জয়ী দুর্গাপুর
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
আন্তঃ মহকুমা অনূর্ব্ধ ১৪ ক্রিকেটে কালনাকে সাত রানে হারিয়ে দিল দুর্গাপুর। সোমবার শহরের রাধারানি স্টেডিয়ামে নির্ধারিত ৩৫ ওভারে প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে দুর্গাপুর করে ১৯২ রান। দুর্গাপুরের হয়ে বড় রান করেন সূরজ রাম (৫১), মোহিত রায় (৩৯) অরিক্ত দাস (৩০) ও ভিকি সাউ (২৯)। কালনার শুভঙ্কর সরকার ও শানু দাস দুটি করে উইকেট পান। জবাবে ব্যাট করতে নেমে ৩৫ ওভারে ৯ উইকেট হারিয়ে কালনা করে ১৮৫ রান। কালনার রাকেশ বসাক (৪৬) ও শানু দাস (৪৫) ও সৌরভ বিশ্বাস (৪১) ভাল ব্যাট করেন। দুর্গাপুরের অনুরাগ নন্দী ৪টি ও অরিত্র দাস ২টি উইকেট দখল করেন।
|
চ্যাম্পিয়ন অরবিন্দ
নিজস্ব সংবাদদাতা • চিত্তরঞ্জন |
আজাদ হিন্দ ক্লাব আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল চিত্তরঞ্জন অরবিন্দ ফুটবল অ্যাকাডেমি। সোমবার আজাদ হিন্দ মাঠে তানসেন এসি দুর্গাপুরকে ২-০ গোলে হারিয়ে দেয় তারা। ফাইনালের সেরা হয়েছেন বিজয়ী দলের বাবলু টুডু। প্রতিযোগিতার সেরা হয়েছেন তানসেন এসির ওমপ্রকাশ সাউ। ফাইনালের পর পুরস্কার বিতরণ করেন প্রাক্তন জাতীয় খেলোয়াড় মানস ভট্টাচার্য, বিদেশ বসু এবং চিত্তরঞ্জন লোকমেটিভ ইঞ্জিন কারখানার সিকিউরিটি কমিশনার রাজকুমার সিংহ।
|
জয়ী চেলিডাঙা
নিজস্ব সংবাদদাতা • চিত্তরঞ্জন |
ভগত সিংহ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতার সোমবারের একপেশে খেলায় জয়ী হয় চেলিডাঙা সিসি। তারা মিহিজাম একাদশকে ৫৮ রানে হারিয়ে দিয়েছে। প্রথমে ব্যাট করে চেলিডাঙা নির্ধারিত ১৬ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০২ রান তোলে। জবাবে মিহিজাম সামনে মাত্র ৪৪ রানে অল আউট হয়ে যায়।
|
|
বর্ধমানে মোহনবাগান মাঠে বিশ্ববিদ্যালয়ের দল গঠনের শিবির। —নিজস্ব চিত্র। |
|
হারল এরিয়া-৪
নিজস্ব সংবাদদাতা • বারাবনি |
জামগ্রাম বিদ্রোহী সঙ্ঘ আয়োজিত মানিক উপাধ্যায় স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতার সোমবারের খেলায় জিতল দোমহানি একাদশ। জামগ্রাম আদি শিবতলা মাঠে এ দিনের খেলায় তারা এরিয়া-৪ ক্রিকেট ক্লাবকে ৪ উইকেটে হারিয়ে দেয়। প্রথমে ব্যাট করে এরিয়া-৪ দল নির্ধারিত ১৬ ওভারে ৮ উইকেটে ১১৫ রান তোলে। জবাবে ৬ উইকেট হারিয়ে দোমহানি জয়ের রান তুলে নেয়।
|
স্কুলে ক্রীড়া
নিজস্ব সংবাদদাতা • পূর্বস্থলী |
প্রাথমিক বিদ্যালয়ের মহকুমা পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা হল রবিবার। পূর্বস্থলী ২ ব্লকের নীলমণি ব্রহ্মচারী ইনস্টিটিউশনের মাঠে এই প্রতিযোগিতা হয়। মাঠে ছিলেন পূর্বস্থলী ২ ব্লকের বিডিও মোদাস্সার মোল্লা, পূর্বস্থলী উত্তর কেন্দ্রের বিধায়ক তপন চট্টোপাধ্যায় এবং জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান দেবাশিস নাগ। |