|
|
|
|
জমি নিয়ে বিবাদে মারধর প্রবাসীকে |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
জমি নিয়ে পারিবারিক বিবাদে মধ্যস্ততা করতে গিয়ে আমেরিকা ফেরত এক ব্যক্তিকে বাতিস্তম্ভে বেঁধে মারধরে মদত দেওয়ার অভিযোগ উঠেছে শিলিগুড়ির ৩৯ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলরের বিরুদ্ধে। শুক্রবারের ওই ঘটনায় অসুস্থ হয়ে শিলিগুড়ি হাসপাতালে চিকিৎসাধীন জখম ওই ব্যক্তি তপন সাহা। জখম তপনবাবু এখনও থানায় অভিযোগ দায়ের করেননি। তাঁর আগে তপনবাবুর বিরুদ্ধেই ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের হয়েছে। ওই অভিযোগে তপনবাবুকে গ্রেফতার করা হলে তিনি আদালত থেকে জামিন নিয়ে হাসপাতালে ভর্তি হন। তপনবাবুর অভিযোগ, ভাইপো বিপ্লব সাহার সঙ্গে একটি জমির মালিকানা নিয়ে তাঁর বিবাদ চলছে। শুক্রবার ওই বিবাদের সূত্র ধরেই তাঁকে বাড়ি থেকে বার করে গলায় দড়ি বেঁধে ৩৯ নম্বর ওয়ার্ড কমিটির অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর দেবশঙ্কর সাহাও উপস্থিত ছিলেন বলে তাঁর দাবি। কাউন্সিলরের সামনেই তাঁকে বাতিস্তম্ভে বেঁধে মারধর করা হয়। পায়ের উপর দিয়ে মোটর বাইকও চালানো হয়। মারধরে কাউন্সিলরও অংশ নেন বলে তপনবাবু অভিযোগ করেছেন। তিনি বলেন, “কাউন্সিলর তো গোলমাল থামাবেন। উল্টে তিনি মারধর করেছেন। পুলিশ ডেকে ভুয়ো অভিযোগে গ্রেফতার করাতে উদ্যোগী হন।” অভিযুক্ত কাউন্সিলর দাবি করেছেন, “এক যুবককে ছুরি দিয়ে আঘাত করার অভিযোগে ওই ব্যক্তিকে মারধর করা হচ্ছিল। তাঁকে রক্ষা করে পুলিশের হাতে তুলে দিয়েছি। সিপিএমের এক নেতার মদতে আমার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে।” দলের কাউন্সিলরের হাতে প্রবাসীর নিগ্রহের খবর পেয়ে রবিবার শিলিগুড়ি হাসপাতালে যান মেয়র গঙ্গোত্রী দত্ত। তিনি বলেন, “বিষয়টি খোঁজ নিয়েছি। কাউন্সিলরের সঙ্গে কথা হয়েছে। পারিবারিক গোলমাল মেটাতে যান কাউন্সিলর। তাঁর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তোলা হচ্ছে বলে কাউন্সিলর জানিয়েছেন।” প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাটার্য তিনি বলেন, “খোঁজ নিয়ে জেনেছি তপন সাহাকে অমানবিক মারধর করা হয়েছে। স্থানীয় কাউন্সিলরও যুক্ত শুনেছি। এ ধরনের অন্যায়ের সঙ্গে যাঁরা জড়িত তাদের শাসকদল পুরস্কৃত করছে। অভিযোগের তদন্ত করে ব্যবস্থা নেওয়া উচিত।” তপনবাবু জানান, দীর্ঘ ১৫ বছর তিনি আমেরিকায়। সেখানকার নাগরিকত্ব না মেলায় কিছুদিনের জন্য এ দেশে এসেছেন। সাত মাস ধরে তিনি পালপাড়ায় ভাড়াবাড়িতে থাকেন। অভিযোগ, ভাইপো বিপ্লবকে বিভিন্ন সময় তিনি জমি কেনার জন্য ১৫ লক্ষ টাকা পাঠান। ভাইপো ২ বিঘা জমি দিয়ে হিসাব মিটিয়ে নিতে চাইছে। বিপ্লববাবুর পাল্টা অভিযোগ, “কাকা আমেরিকা থেকে ৬ লক্ষ টাকা পাঠান। কিছু টাকা যোগ করে আমবাড়িতে ৩ বিঘা জমি কিনি। পুরো জমি এখন দাবি করছেন কাকা।” বিপ্লব বলেন, “জমি কেনায় আমি যে ১ লক্ষ ৭০ হাজার টাকা দিয়েছিলাম সেটা কাকা ফিরিয়ে দিতে রাজি। কিন্তু তাঁর পাঠানো ৬ লক্ষ টাকা নিয়ে যে অভিযোগ নেই তা লিখিত দিতে রাজি নন। উল্টে আমার ব্যবসার অংশীদারকে ছুরি নিয়ে হামলা করেন।” |
|
|
|
|
|