উত্তরবঙ্গ |
বনধ উপেক্ষিত পাহাড়-তরাই ডুয়ার্সে |
|
নিজস্ব প্রতিবেদন: ডিজেল, গ্যাসের সিলিন্ডারের দাম বাড়ার প্রতিবাদে মিছিলে পা মেলালেও বৃহস্পতিবার বিজেপি ও বামেদের ডাকা বনধ সাড়া দিল না দার্জিলিং পাহাড়। বনধ উপেক্ষা করে কর্মব্যস্ত থাকল তরাই-ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকার চা বাগান। তবে কোচবিহার, মালদহ ও রায়গঞ্জে বনধ সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কোচবিহারে বনধ সমর্থক পুরুষ-মহিলাদের মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের সমর্থকদের একাংশের বিরুদ্ধে। |
|
বাসে ইট রায়গঞ্জে |
নিজস্ব সংবাদদাতা, রায়গঞ্জ: বনধ-এর পক্ষে-বিপক্ষে মিছিল ও পাল্টা প্রচারকে ঘিরে সকাল থেকেই উত্তপ্ত ছিল রায়গঞ্জের নানা এলাকা। বেলা গড়াতেই তার জেরে হল বাস ভাঙচুর। বনধ সমর্থনকারীদের ঢিলে রায়গঞ্জের সঙ্গীতসদন মোড়ে কালিয়াগঞ্জ-শিলিগুড়িগামী একটি সরকারি বাসের কাঁচে ভাঙচুর হয়ে বলে অভিযোগ। ইটের টুকরোর আঘাতে কালিয়াগঞ্জের বাসিন্দা ওই বাসের চালক অপূর্বনাথ চক্রবর্তীর কপাল ফেটে যায়। তাঁকে রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। |
|
|
ত্রাণ পাচ্ছেন
না বন্যাদুর্গতেরা |
কোচবিহারে এসইউসি-র
সমর্থকদের মারধর বনধ বিরোধীদের |
|
কার্যালয়ে ভাঙচুর |
|
টুকরো খবর |
|
শিলিগুড়ি-জলপাইগুড়ি |
ভোগান্তি সেই জনসাধারণের |
|
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি থেকে শুরু করে খুচরা ব্যবসার বিনিয়োগ, সাধারণ মানুষের সমস্যা বাড়বে এই দাবিতেই ডাকা হয়েছিল ১২ ঘন্টার বনধ। দিনের শেষে কিন্তু সমস্যায় পড়লেন সেই সাধারণ বাসিন্দরাই। বৃহস্পতিবার সরকারি বাস, বিমান, রেল চলাচল স্বাভাবিক থাকলেও রাস্তায় নেমে সমস্যায় পড়লেন পর্যটক থেকে বাসিন্দারা। গাড়ি, অটো, রিকশা রাস্তা কম ছিলই, তার সঙ্গে যোগ হয় বাড়তি ভাড়ার দাপট। বাসিন্দাদের অভিযোগ, একে তো বিভিন্ন এলাকায় পৌঁছাতে নাকাল হতে হয়েছে। |
|
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি ও জলপাইগুড়ি: গত ২৮ ফেব্রুয়ারির বনধে সংগঠনের নির্দেশ মেনে দফতরে না আসায় বেতন কাটা গিয়েছিল রাজ্য কো-অর্ডিনেশন কমিটির সক্রিয় সদস্য শৈবালকান্তি পালের। বৃহস্পতিবার তিনি অবশ্য অফিসে আসেন। তাঁর কথায়, “কী করব বলুন, সরকারি কর্মী তো! একদিনের বেতন কাটা যাক, এটা কেইবা চাইবে। আর তা ছাড়া এ দিনের বনধ নিয়ে সংগঠনের থেকে তেমন কোনও নির্দেশ ছিল না।” |
প্রায় স্বাভাবিক
অফিসে হাজিরা |
|
উত্তরের বাস পরিষেবা আজ থেকে স্বাভাবিক |
|
টুকরো খবর |
|
|