দক্ষিণ ২৪ পরগনার পুলিশ সুপারকে কুলতলি থানার লকআপে এক যুবকের মৃত্যু নিয়ে ১৫ দিনের মধ্যে হলফনামা দিয়ে সমস্ত বিষয়টি জানাতে বলল কলকাতা হাইকোর্ট। গত ৩ নভেম্বর মারা যান কাজি নাসিরুদ্দিন নামে ওই যুবক।
এই বিষয় নিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থের মামলা দায়ের হয়। সোমবার এই মামলার শুনানির সময় জনস্বার্থের মামলার আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, পুলিশ বাইশ বছরের ওই যুবককে একটি খুনের অভিযোগে গ্রেফতার করে। পুলিশের বক্তব্য থানার লকআপে অসুস্থ অনুভব করায় তাঁকে বারুইপুর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
মৃতের পরিবারের লোকেরা কুলতলি থানায় অভিযোগ দায়ের করেন। তাঁদের দাবি, ছেলেটিকে লকআপে পিটিয়ে মারা হয়েছে। কিন্তু পুলিশ সে বিষয়ে কোনও তদন্ত করছে না। রাজ্যের পাবলিক প্রসিকিউটর মনজিৎ সিংহ জানান, পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা শুরু করেছে।
দু’পক্ষের বক্তব্য শুনে বিচারপতি অসীম বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ পুলিশ সুপারের কাছে সমস্ত বিষয় জানতে চান। হলফনামা দিয়ে সুপারকে সব জানাতে হবে। |