কী ভাবে পাওয়া যাবে, খোলসা করেননি। তবে বর্ধমানের কাটোয়ায় প্রস্তাবিত তাপবিদ্যুৎ প্রকল্পের জন্য বাড়তি জমি পাওয়া যাবে বলে আশা রাখছেন এনটিপিসি-র চেয়ারম্যান অরূপ রায়চৌধুরী। রবিবার বিদ্যুৎমন্ত্রীর
মণীশ গুপ্তের সঙ্গে ওই প্রকল্প নিয়ে অরূপবাবু আলোচনা হয়েছে বলে সংস্থা সূত্রের খবর।
সোমবার এক সাংবাদিক বৈঠকে অরূপবাবু বলেন, “কাটোয়ায় তাপবিদ্যুৎ প্রকল্পটি আমরা গড়ব। তবে গড়তে গেলে যেমন জমি লাগবে, কয়লারও ব্যবস্থা করতে হবে। সেগুলির হাতে এলে তবেই প্রকল্পের কাজ শুরু করা যাবে।” কাটোয়ায় প্রকল্প গড়তে গেলে এনটিপিসি-র আরও প্রায় ১৫০ একর জমি লাগবে। সেই জমির মালিকদের ৯৭ শতাংশের সম্মতিপত্রই সংস্থার হাতে রয়েছে। সংস্থা-কর্তৃপক্ষ নিজেদের উদ্যোগেই জমি-মালিকদের কাছ থেকে সেই সম্মতিপত্র জোগাড় করেছেন। এনটিপিসি-র তরফে এই তথ্যই রাজ্যের বিদ্যুৎ দফতরের হাতে তুলে দেওয়ার কথা ছিল। বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে আলোচনার সময় প্রসঙ্গটি তোলাও হয়েছে বলে বিভিন্ন সূত্রের খবর।
অরূপবাবু এ দিন জানান, তাঁরা রাজ্য সরকারের জমি-নীতি সমর্থন করেন। জমির ব্যাপারে রাজ্যের বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে তাঁর যা আলোচনা হয়েছে, তা সংস্থার পরিচালন পর্ষদকে জানানো হবে। তার পরেই কী ভাবে জমি মিলবে, সেই বিষয়ে তাঁরা সব কিছু জানাতে পারবেন। বৈঠকের ব্যাপারে প্রশ্ন করা হলে বিদ্যুৎমন্ত্রী বলেন, “বাড়তি জমি যা লাগবে, এনটিপিসি সবটাই কিনে নেবে। কাটোয়ায় ওরা তাপবিদ্যুৎ প্রকল্প গড়বে বলেই আমাকে জানিয়েছে।” |