টুকরো খবর |
ঝাড়খণ্ডের মহড়ায় লক্ষ্মীরা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
প্রতিপক্ষের নাম অসমের বদলে এ বার ঝাড়খণ্ড। বাংলা অধিনায়ক লক্ষ্মীরতন শুক্লর মতে, অসমের চেয়ে যারা বেশি কড়া বিপক্ষ। তবে সৌরভ তিওয়ারি-ইশাঙ্ক জাগ্গিদের ঝাড়খণ্ড নয়, মঙ্গলবার সৈয়দ মুস্তাক আলি টি টোয়েন্টি টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে ঝাড়খণ্ডের বিরুদ্ধে মুখোমুখি যুদ্ধের আগে বাংলা শিবিরে টেনশনের নাম পিচ। অসম ম্যাচেই বাংলা ক্রিকেটাররা টের পেয়েছিলেন ত্রিপুরার স্টেডিয়ামের পিচ বাটিংয়ের পক্ষে মোটেই আদর্শ নয়। এ দিন ফোনে বাংলা অধিনায়ক বলছিলেন, “যা উইকেট দেখছি, খুব বেশি রান উঠবে না। ধরে খেলতে হবে।” ক্রিকেটারদের কেউ কেউ টেনশনে যে চারটে ম্যাচই ওই একই পিচে খেলতে হবে বলে। আর পরবর্তী পর্বে পৌঁছনোর জন্য চারটের মধ্যে অন্তত তিনটে ম্যাচ জিতে রাখতে হবে বাংলাকে। তবে টিমে কোনও বদল ঘটছে না। অসম ম্যাচের জয়ী টিমই থাকছে। সায়নশেখর মণ্ডল, সঞ্জীব স্যান্যালদের নিয়ে মোট চার জন পেসার-অলরাউন্ডারই খেলাচ্ছে বাংলা।
|
মর্গ্যানদের ক্লাস নিতে কোভারম্যান্স
নিজস্ব প্রতিবেদন |
ট্রেভর মর্গ্যান, করিম বেঞ্চারিফা, এলকো সাতোরিদের ক্লাস নিতে শহরে হাজির জাতীয় কোচ উইম কোভারম্যান্স। তাঁর সঙ্গে এসেছেন টিড রব বানও। দেশে একই রকম কোচিং প্রথা চালু করতে আই লিগ খেলা ক্লাবের কর্তা এবং কোচের সঙ্গে বৈঠক করছেন জাতীয় কোচ। রবিবার পানাজিতে গোয়া মুম্বই এবং পুণের আই লিগ খেলা ক্লাবের কর্তা ও কোচের সঙ্গে বৈঠক করেছেন তিনি। এবার শহরের তিন ক্লাব ইস্টবেঙ্গল, মোহনবাগান ও প্রয়াগ ইউনাইটেডের সঙ্গে শিলং লাজংয়ের মতো উত্তর পূর্বাঞ্চলের ক্লাবের সঙ্গেও বৈঠক করবেন জাতীয় কোচ। মঙ্গলবার সকাল ১১টায় ক্লাব কর্তাদের সঙ্গে প্রথমে বসার কথা কোভারম্যান্সের। এ দিকে, গোয়ায় ক্লাব কর্তাদের সঙ্গে বৈঠকে আইলিগ থেকে চার বছরের জন্য অবনমন তুলে দেওয়ার জোরালো প্রস্তাব উঠেছে। ক্লাব কর্তাদের দাবি, এই প্রস্তাব মানলে নতুন ক্লাব তিন বছর সময় পাবে নিজেদের দল গঠন করার। আই লিগ সিইও সুনন্দ ধর সরকারি ভাবে এই প্রস্তাব দেওয়ার কথা বলেছেন। প্রস্তাব পাওয়ার পর আইলিগ কোর কমিটি এবং এআইএফএফ-এর এক্সিকিউটিভ কমিটিতে এই বিষয়ে আলোচনা হবে।
|
ল্যাম্পার্ডের দুশো গোল
সংবাদসংস্থা • লন্ডন |
ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড ও এডেন হ্যাজার্ডের গোলে ওয়েস্ট হ্যামকে ২-০ হারাল চেলসি। প্রথমার্ধে চেলসির হয়ে ল্যাম্পার্ডের দুশোতম গোলে এগিয়ে যায় রাফা বেনিতেজের দল। দ্বিতীয়ার্ধে অনেক গোলের সুযোগ নষ্ট করেও হ্যাজার্ডের অনবদ্য গোলে জয় নিশ্চিত করে চেলসি। নিজের ২০০তম গোলটি করে ল্যাম্পার্ড বলছেন, “ক্লাবের হয়ে ২০০ গোল করতে পেরে আমি খুব খুশি।” অন্য দিকে ফুলহ্যামের কাছে টটেনহ্যাম ১-০ হারায় চেলসির এই জয় ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলে তাদের তিন নম্বরে নিয়ে যায়।
|
নয়া পদে মান্তু
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
টেবল টেনিস ফেডারেশন অব ইন্ডিয়ার অন্যতম যুগ্ম সচিব হলেন শিলিগুড়ির মান্তু ঘোষ। গত রবিবার লখনউতে সংগঠনের ৭৫ তম বার্ষিক সাধারণ সভায় তিনি ওই পদ পান। মান্তু ফেডারেশনের সহযোগী যুগ্ম সচিব ছিলেন। এখন কার্যকরি কমিটির ৪ জন সচিবের অন্যতম তিনি।
|
বীরু-গোতির ‘দ্বিতীয় ইনিংস’ |
|
খুব চেনা ওপেনিং জুটি। তবে ভারতের জার্সিতে নয়। সইদ মুস্তাক
আলি টুর্নামেন্টে দিল্লির হয়ে ওপেন করলেন বীরু-গোতি। ছবি: পিটিআই |
সুনীল গাওস্করের মন্তব্যকে ভুল প্রমাণ করতে তার পরের দিনই কি ওপেনিং জুটি হিসেবে জাতীয় দলে ফেরার লড়াই শুরু করে দিলেন বীরেন্দ্র সহবাগ এবং গৌতম গম্ভীর? সইদ মুস্তাক আলি জাতীয় টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে সোমবার পঞ্জাবের বিরুদ্ধে একসঙ্গে ব্যাট করতে নেমেছিলেন দিল্লির দুই তারকা ওপেনার। গম্ভীরের অপরাজিত ৬৮ এবং সহবাগের ঝোড়ো ৩৬ রানের দাপটে দিল্লি ম্যাচ জিতলেও সেই চেনা মেজাজে দেখা যায়নি বীরু-গোতি জুটিকে। কয়েক বার গম্ভীরের ক্যাচ ফসকান পঞ্জাব ফিল্ডাররা। সহবাগও নিজের গাফিলতিতে রান আউট হন।
|
ভক্তদের আব্দারে ক্ষুব্ধ গাওস্কর |
ভক্তদের অটোগ্রাফের দাবি এবং ছবি তোলার আব্দারে ঘেরাও হয়ে ধৈর্য হারালেন সুনীল গাওস্কর। কিংবদন্তি ভারতীয় ওপেনার সোমবার ধারাভাষ্য দেওয়ার ফাঁকে মোহালি স্টেডিয়ামের লাউঞ্জে বেরিয়ে এসে দেখেন সতীর্থ ধারাভাষ্যকার ম্যাথু হেডেন এবং সঞ্জয় মঞ্জরেকর ভক্তদের ঘেরাটোপে। সবাই ছবি তোলার এবং অটোগ্রাফের আব্দার করতে ব্যস্ত। ক্ষুব্ধ গাওস্কর তখন তাদের বলেন, ‘‘তোমরা ম্যাচ দেখতে এসেছ, না অন্য কিছু? তোমাদের চিৎকারে আমাদের কাজ করতে সমস্যা হচ্ছে।” পরে স্টেডিয়ামের নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
|
দু’নম্বরের জন্য ত্রিমুখী লড়াই |
আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে দু’নম্বরের লড়াইয়ে ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া। অজিদের সিরিজে ৩-০ পিছিয়ে দেওয়ার পর এই লড়াইয়ে কিছুটা এগিয়ে গেল ভারত। ধোনিরা দিল্লিতে অস্ট্রেলিয়াকে সিরিজে ৪-০ হারাতে পারলে এবং অন্য দিকে নিউজিল্যান্ড ১-০ ইংল্যান্ডকে হারালে ভারত টেস্ট র্যাঙ্কিংয়ে দু’নম্বরে উঠে আসবে। শীর্ষে দক্ষিণ আফ্রিকা।
|
নির্বাসনে নাদির |
দুর্নীতির দায়ে দশ বছরের জন্য নির্বাসিত হলেন বাংলাদেশের আম্পায়ার নাদির শাহ। ২০১২ সালের জুলাই মাসে একটি টিভি চ্যানেলের স্টিং অপারেশনে ফাঁস হয় খবরটি। নাদিরের নির্বাসনকে নিজেদের পূর্ণ সমর্থন দিয়ে আইসিসি চিফ এক্সিকিউটিভ ডেভ রিচার্ডসন এ দিন বলেছেন, “এই সিদ্ধান্তে প্রমাণিত হল যে, ক্রিকেট সব রকমের দুর্নীতির বিরুদ্ধে।” নিজের কেরিয়ারে মোট ৪০ ম্যাচে আম্পায়ারিং করেন নাদির। |
|