বুধবার কোচবিহারে মুখ্যমন্ত্রীর সভায় দলের কর্মী-সমর্থক ও বাসিন্দাদের এনে লক্ষাধিক মানুষের জমায়েত করতে এক হাজার যানবাহন ভাড়া করেছে তৃণমূল কংগ্রেস। দলীয় সূত্রেই জানা গিয়েছে, ওই দিন কোচবিহার রাজবাড়ী স্টেডিয়ামের অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস সহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন। মুখ্যমন্ত্রীর ওই সভার জন্য জেলার বিভিন্ন এলাকা থেকে এক লক্ষেরও বেশি মানুষের জমায়েত করার পরিকল্পনা নিয়েছেন দলের জেলা নেতৃত্ব। এ জন্য এক হাজার যানবাহন ভাড়া নিয়েছেন তাঁরা। তার মধ্যে পাঁচ শতাধিক বেসরকারী বাস ছাড়াও অন্তত ৩০০ টি ট্রাক, ২০০টি ছোট গাড়ি ভাড়া নেওয়া হয়েছে। এ ছাড়াও কোচবিহার শহর ও লাগোয়া টাকাগছ রাজারহাট, ঘুঘুমারী, ডাউয়াগুড়ি, পানিশালা সহ বিভিন্ন এলাকা থেকে বহু মানুষ মিছিল করে হেঁটে ওই সভায় যোগ দেবেন। ফলে ওই দিন কোচবিহার শহরে ব্যাপক যানজটের পাশাপাশি বাসের অভাবে নিত্যযাত্রীদের ভোগান্তির আশঙ্কা বেড়েছে। |
তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ অবশ্য বলেন, “লক্ষাধিক মানুষের জমায়েতের জন্য এক হাজার যানবাহন নেওয়া হলেও নিত্যযাত্রীদের সমস্যা হওয়ার ব্যাপার নেই। কারণ আগ্রহীরা চাইলে ওই সব বাসে যাতায়াত করতে পারবেন। তা ছাড়া আমরা কোন সরকারি বাস নিচ্ছি না। ওই দিন বাড়তি বাস নামানোর জন্য এনবিএসটিসি’র চেয়ারম্যান কে অনুরোধ করেছি। তৃণমূল সূত্রেই জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার রাতে কোচবিহারে পৌঁছবেন। ওই রাতে তাঁর কোচবিহার সার্কিট হাউসে থাকার কথা। পরের দিন বুধবার কোচবিহারে একটি প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। দুপুরে রাজবাড়ী স্টেডিয়ামে বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস সহ একাধিক প্রকল্পের অনুষ্ঠান ও সভায় উপস্থিত থাকবেন তিনি। দলের কোচবিহার জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “মুখ্যমন্ত্রীর ওই সফর ঘিরে জেলা জুড়ে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। ফলে রাজবাড়ি স্টেডিয়াম সেদিন উপচে পড়বেই। এ দিকে সোমবার উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার আর এস বিদি রাজবাড়ী স্টেডিয়ামে মঞ্চ তৈরি সহ অন্যান্য প্রস্তুতির তদারকি করেন। বনমন্ত্রী হিতেন বর্মনও কোচবিহারে এসে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতির ব্যাপারে খোঁজখবর নিয়েছেন। কোচবিহার বিবেকানন্দ স্ট্রীট লাগোয়া এলাকায় কৃষি খামারের জমিতে প্রস্তাবিত মণীষি পঞ্চানন বর্মার নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়ের জন্য চিহ্নিত জমিও তিনি ঘুরে দেখেন। পুলিশ ও প্রশাসন সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর সফর ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা হয়েছে। |