টুকরো খবর
|
শিশুচুরি, গ্রেফতার |
নিজস্ব সংবাদদাতা • ধূপগুড়ি |
জানালা দিয়ে তিন মাসের শিশুকে তুলেই নিয়েছিল দুষ্কৃতী। দেখতে পেয়ে গ্রামবাসীরা তাড়া করলে শিশুটিকে ডোবায় ছুড়ে ফেলে দিয়ে পালায় এক যুবক। পরে ধরাও পড়ে। শিশুটিকেও সুস্থ অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। রবিবার বিকালে ঘটনাটি ঘটে ধূপগুড়ি থানার গাদং-৩ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার ঝাড় শালবাড়ি গ্রামে। ধৃতের নাম বাসুদেব বর্মন। এ দিন দুপুরে তিন মাসের শিশুকে ঘুম পাড়িয়ে কৃষক সহিদুল ইসলাম ও তার স্ত্রী বছর দশেকের অপর শিশু কন্যাকে নিয়ে রান্না ঘরে দুপুরের খাবার খাচ্ছিলেন। কার্জিপাড়া গ্রামের বাসিন্দা বাসুদেব বর্মন খোলা জানলা দিয়ে সহিদুলের শিশুকে নিয়ে পালাতে চেষ্টা করেন। কিছুদূর যাবার পর ঘুম ভেঙে শিশুটি চিৎকার করতে শুরু করে। অচেনার কোলে শিশুর চিৎকার শুনে সন্দেহ হয়। লোকজন প্রশ্ন করলে শিশুটিকে নিয়ে ছুটতে থাকে সে। গ্রামবাসীরা তাড়া করলে শিশুটি ডোবায় ফেলে বাসুদেব পালানোর চেষ্টা করে। শিশুটিকেও উদ্ধার করা হয়েছে।
|
জখম বাবা-শিশু |
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
বাড়ির ছাদ থেকে পড়ে জখম হলেন এক ব্যক্তি ও তাঁর ৪ বছরের শিশু। রবিবার সকালে ঘটনাটি ঘটে শহরে ৭ নম্বর ওয়ার্ডে। অসুস্থতার কারণে তিনি শিশুকে নিয়ে পড়ে যান বলে আশঙ্কা করা হচ্ছে। থানার আইসি মনোজ চক্রবর্তী জানান, হাসপাতাল সূত্রে দুর্ঘটনার খবর পেলেও তাঁদের কাছে লিখিত অভিযোগ জমা পড়েনি। সম্প্রতি ওই ব্যক্তি তাঁর স্ত্রী শঙ্করী দেবীকে মারধর করেন বলে অভিযোগ। তাঁরও আলিপুরদুয়ার হাসপাতালে চিকিৎসা চলছে।
|
ভাঙছে মুজনাইও |
নিজস্ব সংবাদদাতা • ফালাকাটা |
মুজনাই নদীর ভাঙনে বিপন্ন পশ্চিম ফালাকাটার বাসিন্দারা। এ বছর বর্ষা শুরু হতেই ৬ বিঘা কৃষি জমি নদী গর্ভে বিলীন হয়েছে। গত ৭ বছরে ২৫ বিঘা কৃষি জমি হারিয়েছেন কৃষকরা। প্রশাসন ও সেচ দফতরের কাছে বহু আবেদন নিবেদন করে ফল না-মেলায় ফালাকাটা-১ গ্রাম পঞ্চায়েতের ওই এলাকার বাসিন্দারা এ বার বড় ধরনের আন্দোলনের হুমকি দিয়েছেন। অভিযোগ, ফি বছর নদী যে ভাবে পাড় ভাঙছে তাতে আগামী ১০ বছরে সব খুইয়ে নিঃস্ব হবেন তারা। ওই এলাকার তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য জয়ন্ত অধিকারী বলেন, “বাম সরকার ওই নদী ভাঙন রোধ করতে কোন ব্যবস্থা নেয়নি। নতুন সরকার দ্রুত বাঁধ দেবে বলে আমরা আশাবাদী।” বাঁধ না-দেওয়া হলে বহু পরিবার বাড়ি ও জমি খোয়াবেন।
|
উদ্যোগী বিধায়ক |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
এনসেফেলাইটিস ২ জনের মৃত্যুর পর শহর পরিষ্কার রাখতে শুয়োরের খাটালে অভিযান চালানো হবে বলে জানালেন বিধায়ক রুদ্রনাথ ভট্টাচার্য। রবিবার রুদ্রবাবু জানান, শিলিগুড়ি পুরসভা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ওই অভিযান শুরু করা হবে। তিনি বলেন, “যে এনসেফেলাইটিসে হয়েছে তা সংক্রামক নয়। নতুন করে আক্রান্তের খবর নেই। তবুও সতর্ক থাকতে হবে। শুয়োরের খাটালে অভিযান চালিয়ে সেগুলির পরিস্থিতি দেখতে হবে। সেগুলি পরিস্কার না থাকলে ব্যবস্থা নেওয়া হবে।”
|
যান নিয়ন্ত্রণে সিদ্ধান্ত |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
যানজটের চাপ কমাতে কিছু সিদ্ধান্ত নিয়েছে শিলিগুড়ি ট্রাফিক পুলিশ। রবিবার থেকে হিলকার্ট রোডের মহানন্দা সেতু লাগোয়া এলাকা থেকে ইউ টার্ন বন্ধ হয়েছে। পরিবর্তে গাড়িগুলিকে মহানন্দা সেতু লাগোয়া মোড়ে আসার ঠিক আগেই বর্ধমান রোডে পাঠিয়ে দেওয়া হচ্ছে। সেখান থেকে সেগুলি হিলকার্ট রোডে ঢুকছে। না হলে মহানন্দা সেতু পার হয়ে গুরুঙ্গ বস্তি মোড় থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। সেবক রোড থেকে চার্চ রোডে হয়ে হিলকার্ট রোডে যাওয়া বাইক, গাড়ি সূর্য সেন পার্ক লাগোয়া দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
|
মারধর, স্মারকলিপি দিল এসএফআই |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
তৃণমূল ছাত্র পরিষদের হামলার অভিযোগ তুলে নিউ জলপাইগুড়ি আউটপোস্টে স্মারকলিপি দিল এসএফআই। রবিবার সকাল সাড়ে ১১টা নাগাদ ওই স্মারকলিপি দেওয়া হয়। সংগঠনের জেলা সভাপতি সৌরভ সরকারের অভিযোগ, বিভিন্ন কলেজে এসএফআই সদস্যদের উপর হামলা চালানো হচ্ছে। সূর্য সেন কলেজে কয়েক দফায় এসএফআই সদস্যদের মারধর করা হয় বলে অভিযোগ। তিনি বলেন, “অভিযুক্তদের নাম ধরে এফআইআর করার পরেও ব্যবস্থা নেওয়া হচ্ছে না।” এসএফআইয়ের অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল ছাত্র পরিষদ সংগঠনের নেতা কুন্তল রায়।
|
ট্রাকের ধাক্কায় মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে এক মোটর বাইক চালকের। শনিবার রাতে ঘটনাটি ঘটে প্রধাননগর থানার জংশন এলাকায়। মৃতের নাম পার্থ দাস (৩৭)। তাঁর বাড়ি চম্পাসারি এলাকায়। এদিন রাতে মোটর বাইক চালিয়ে তিনি বাড়ি ফিরছিলেন।
|
সদলবল দলবদল |
নিজস্ব সংবাদদাতা • ফুলবাড়ি |
সিপিএম ছেড়ে কংগ্রেসে শতাধিক কর্মী ও সমর্থক। রবিবার দলবদলের ওই ঘটনাটি ঘটে শিলিগুড়ি ৩২ নম্বর ওয়ার্ডে। ডাবগ্রাম-ফুলবাড়ি যুব কংগ্রেস কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক দেবাশিস মজুমদার বলেছেন, “সক্রিয় সিপিএেৃম কর্মী জীবন রায়ের নেতৃত্বে এ দিন তিনবাতি আরএসভবনে দলের এক অনুষ্ঠানে শতাধিক সিপিএম কর্মী সমর্থক কংগ্রেসে যোগ দিয়েছেন।”
|
বিধায়কের কাছে দাবি |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
প্রস্তাবিত কাওয়াখালি উপনগরীর পুনর্বাসন প্রকল্পে প্যাকেজের সুযোগ সুবিধা ঠিক মতো দেওয়ার দাবি তুলল কাওয়াখালি পোড়াঝাড় ভূমি রক্ষা কমিটি। রবিবার কাওয়াখালিতে মাটিগাড়ার-নকশালবাড়ির বিধায়ক শঙ্কর মালাকারকে সংবর্ধনা জানিয়ে তাঁর কাছে ওই আর্জি জানান তাঁরা। অভিযোগ, শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ (এসজেডিএ) জমিহারাদের জন্য যে প্যাকেজ ঘোষণা করেছিলেন তা ঠিক মতো মেলেনি। জমিহারারা যাতে বঞ্চিত না হন তা দেখতে এলাকার বিধায়কের কাছে আর্জি জানানো হল। জমি অধিগ্রহণের সময় প্রতি কাঠার জন্য ২২ হাজার টাকা দেওয়া হয়েছে। তা দেড় লক্ষ করার দাবি তুলেছেন তাঁরা। তাদের মতো যাঁরা জমি দিতে ইচ্ছুক তাদের প্রত্যেককে পুনর্বাসন প্রকল্পে জায়গা দেওয়া হোক। বিধায়ক শঙ্কর মালাকার বলেন, “প্রস্তাবিত উপনগরী প্রকল্পে জমি অধিগ্রহণের ক্ষেত্রে জমির মালিকেরা অনেকেই জমি দিতে চাননি। অনেকে পুনর্বাসন প্রকল্পে প্যাকেজ নিতে চাইলেও ঠিক মতো পাননি। বাসিন্দারা যাতে বঞ্চিত না হন তা দেখা দরকার। প্রয়োজনে এ ব্যাপারে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব।”
|
বোমাতঙ্ক বিমানবন্দরে |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
পরিত্যক্ত ব্যাগকে ঘিরে বোমাতঙ্ক ছড়াল বাগডোগরা এয়ারপোর্টে। রবিবার বিকালে এয়ারপোর্টের পার্কিং এরিয়ায় ওই ব্যাগটি পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশের একটি দল গিয়ে ওই ব্যাগটি ঘিরে রাখে। রাত ৮টা নাগাদ বম্ব ডিসপোজাল অ্যাণ্ড ডিটেকশন স্কোয়াডের একটি দল স্নিফার ডগ নিয়ে গিয়ে ব্যাগে তল্লাশি চালায়।
|
সিপিএমের নেতার মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
হৃদরোগে মৃত্যু হল প্রবীণ সিপিএম নেতা তথা সিপিএমের দার্জিলিং জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য রামাশঙ্কর প্রসাদের। রবিবার বিকেলে শিলিগুড়ির সেবক রোড এলাকার এক নার্সিহোমে তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৮৪ বছর। মৃত্যুকালে তিনি দুই পুত্র, পুত্রবধূ, মেয়ে এবং নাতি-নাতনি রেখে গিয়েছেন। কালিম্পঙের বাসিন্দা ওই সিপিএম নেতা চল্লিশের দশক থেকে কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। এদিন তাঁকে দেখতে যান প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য এবং জেলা সম্পাদকমণ্ডলী সদস্য জীবেশ সরকার। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে শোকের ছায়া নামে।
|
দুর্ঘটনায় জখম, অবরোধ |
বেপরোয়া ট্রাকের ধাক্কায় এক সাইকেল আরোহী জখম হলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন ক্ষুব্ধ বাসিন্দারা। রবিবার সকাল ন’টা নাগাদ ফাঁসিদেওয়া থানার কালারামজোতের ঘোষপট্টি এলাকায় শিলিগুড়ি-চটহাট সড়কে ঘটনাটি ঘটেছে। উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানোর পাশাপাশি ঘাতক ট্রাকটিতে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ। গুরুতম জখম অবস্থায় ওই সাইকেল আরোহীকে প্রথমে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ও পরে শিলিগুড়ির এক নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। অবরোধ ফলে রাস্তায় যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে ট্রাকের খালাসি ও চালককে গ্রেফতারের আশ্বাস দিলে ৪ ঘণ্টা পর অবরোধ ওঠে। জখম সাইকেল আরোহীর নাম সুরেশ রায়।
|
প্রতিবাদ |
পাহাড়ে নয়া স্বশাসিত পর্ষদে ডুয়ার্সের একাংশ অন্তভুর্ক্তির ব্যাপারে হাই পাওয়ার কমিটি গঠনের প্রতিবাদে তৈরি হল বোড়ো পিপলস ফোরাম। রবিবার দুপুরে কালচিনি ব্লকের সাতালি মন্ডলপাড়ায় বড়ো ও মেচ সম্প্রদায়ের তরফে ওই ফোরাম গড়া হয়। এ দিন সভায় প্রায় পাঁচশো বড়ো ও মেচ সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে সংগঠনটি তৈরি করেন।
|
জয়ী উল্কা |
শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ পরিচালিত সুপার ডিভিশন ফুটবল লিগে রবিবার জয়ী হয়েছে শিলিগুড়ি উল্কা। ভিএনসিকে তারা ১-০ গোলে হারিয়েছে।
|
উদ্বোধন, শিবির |
জলপাইগুড়ি টাউন ক্লাবের উদ্যোগে এবং জেলা পরিষদের সাহায্যে মাল্টিজিম ও কাঠের ব্যাডমিন্টন কোর্টের উদ্বোধন হল রবিবার। ইনডোর স্টেডিয়ামে বাচ্চাদের ব্যাডমিন্টন প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। |
|