টুকরো খবর
শেষ হল বিজ্ঞান সম্মেলন
ধান, গম, শাক-সব্জির মতো খাদ্যশস্যের প্রয়োজনীয় উৎপাদন হলেও, কোথাও কোথাও কৃষকেরা উপযুক্ত দাম পাচ্ছেন না। উৎপাদনের পরবর্তী পদক্ষেপ হিসেবে খাদ্যশস্যের প্রয়োজনীয় সংরক্ষণ, উপযুক্ত বাজার-সহ একাধিক বিষয়ে পর্যাপ্ত ব্যাবস্থা না থাকায় এমন পরিস্থিতি একাধিক জায়গায় তৈরি হচ্ছে। আগামী দ্বাদশ পঞ্চবার্ষিকী যোজনায় এ সমস্ত বিষয়গুলির উপর ভারত সরকার জোর দিয়েছে। পঞ্চম ভারতীয় যুব বিজ্ঞান সম্মেলনের শেষ দিনে সাংবাদিকদের প্রশ্নে এমনটাই জানালেন বিশিষ্ট বিজ্ঞানী এমএস স্বামীনাথন। প্রসঙ্গত, শুক্রবার থেকে বিশ্বভারতীর নাট্যঘরে শুরু হয়েছিল পঞ্চম ভারতীয় যুব বিজ্ঞান সম্মেলন। সম্মেলনের অন্যতম উদ্যোক্তা বিজ্ঞানী এমএস স্বামীনাথন বলেন, “খাদ্যশস্যের প্রয়োজনীয় সংরক্ষণ, উপযুক্ত বাজার প্রভৃতি বিষয়গুলি সংশ্লিষ্ট রাজ্য এবং কেন্দ্র সরকারকে দেখতে হবে।” চার দিনের এই সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৯৫০ জন বিজ্ঞনী এসেছিলেন। যুব বিজ্ঞানীদের উৎসাহিত করতে প্রতিযোগিতামূলক পুরস্কারের ব্যবস্থাও রেখেছিলেন উদ্যোক্তারা।

বিদ্যুৎ পৌঁছল আদিবাসী গ্রামে
চলছে সংযোগ দেওয়ার কাজ।—নিজস্ব চিত্র।
বিদ্যুৎ চেয়ে সরকারের কাছে দীর্ঘদিন আগে আবেদন করেছিলেন রামপুরহাট থানার আদিবাসী অধ্যুষিত হরিনাথপুর গ্রাম। তাঁদের অপেক্ষার দিন শেষ। সোমবার আদিবাসী অধ্যুষিত হরিনাথপুর গ্রামে বিদ্যুৎ সংযোগ পৌঁছে দিল রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানির রামপুরহাট গ্রাহকসেবা কেন্দ্র। ওই কেন্দ্রের সহকারী বাস্তুকার সূর্যপ্রতাপ সিংহ বলেন, “এর আগে ওই গ্রামে ১৩০টি পরিবারের মধ্যে ৫০টি পরিবার বিদ্যুৎ সংযোগ পেয়েছিল। ৪২টি পরিবার বিদ্যুৎ চেয়ে আবেদন করেছিল। এ দিন ওই সমস্ত পরিবারগুলিতে সংযোগ দেওয়া হল। গ্রামের বাকি পরিবারগুলির জন্য শীঘ্রই আলাদা ট্রান্সফর্মার বসিয়ে বিদ্যুৎ সংযোগ দেওয়ার ব্যবস্থা করা হবে।” দীর্ঘদিন পরে বাড়িতে বিদ্যুৎ সংযোগ পেয়ে গ্রামের বাসিন্দা শিবরাম সোরেন, রাম সোরেন, শ্যামসুন্দর মুর্মুরা বললেন, “অন্যের ঘরে আলো জ্বলতে দেখে আমাদের মন খারাপ হত। অপেক্ষার অবসান হল। গ্রামের বাকি পরিবার বিদ্যুৎ পেলে আরও খুশি হব।”

পৌষ উৎসব নিয়ে বৈঠক
১১৯তম পৌষ মেলা সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য সোমবার বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে জেলা পুলিশ-প্রশাসনের একটি বৈঠক হয়েছে। বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে, পৌষ উৎসব শুরু হচ্ছে আগামী ২৩ ডিসেম্বর। সরকারি ভাবে এই মেলা তিন দিন ধরে চললেও বিশ্বভারতী কর্তৃপক্ষ এক দিন আরও সময় বাড়িয়ে থাকেন। বিশ্বভারতীর উপাচার্য সুশান্ত দত্তগুপ্ত বলেন, “পৌষ উৎসবকে সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য জেলা পুলিশ-প্রশাসনের সঙ্গে বৈঠক হয়েছে। পার্কিং, জল, বিদ্যুতের মতো জরুরী পরিষেবা নিয়েও সবিস্তারে আলোচনা হয়েছে। পরিবেশ দূষণ এবং বিশৃঙ্খলার মতো বিষয়গুলি আটকাতে এ বার পৌষ উৎসব অন্য বারের থেকে দ্রুত শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৭ বা ২৮ ডিসেম্বরের মধ্যে যাতে শেষ হয়, সে বিষয়েও আলোচনা হয়েছে।” এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন জেলা পুলিশ-প্রশাসন, দমকল, স্থানীয় পুরসভার কর্মকর্তারা।

বৃদ্ধার দেহ উদ্ধার, খুনের অভিযোগ
বাড়ি থেকে এক বৃদ্ধার পচা গলা দেহ উদ্ধার করল পুলিশ। মৃতার নাম সবিতা মণ্ডল (৬২)। রামপুরহাট ৬ নম্বর ওয়ার্ডের গাঁধীপার্ক লাগোয়া জলট্যাঙ্কি পাড়ার ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অবিবাহিত সবিতাদেবী তাঁর মায়ের সঙ্গে থাকতেন। মাস খানেক আগে তাঁর মা মারা যায়। তিনি বাড়িতে একাই থাকতেন। সোমবার বিকেলে ভাই তরুণ মণ্ডল দেখতে এসে তাঁকে মৃত অবস্থায় পান। হাত-পা বাঁধা ছিল। দিন তিনেক আগে তরুণবাবুই দিদিকে দেখতে এসেছিলেন বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কাপড় জড়িয়ে শ্বাসরোধ করে সবিতাদেবীকে খুন করা হয়েছে। দেহটি ময়না তদন্তে পাঠানো হয়েছে। রাতের দিকে নিহতের বোন অমিতা মণ্ডল খুনের অভিযোগ দায়ের করেছেন। তবে কারও নাম উল্লেখ নেই।

রেণু খুন মামলা
অবসরপ্রাপ্ত শিক্ষিকা রেণু সরকার হত্যা মামলার তদন্তকারী অফিসার দেবাশিস ঘোষকে ২০ ডিসেম্বর অভিযুক্ত পক্ষের আইনজীবী জেরা করবেন। সরকারি কৌঁসুলি তপনকুমার দে বলেন, “বোলপুরের অতিরিক্ত জেলা জজ মানস বসুর এজলাসে সোমবার এই মামলার তদন্তকারী অফিসারকে অভিযুক্ত পক্ষের দু’জন আইনজীবী জেরা করেন। সময় না থাকায় রেণুদেবীর বাড়ির কেয়ারটেকার তথা অন্যতম অভিযুক্ত উজ্জ্বল তপাদারের আইনজীবী তাঁকে জেরা করতে পারেননি।” ২০১২-র জানুয়ারিতে শান্তিনিকেতনের বাড়িতে খুন হন রেণু সরকার।

পুরনো খবর:



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.