উত্তর-দক্ষিণ ২৪ পরগনা |
নৈহাটিতে ট্রেন থেকে মেয়েকে ছুড়ে ধৃত মা |
|
নিজস্ব সংবাদদাতা, ব্যারাকপুর: চলন্ত ট্রেন থেকে কোলের সন্তানকে ছুড়ে ফেললেন মা। বছর দেড়েকের শিশুকন্যাটি প্রাণে বেঁচে গিয়েছে। কল্যাণী জেএনএম হাসপাতালে চিকিৎসা চলছে তার। শিশুর মা পূর্ণিমা সাহাকে গ্রেফতার করেছে রেলপুলিশ। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, মহিলা কিছুটা মানসিক ভারসাম্যহীন। তাঁর মানসিক চিকিৎসা চলছিল বলে জানিয়েছেন বাড়ির লোকজন। |
|
নিজস্ব সংবাদদাতা, অশোকনগর: বাড়ি-জমি কেনাবেচা প্রায় বন্ধ। নিশ্চিন্তে ব্যবসা করার উপায়ও নেই। তোলাবাজি তথা তোলাবাজদের দৌরাত্ম্যে এমনই অবস্থা দাঁড়িয়েছে বলে অভিযোগ উত্তর ২৪ পরগনার অশোকনগর-কল্যাণগড় পুর এলাকার সাধারণ মানুষ থেকে দোকানদার, ব্যবসায়ী, প্রোমোটারদের। অশোকনগর-কল্যাণগড় এলাকায় তোলাবাজি, ছিনতাই, দুষ্কৃতীদের দৌরাত্ম্য কোনও অনভিপ্রেত ঘটনা নয়। |
তোলাবাজদের দৌরাত্ম্যে
আতঙ্কে বাসিন্দারা |
|
দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেবে না এই সরকার, বনগাঁয় বিমান |
|
পুলিশ সুপারকে হলফনামা দিতে নির্দেশ আদালতের |
|
টুকরো খবর |
|
হাওড়া-হুগলি |
টাকা নিয়েও ইট
দেননি, ক্রেতার
মামলায় হাজত |
নুরুল আবসার, কলকাতা: ইট কেনার জন্য ভাটা মালিককে টাকা দিয়েছিলেন এক যুবক। কিন্তু ইট পাননি। ক্রেতা সুরক্ষা আদালত ভাটা মালিককে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিলেও তিনি তা অগ্রাহ্য করেন। সোমবার ওই ভাটামালিককে আট মাসের জন্য জেল হাজতে পাঠাল হাওড়া জেলা ক্রেতা সুরক্ষা আদালত। |
|
নিজস্ব সংবাদদাতা, আরামবাগ: ডিসেম্বর মাসে আমন ধান কাটা এবং তার পরেই আলু বসানোর ভরা মরসুম। আর ওই মাসেই হুগলি জেলার ১৮টি ব্লকে ১০০ দিনের কাজ প্রকল্পে ৩২ লক্ষ ৭২ হাজার শ্রমদিবসের লক্ষ্যমাত্রা দিয়ে নির্দেশিকা পাঠালেন জেলাশাসক। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই আর্থিক বছরে ২৯ নভেম্বর পর্যন্ত জেলায় মোট শ্রমদিবস হয়েছে ৪৫ লক্ষ ৯১ হাজার ৮৬৫ দিন। |
নয়া লক্ষ্যমাত্রায় ফাঁপরে
হুগলি জেলার বহু বিডিও |
|
প্রতিবন্ধকতা কাটিয়ে এখন রোজগেরে উত্তরপাড়ার তরুণ |
|
টুকরো খবর |
চিত্র সংবাদ |
|
|