উত্তরবঙ্গ |
ভাঙন গঙ্গা,
ফুলহারেও |
বাপি মজুমদার, চাঁচল: গতিপথ পাল্টে পাড় ভেঙে কয়েক বছর থেকে এগিয়েছে গঙ্গা। কিন্তু সেচ দফতর ও প্রশাসনের তরফে ওই ভাঙন প্রতিরোধে ব্যবস্থা না নেওয়ায় বিপন্ন হতে বসেছে মালদহের রতুয়া-১ ব্লকের মহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েতের জঞ্জালিটোলা গ্রাম। আবার একই ভাবে ফুলহার ভাঙন রোধের কাজ না-হওয়ায় বিপর্যস্ত হয়েছে বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের রুহিমারি ও রামায়ণপুর এলাকা। গত বছর গঙ্গার ভাঙনে দেড়শোটি বাড়ি নদীগর্ভে তলিয়ে যাওয়ার পরে এবার ফের শুরু হয়েছে ভাঙন। |
|
নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট: ‘খাস’ জমিতে চাষের দখল নিয়ে আরএসপি এবং তৃণমূল সমর্থক দু’দল চাষির সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে দক্ষিণ দিনাজপুরের তপন ব্লক। রবিবার সকালে ওই সংঘর্ষের ঘটনা ঘটে তপন থেকে থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে দ্বীপখণ্ডা গ্রামে। সংঘর্ষের সময়ে এক তৃণমূল সমর্থক তিরবিদ্ধ হয়েছেন। তাঁকে বালুরঘাট হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সংঘর্ষ থামাতে পুলিশকে শূন্যে ৭ রাউন্ড গুলি চালাতে হয়, তবে শূন্যে গুলি চালানোর কথা পুলিশ অস্বীকার করেছে। |
জমি-সংঘর্ষে
গুলি, ধৃত ৮ |
|
টুকরো খবর |
|
শিলিগুড়ি-জলপাইগুড়ি |
টানা প্রচারে উৎসাহ |
সঞ্জয় চক্রবর্তী, শিলিগুড়ি: বিকল্প চাষের ব্যাপারে উদ্যান পালন দফতরের লাগাতার প্রচারের জেরে ফুল চাষে নেমে বিপাকে পড়েছেন শিলিগুড়ি মহকুমার কয়েকশো চাষি। বছর দুয়েক ধরে মহকুমার ফাঁসিদেওয়া এবং খড়িবাড়ি এলাকায় গাঁদা, গ্ল্যাডিওলাস, রজনীগন্ধা, গোলাপ চাষ শুরু হয়েছে। কিন্তু সেই ফুল শিলিগুড়ির বাজারে বিক্রি করতে গিয়ে নাজেহাল হতে হচ্ছে চাষিদের। |
|
রাতে দু’পাশে ট্রাকের লাইন,
আটকে জাতীয় সড়ক |
নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি: সন্ধে নামতেই দখল হয়ে যায় ৩১ ডি জাতীয় সড়ক। দু’পাশে সার দিয়ে দাঁড়িয়ে পড়ে বড় বড় ট্রাক। দুটি ট্রাকের মাঝখানের সরু রাস্তা দিয়েই সন্ধ্যে থেকে রাতভর যানবাহন চলাচল করে। তার ফলে প্রতিদিনই সন্ধ্যের পরে যানজটের কবলে পড়ে জলপাইগুড়ি শহর লাগোয়া জাতীয় সড়ক। রাস্তা জুড়ে ট্রাক দাঁড়িয়ে থাকায় সামনের রাস্তা পুরোপুরি দেখা যায় না, সে কারণে ছোট বড় দুর্ঘটনাও ঘটে গেলেও প্রশাসন নির্বিকার। |
|
|
বাজার নরক
মাল্লাগুড়িতে |
জমি নিয়ে বিবাদে
মারধর প্রবাসীকে |
|
৪০ বছরে কর্তা বদল একান্ন বার |
|
টুকরো খবর |
|
উত্তরের চিঠি |
|
|