টুকরো খবর
বিরোধিতায় বাইক র‌্যালি
ছবি: মনোজ মুখোপাধ্যায়।
বনধ ভাঙ্গতে এদিন তৃণমূল যুব কংগ্রেসের ইংরেজবাজার টাউন কমিটির সভাপতির নেতৃত্বে ৬০-৭০ টি বাইকে যুব তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা গোটা মালদহ শহর দাপিয়ে বেরিয়েছে। এলআইসি অফিসের মেইনগেটের তালা ভেঙ্গে অফিস খোলার চেষ্টা করে তৃণমূল যুব কংগ্রেসের কর্মী সমর্থকরা। মকদুমপুরে একটি রাষ্টায়ত্ত ব্যাঙ্কের তালা না খোলায় ব্যাঙ্কের কর্মী ভেবে এক দুধ বিক্রেতাকে তৃণমূল কর্মীরা মারধর করে। প্রধান ডাকঘর, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখা খোলাতে পারলেও তালা ভেঙেও এলআইসি অফিস খোলাতে পারেনি বনধ বিরোধীরা! গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে গেট বন্ধ করে পিকেটিংকে কেন্দ্র করে এসএফআই ও তৃণমূল যুব কংগ্রেস কর্মী সমর্থকদের সঙ্গে সংঘর্ষ হয়েছে। এসএফআইয়ের দুইজন ও তৃণমূল যুব কংগ্রেসের কাযর্করী সভাপতি সহ দুইজন জখম হন। পুলিশ পরিস্থিতি সামাল দেয়। তৃণমূল যুব কংগ্রেস ও এসএফআই অভিযোগ ও পাল্টা অভিযোগ করে। জেলা পুলিশ সুপার বলেন, পিকেটিং করার অভিযোগে ৩৬ জনকে ধরা হয়েছে! কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি!

কংগ্রেসের আন্দোলন
বনধের দিনে জনসভা করে আন্দোলনের ডাক দিল কংগ্রেস। বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরের ওই সভা থেকে তৃণমূলের দখল থেকে কংগ্রেসের কার‌্যালয় উদ্ধারে প্রশাসনিক ভূমিকা নিয়ে বিরক্ত কংগ্রেস নেতৃত্ব ডাক দিল। বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুরে হরিরামপুরে দলীয় জনসভায় জেলা কংগ্রেস সভাপতি নীলাঞ্জন রায় অভিযোগ করেন, হরিরামপুর ব্লক কংগ্রেসের কার‌্যালয়টি তৃণমূল দখল করে রেখেছে। আগামী ১৫ দিনের মধ্যে প্রশাসন দলীয় কার‌্যালয় উদ্ধার করে দিতে না পারলে বুনিয়াদপুরের মহকুমা শাসকের অফিসের সামনে অনশন আন্দোলন শুরু করা হবে। পাশাপাশি, কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠ সৈয়দপুর গ্রামপঞ্চায়েতের বোর্ড গঠর্নে গঠনে প্রশাসন তৎপর না হলে জেলাজুড়ে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। কংগ্রেসের শক্তঘাঁটি বলে পরিচিত হরিরামপুর ব্লকে সংগঠনকে চাঙ্গা করতে এদিন বনধের মধ্যেও জনসভা করে কংগ্রেস। সভায় প্রচুর ভিড়ও হয়। সভায় সাংসদ অধীর চৌধুরী, মৌসম নূর,প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক ওমপ্রকাশ মিশ্র মত নেতারা উপস্থিত ছিলেন। এদিন সভা মঞ্চের কাছেই পার্টি অফিস উদ্ধারে কংগ্রেসের কিছু কর্মী এগিয়ে গেলে উত্তেজনা তৈরি হয়। অতিরিক্ত পুলিশ সুপার, মহকুমা পুলিশ আধিকারিক পরিস্থিতি সামাল দেন।

মারধর
জালনোটের মামলায় ধৃতকে পিটিয়ে মারার গুজবে এক পুলিশ অফিসারকে মারধর করে তাঁর বাইক ভাঙচুর করল জনতা। বৃহস্পতিবার রাতে হরিশ্চন্দ্রপুর হাসপাতালে ঘটনাটি ঘটেছে। পুলিশ এই ঘটনায় জড়িত সন্দেহে ১০ জনকে গ্রেফতার করেছে। এদিন জালনোটের চক্রে জড়িত সন্দেহে ২ জনকে পুলিশ ধরে। তাদের এক অভিযুক্তকে মেরে হাসপাতালে আনা হয়েছে খবরে গুজব ছড়ায়।

আন্দোলনের ডাক
বনধের দিনে দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরের জনসভা থেকে তৃণমূলের দখল থেকে কংগ্রেসের কার‌্যালয় উদ্ধারে প্রশাসনিক ভূমিকা নিয়ে বিরক্ত কংগ্রেস নেতৃত্ব আন্দোলনের ডাক দিল। আগামী ১৫ দিনের মধ্যে প্রশাসন দলীয় কার‌্যালয় উদ্ধার করে দিতে না পারলে বুনিয়াদপুরের মহকুমা শাসকের অফিসের সামনে অনশন আন্দোলন শুরু করা হবে বলে তাঁরা জানিয়েছেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.