রাজ্যের দুই মন্ত্রীর আশ্বাসে আপাতত উত্তরবঙ্গের বেসরকারি বাস ধর্মঘট তুলে নিলেন বাস মালিকেরা। বৃহস্পতিবার সকালে উত্তরবঙ্গের ছয় জেলার বাস মালিকেরা আলোচনার পর ওই ধর্মঘট ৩০ সেপ্টেম্বর অবধি স্থগিত রাখার সিদ্ধান্ত নেন। এর জেরে আজ, শুক্রবার থেকে উত্তরবঙ্গের সর্বত্র বেসরকারি বাস পরিষেবা স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। তবে সরকার, প্রশাসনের আশ্বাসে ওই নির্ধারিত সময়ের মধ্যে কাজ না হলে ফের আন্দোলনে নামা হবে বলে বাস মালিকেরা জানিয়ে দিয়েছেন। ১৭ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্ট কালের জন্য বনধ ডাকেন বাস মালিকেরা। বাস মালিকেরা জানিয়েছেন, ডিজেলের দাম বাড়ার পর গতকালই রাজ্যের পরিবহণ মন্ত্রী মদন মিত্র বাস ভাড়া বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন। পাশাপাশি, উত্তরবঙ্গের জাতীয় সড়ক-সহ বিভিন্ন রাস্তা সংস্কারের আশ্বাস দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। তার পরেই এদিন আলোচনা করে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উত্তরবঙ্গের ইন্টার ডিস্ট্রিক্ট বাস ও মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রণব মাণি বলেন, “দুই মন্ত্রীর আশ্বাসে আমরা আপাতত ধমর্ঘট করছি না। কিন্তু আমাদের দাবিতে আন্দোলন চলবে। মন্ত্রী, প্রশাসনিকস্তরে আমরা স্মারকলিপি দেব। কাজ না হলে ফের বাস ধমর্ঘট হবে।” সংগঠনের সদস্যরা জানিয়েছেন, ডিজেলের দাম বাড়ার পাশাপাশি উত্তরবঙ্গের জাতীয় সড়ক, রাজ্য সড়ক-সহ সব রাস্তারই অবস্থা বেহাল। ৩১, ৩৪, ৫৫ নম্বর জাতীয় সড়কের অবস্থা শোচনীয়। এরমধ্যে ৫৫ নম্বর জাতীয় সড়ক তো বন্ধই পড়ে রয়েছে। ডুয়ার্সের রাস্তা খানাখন্দে ভরে গিয়েছে। কোচবিহার থেকে মালদহ, বালুরঘাট খারাপ রাস্তা জেরে গাড়ির অবস্থা যেমন দিনের পর দিন খারাপ হচ্ছে। যন্ত্রাংশ রোজই ভেঙে যাচ্ছে। প্রতিদিন তেমনিই দুর্ঘটনা ঘটছে। কর্মীকে শরীরও খারাপ হচ্ছিল। এই অবস্থায় ধমর্ঘট করা ছাড়া উপায় ছিল না। |