উত্তরবঙ্গ |
অর্থনীতি অনার্সে
পড়ুয়া নেই, উদ্বেগ |
নিজস্ব সংবাদদাতা, মালদহ: ইংরেজি, বাংলা, ইতিহাস, ভূগোল থেকে শুরু করে পদার্থবিদ্যা ও রসায়ন বিভাগে অনার্সের জন্য কলেজগুলিতে ছাত্রছাত্রীদের ভিড়। ওই সমস্ত অনার্স বিভাগে আসন সংখ্যা বাড়ানোর দাবিতে ছাত্র সংগঠনগুলিও আন্দোলনে উত্তাল। ঠিক ওই সময় অর্থনীতি অনার্সের আসন ফাঁকা পড়ে আছে। মালদহ জেলার বিভিন্ন কলেজে ওই পরিস্থিতি দেখে উদ্বিগ্ন শিক্ষক মহল। তাঁদের আশঙ্কা এ ভাবে চলতে থাকলে অর্থনীতির অনার্স বিভাগ বন্ধ হয়ে যাবে। |
|
মুখ্যমন্ত্রীর সভার প্রস্তুতি তুঙ্গে |
নিজস্ব সংবাদদাতা, কোচবিহার: বুধবার কোচবিহারে মুখ্যমন্ত্রীর সভায় দলের কর্মী-সমর্থক ও বাসিন্দাদের এনে লক্ষাধিক মানুষের জমায়েত করতে এক হাজার যানবাহন ভাড়া করেছে তৃণমূল কংগ্রেস। দলীয় সূত্রেই জানা গিয়েছে, ওই দিন কোচবিহার রাজবাড়ী স্টেডিয়ামের অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস সহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন। মুখ্যমন্ত্রীর ওই সভার জন্য জেলার বিভিন্ন এলাকা থেকে এক লক্ষেরও বেশি মানুষের জমায়েত করার পরিকল্পনা নিয়েছেন দলের জেলা নেতৃত্ব। |
|
|
বেহাল জাতীয় সড়ক |
টুকরো খবর |
|
শিলিগুড়ি-জলপাইগুড়ি |
বারোটি আসনে মোর্চার বিরুদ্ধে দাঁড়াল না কেউই |
|
নিজস্ব সংবাদদাতা, দাজির্লিং ও শিলিগুড়ি: ‘গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন’ (জিটিএ)-এর ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১২টি আসন জিততে চলেছে (প্রশাসনিক স্ক্রুটিনিতে কোনও ত্রুটি না মিললে) গোর্খা জনমুক্তি মোর্চা।
সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা পেরনোর পরে দেখা গিয়েছে, দার্জিলিঙের ৯টি ও কালিম্পঙের ৩টি আসনে মোর্চা-প্রার্থীদের বিরুদ্ধে কেউ দাঁড়াননি। পাশাপাশি, সিপিএমের তরফেও ‘সন্ত্রাস’-এর অভিযোগে দলের প্রার্থীদের (মোট ১৩ জন) মনোনয়নপত্র প্রত্যাহার করানো হতে পারে, এমন ইঙ্গিত এ দিন পর্যন্ত দেওয়া হয়েছে। |
|
মুখ্যমন্ত্রীর সফর-সড়ক বেহাল, চিন্তায় প্রশাসন |
কিশোর সাহা, শিলিগুড়ি: যে ডুয়ার্সের বেহাল রাস্তা দেখে স্বতঃপ্রণোদিত হয়ে নিজেই জনস্বার্থ মামলা করেছেন খোদ প্রধান বিচারপতি, ভরা বর্ষায় সেখান দিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর ‘মসৃণ’ করতে নাজেহাল পুলিশ-প্রশাসন।
রাতারাতি কোথাও মাটি-পাথর পেলে ‘তাপ্পি’ দেওয়া হচ্ছে। আবার কোথাও বৃষ্টির মধ্যেই পিচ দেওয়া হচ্ছে। কিন্তু, যে সড়ক নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জে এন পটেল সম্প্রতি মামলা করেছেন, সেই মাদারিহাটের রাস্তার হাল এতটুকুও ফেরেনি। |
|
|
অবরোধে চালু বাস টার্মিনাস |
|
পার্কিং ফি কমাতে মন্ত্রীর
দ্বারস্থ বাস মালিকেরা |
দফতর বদল
ডেপুটি মেয়রের |
|
টুকরো খবর |
|
|