লিও মেসি এবং দাভিদ ভিয়া জুটির ভেলকিতে আবার দাপট বার্সেলোনার। রবিবার ন্যু কাম্পে প্রথম বার দলকে নেতৃত্ব দিতে নেমে মেসি একাই দু’গোল করেন। চলতি মরসুমে মেসির গোলসংখ্যা বেড়ে দাড়াল ৪২। লা লিগার ম্যাচে পয়েন্ট তালিকায় সবার উপরে থাকা বার্সেলোনা ৩-১ হারায় রায়ো ভালেকানোকে। বার্সার অন্য গোলটি ভিয়ার। ১৫ মাস আগে ভিয়ার পায়ের হাড় ভাঙার পর অনেকে বলেছিলেন তাঁর এবং মেসির জুটিকে আর সম্ভবত পুরনো মেজাজে দেখা যাবে না। ২৫ মিনিটে মেসির বাড়ানো বলে ম্যাচের প্রথম গোলটি করেন ভিয়া। প্রথমার্ধ শেষ হওয়ার পাঁচ মিনিট আগে আবার মেসি-ভিয়ার বোঝাপড়ায় দ্বিতীয় গোলটি পায় বার্সেলোনা। কিন্তু গোলটি করলেন মেসি। এই জুটির দাপটেই দ্বিতীর্য়াধের শেষে বার্সা তৃতীয় গোলটি পেয়ে ম্যাচে জয় নিশ্চিত করে। |
“আমার খুব ভাল লাগছে দলকে সাহায্য করতে পেরে”, জানালেন ভিয়া। সঙ্গে তিনি যোগ করেন, “আমার কাজ গোল করা। কিন্তু আজ মেসিকে দিয়ে গোল করাতে পেরে আমি খুব খুশি”। বার্সার সহকারী কোচ ইয়র্দি রৌরা সেই আশঙ্কার সলিল সমাধিতে স্বস্তিতে। পাশাপাশি রবিবার রাতের ম্যাচে আদ্রিয়ানোর চোট নিয়ে কিছুটা চিন্তায় বার্সা। এমনিতেই কার্লোস পুওল, জাভি চোটের জন্য মাঠের বাইরে। পুওল তো এপ্রিলের গোড়ায় ডেভিড বেকহ্যামের প্যারিস সাঁ জা-র বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালেও অনিশ্চিত। তবে লা লিগায় ১০ ম্যাচ বাকি থাকতে বার্সা দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ১৩ পয়েন্টে এগিয়ে। রোনাল্ডোর রিয়াল শনিবার রাতে ৫-২ হারায় রিয়েল মায়োরকাকে। |