বিদ্যুতের তার সরাতে বৈঠক
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
রানওয়ের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের লাইন সরাতে প্রয়োজনীয় জমির জন্য জমি মালিকদের সঙ্গে সরাসরি বৈঠকে বসল প্রশাসন। সোমবার অন্ডাল বিমাননগরীতে এই বৈঠকে ছিলেন জেলাশাসক সৌমিত্র মোহন-সহ প্রশাসনের নানা কর্তা, পঞ্চায়েত প্রধান, পুলিশ ও বিমাননগরী নির্মাণে দায়িত্বপ্রাপ্ত সংস্থার আধিকারিকেরা। বৈঠক শেষে গ্রামবাসীরা জানান, এ দিনের আলোচনার বিষয়ে তাঁরা গ্রামে গিয়ে বাকিদের জানাবেন। অন্ডালে প্রস্তাবিত বিমানবন্দরের জন্য রানওয়ে, প্যাসেঞ্জার টার্মিনাল, এয়ার ট্রাফিক কন্ট্রোল কার্যালয় তৈরি হয়ে গিয়েছে। কিন্তু রানওয়ের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের লাইন অন্যত্র সরাতে দরকার প্রায় ৭০ একর জমি। সেই জমি পাওয়ার ব্যাপারে অক্টোবরের প্রথমে প্রশাসনের তরফে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে একটি বৈঠক হয় দুর্গাপুর মহকুমাশাসকের অফিসে। কিন্তু তার পরে প্রয়োজনীয় জমি জরিপে গেলে মালিকেরা বাধা দেন। সে কারণেই সোমবার বৈঠকের আয়োজন করা হয়। জমি মালিকদের পক্ষে শেখ আবজল আলি জানান, আশাপ্রদ আলোচনা হয়েছে। জেলাশাসকও বলেন, “সুষ্ঠু আলোচনা হয়েছে। জমি মালিকদের সঙ্গে আরও কথাবার্তা হবে।”
|
কয়লা আটকাতে গিয়ে ক্ষোভের মুখে
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
অবৈধ কয়লা আটক করতে গিয়ে সোমবার বিক্ষোভের মুখে পড়ল পুলিশ। রানিগঞ্জের মঙ্গলপুরের ঘটনা। পুলিশ সূত্রে খবর, এ দিন দুপুরে রানিগঞ্জের মঙ্গলপুরে গিয়ে ১২টি সাইকেল বোঝাই মোট ১২ টন কয়লা-সহ দু’জনকে ধরে। এর পর বিকল্প কাজের ব্যবস্থা করতে হবে না হলে ধৃতদের ছেড়ে দিতে হবে এই দাবিতে কিছু এলাকাবাসী পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান। মঙ্গলপুর-রানিগঞ্জ রাস্তা অবরোধ করেন। পরে পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের হটিয়ে দেয়। পুলিশ জানায়, জামুড়িয়া থেকে অবৈধ কয়লা পাচারের খবর পান তাঁরা।
|
হিরাপুরের ইস্কো বাইপাস রোডের পাশের জলাশয় থেকে সোমবার সকালে পুলিশ এক যুবকের মৃতদেহ উদ্ধার করল। পুলিশ জানিয়েছে, মৃতের নাম পঙ্কজ মুর্মু (৩২)। বাড়ি হিরাপুরের খরমবাঁধ এলাকায়। পুলিশ জানিয়েছে, এ দিন সকালে দেহ ভাসতে দেখেন বাসিন্দারা।
|
দুর্গাপুর
সারা বাংলা কীর্তন সম্মেলন। মার্কনী পুজো ময়দান। সকাল ১১টা। উদ্যোগ: নিখিলবঙ্গ কীর্তন সমাজ, দুর্গাপুর।
বারাবনি
মানিক উপাধ্যায় স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতা। আদি শিবতলা মাঠ। দুপুর ২টো। উদ্যোগ: জামগ্রাম বিদ্রোহী সঙ্ঘ। |