সুনীল গাওস্কর |
এই অস্ট্রেলিয়া দলকে সবথেকে দুর্বল বলব না, তবে ভারতে আসা অজি দলের মধ্যে সবথেকে অনভিজ্ঞ এ নিয়ে কোনও সন্দেহ নেই। তবে জয়টা দারুণ শক্তিশালী কোনও দলের বিরুদ্ধে এসেছে না দুর্বলতম দলের বিরুদ্ধে এসেছেসেটা নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। জয় জয়ই, ঠিক যেমন সেঞ্চুরি সেঞ্চুরিই। |
|
সৌরভ গঙ্গোপাধ্যায় |
১৯৯৬ থেকে যত অস্ট্রেলিয়া দল দেখেছি তার মধ্যে ভারতের মাটিতে এত খারাপ খেলতে আর কাউকে দেখিনি। শৃঙ্খলা দিয়ে সব হয় না। জেতার জন্য স্কিল চাই। এই সফরে অস্ট্রেলিয়া দলের যেটার সবথেকে অভাব। পরে ব্যাট করতে হলে অস্ট্রেলিয়া তিন দিনে হেরে গেলেও অবাক হব না। |
|
ডিন জোন্স |
মিচেল স্টার্ক প্রথম ইনিংসে রানটা না করলে এক দিন আগেই হারত অস্ট্রেলিয়া। পাটা পিচেও কী ভাবে এখানে ইনিংস শুরু করতে হয় আমাদের ব্যাটসম্যানরা জানেই না। স্পিনারদের বিরুদ্ধে ফুটওয়ার্কও একই অবস্থা। অস্ট্রেলিয়ায় গিয়ে ভারত যখন হেরে এল, গাওস্কর ভেঙে পড়েছিল। ওর কী অনুভূতি হচ্ছিল, বুঝতে পারছি। |
|
সঞ্জয় মঞ্জরেকর |
তৃতীয় টেস্টে মোহালি কিন্তু এই সিরিজের সেরা ব্যাটিং উইকেট ছিল। এই শুকনো উইকেটে দুর্দান্ত একটা স্পেল করে দিল তরুণ পেসার ভুবনেশ্বর কুমার। আমার কাছে সিরিজের সেরা প্রাপ্তি কিন্তু এই ভুবনেশ্বরই। আর টেস্টে এক দিন নষ্ট হওয়ার পর ভারত যে ভাবে জিতল, সেটাও দারুণ কৃতিত্বের। |
|
|