সাত মাস পর পেশাদার সার্কিটে ফিরেই বিশ্বরেকর্ড করলেন রাফায়েল নাদাল। প্রাক্তন বিশ্বসেরা টেনিস তারকা ইন্ডিয়ান ওয়েলস চ্যাম্পিয়ন হয়ে জিতলেন কেরিয়ারের ২২তম মাস্টার্স খেতাব। বিশ্ব টেনিসে যার পূর্ব নজির নেই। রবিবার রাতের আগে সর্বাধিক ২১ মাস্টার্স জেতার যুগ্ম রেকর্ড ছিল নাদাল-ফেডেরারের। ক্যালিফোর্নিয়ায় কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে অ্যান্ডি মারে ও নোভাক জকোভিচকে হারিয়ে ‘জায়ান্ট কিলার’ হয়ে ওঠা খুয়ান মার্টিন দেল পোত্রো-ও ফাইনালে নতজানু নাদালের কাছে। ৬-৪, ৩-৬, ৪-৬। |
তার চেয়েও তাৎপর্যের, হাঁটুর পুরনো চোট আর গত বছর উইম্বলডনে পাওয়া গোড়ালির চোট সারিয়ে কোর্টে ফেরার পর নাদাল চারটে টুর্নামেন্টে নেমে তিনটেয় চ্যাম্পিয়ন হয়ে বিশ্ব টেনিসকে কড়া বার্তা দিলেনতিনি সসম্মানে ফিরেছেন। প্রত্যাবর্তনের পর জেতা তিনটে খেতাবের মধ্যে নাদাল দু’টি তাঁর প্রিয় সারফেস ক্লে কোর্টে জিতলেও, ইন্ডিয়ান ওয়েলস চ্যাম্পিয়ন হয়েছেন হার্ডকোর্টে নিজের একশো শতাংশ ফিটনেসের প্রামাণ্য সাক্ষ্য রেখে। একইসঙ্গে সোমবার প্রকাশিত টাটকা এটিপি বিশ্ব র্যাঙ্কিংয়ে সতীর্থ স্প্যানিশ ডেভিড ফেরার-কে সরিয়ে চার নম্বরে উঠে এলেন নাদাল। এখন ফের টেনিসের ‘ফ্যাব ফোর’-এ জোকোভিচ-ফেডেরার-মারে-নাদাল। তবে ফেডেরারের পর বুধবার শুরু মিয়ামি মাস্টার্স থেকে বিশ্রামের দোহাই দিয়ে সরে দাঁড়িয়েছেন নাদাল-ও। যিনি রবিবার পেশাদার কেরিয়ারে তাঁর ৬০০তম ম্যাচ জেতেন। অন্য দিকে, ইন্ডিয়ান ওয়েলসে মেয়েদের ফাইনালে ক্যারোলিন ওজনিয়াকিকে ৬-২, ৬-২ হারিয়ে চ্যাম্পিয়ন হলেন মারিয়া শারাপোভা। |