগানের মতোই এ দিন জয় পেয়েছে টাটা ফুটবল অ্যাকাডেমি। গোয়ার সেসা ফুটবল অ্যাকাডেমিকে তারা হারিয়েছে ২-১। অন্য ম্যাচে, পুণে এফসি ৩-২ হারিয়েছে সালগাওকরকে।
এ দিকে, সোমবার দ্বিতীয় ডিভিশন আই লিগে কালীঘাট মিলন সংঘকে ২-১ হারাল সাদার্ন সমিতি। জোড়া গোল ডেভিডের। এ দিন প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধের তেষট্টি এবং সাতাত্তর মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন ডেভিড। ম্যাচের একদম অন্তিম লগ্নে অষ্টাশি মিনিটে কালীঘাট মিল সংঘের হয়ে ব্যবধান কমান জেমস। |