পুরুলিয়া-বাঁকুড়া |
মাথায় আছড়ে পড়ল রেলগেট, রক্ষা হেলমেটে

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া: ভাগ্যিস ছিল শিরস্ত্রাণ! থুড়ি হেলমেট! তাই জোর বাঁচা বেঁচে গেলেন
স্কুলশিক্ষক শৈলজানন্দ মুখোপাধ্যায়। “না হলে রেলগেট যে ভাবে সজোরে আছড়ে পড়েছিল মাথায়,
তাতে
খুলি গুঁড়ো হয়ে যেত।”মাথায় হেলমেট থাকায় এ যাত্রা রক্ষা পেয়ে বলছিলেন শৈলজানন্দবাবু।
চোট
অবশ্য
তিনি ভালই পেয়েছেন। রাতে চিকিৎসক তাঁকে পরীক্ষা করার পরে অবিলম্বে মাথার স্ক্যান করাতে বলেছেন। |
|
টুকরো খবর |
|
বীরভূম |
মন্ত্রীর গাড়ির সামনে
বোমাবাজি, ধৃত তিন |
নিজস্ব সংবাদদাতা, রামপুরহাট: জাতীয় সড়কের উপর বোমাবাজির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃত উজ্জ্বল শেখ, কালু শেখ ও আলমাশ শেখের বাড়ি রামপুরহাট থানার বগটুই গ্রামে। রানিগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়ক লাগোয়া বগটুই মোড়ের ব্যবসায়ী মহম্মদ বদরুদ্দোজার অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই তিন জনকে রবিবার রাতেই ধরে। সোমবার তাদের রামপুরহাট আদালতে তোলা হয়। উজ্জ্বলের চার দিন পুলিশ হেফাজত হয়েছে, বাকিদের জেল হাজত হয়েছে। |
|
সংস্কারের অভাবে রাস্তা ভাঙছে, অবরোধে পড়ুয়ারা |
নিজস্ব সংবাদদাতা, মাড়গ্রাম: খানাখন্দে ভরা রাস্তা রাজ্য সড়ক রামপুরহাট-পারুলিয়া। ফলে মোরাম ও পাথরের ধুলো দূষণে জেরবার এলাকাবাসী। রাস্তাটি সংস্কারের জন্য একাধিকবার অবরোধ করা থেকে শুরু করে প্রশাসনের সর্বস্তরে আবেদনও করেছেন বিভিন্ন এলাকার বাসিন্দারা। কিন্তু অবস্থার উন্নতি হয়নি। তাই এ বার পথ অবরোধ করলেন এলাকার ছাত্ররা। সোমবার রামপুরহাট-বিষ্ণুপুর-পারুলিয়া রাস্তার উপর মাড়গ্রামের ধুলফেলা মোড়ে অবরোধ হয়। |
 |
|
টুকরো খবর |
চিত্র সংবাদ |
|
|