বর্ধমান |
ঘুরে দাঁড়াতে নিচুতলার
পরামর্শ চাইছে সিপিএম |
সৌমেন দত্ত, বর্ধমান: একের পর এক ভোটে বিপর্যয়ের পরে পথ খুঁজতে এ বার নিচুতলার নেতা-কর্মীদের মত জানতে চাইছে বর্ধমান জেলা সিপিএম। সম্প্রতি জেলার প্রতিটি লোকাল কমিটিকে জেলা সম্পাদকের তরফে একগুচ্ছ প্রশ্ন সংবলিত চিঠি পাঠানো হয়। একেবারে শেষে জানতে চাওয়া হয়েছে ‘পরিকল্পনা ও পরামর্শ’। লোকাল কমিটিগুলির পাঠানো জবাব নিয়ে আজ, মঙ্গলবার জেলার ২৬টি জোনাল কমিটি বৈঠকে বসছে। |
|
নিজস্ব সংবাদদাতা, বর্ধমান: একের পর এক মন্দিরে হানা দিয়ে গয়নাগাটি থেকে বাসনপত্র লুঠ করল দুষ্কৃতীরা। বর্ধমানের জামালপুর থানার জৌগ্রামে শনিবার রাতভর চোরেরা এই দুষ্কর্ম চালায়। পুলিশ জানিয়েছে, মোট আটটি মন্দিরে চুরি হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জৌগ্রামে রাধাকান্ত মন্দির, জলেশ্বর মন্দির, মুক্তকেশী মন্দির ছাড়াও কয়েকটি পারিবারিক মন্দিরে চুরির ঘটনাগুলি ঘটেছে। |
এক রাতে পরপর
লুঠ আট মন্দিরে |
|
জমি মিলবে কাটোয়ায়, আশা এনটিপিসি-কর্তার |
|
টুকরো খবর |
|
|
বীজতলা থেকে তুলে এনে মাঠে বসানো হচ্ছে পিঁয়াজ চারা। কালনায় মধুমিতা মজুমদারের তোলা ছবি। |
|
আসানসোল-দুর্গাপুর |
নজর দেয়নি প্রশাসন, পর্যটন কেন্দ্র ধ্বংসস্তূপ |
|
সুশান্ত বণিক, আসানসোল: সাজানো-গোছানো পর্যটন কেন্দ্র পাল্টে দেবে এলাকার অর্থনৈতিক চেহারা, ভেবেছিলেন বাসিন্দারা। উষ্ণ প্রস্রবণ কেন্দ্রকে ঘিরে ৩৫ বিঘা জমির উপরে সুদৃশ্য ভ্রমণকেন্দ্র, পর্যটকদের থাকার ঘর, যোগাযোগের সুবন্দোবস্তএ সব তৈরিতে তাঁরা আশার আলো দেখেছিলেন। পাঁচ বছর আগে সেই আলো নিভে গিয়েছে। ভ্রমণকেন্দ্র এখন কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বারাবনির পানিফলায়। |
|
অল্প বৃষ্টিতেই নর্দমার জল
রাস্তায়, ক্ষোভ দুর্গাপুরে |
|
|
টুকরো খবর |
|
|
|
|
আসছে বড়দিন। শুরু হয়ে গিয়েছে তার প্রস্তুতি। আসানসোলের এক গির্জায় ছবিটি তুলেছেন শৈলেন সরকার। |
|
|