চলছিল আবগারি দফতরের কনস্টেবল নিয়োগের পরীক্ষা। কিন্তু সেখানেও টুকতে গিয়ে ধরা পড়ে গেল এক পরীক্ষার্থী। হাসনাবাদের মোহনপুর গ্রামের বাসিন্দা ওই পরীক্ষার্থীকে পরে পুলিসের হাতে তুলে দেওয়া হয়। তার কাছ থেকে একটি মোবাইল হেডফোন, তার ও বিশেষ ধরনের যন্ত্র আটক করা হয়েছে। পুলিশ জানায়, রবিবার ভ্যাবলা, মালতীপুর ও বসিরহাট হাইস্কুলে আবগারি দফতরের কনস্টেবল নিয়োগের পরীক্ষা হচ্ছিল। তিনটি কেন্দ্রেই পরীক্ষার্তীদের কাছে পেন, পেনসিল ছাড়া অন্য কিছু আছে কি না তা পরীক্ষা করে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেওয়া হয়। পরীক্ষা শেষ হওয়ার মিনিট পনেরো আগে ভ্যাবলা লেডি মুখার্জি গার্লস হাইস্কুলে ওই পরীক্ষার্থী ভাবগতিক দেখে সন্দেহ হয় অন্যদের। তাঁরা ইনভিজিলেটরকে বিষয়টি জানালে তিনি পরীক্ষা নিয়ামক ও প্রধান শিক্ষিকাকে বিষয়টি জানান। পুলিশ জানায়, এর পর তল্লাশি চালিয়ে পরীক্ষার্থীর কাছ থেকে মোবাইল হেডফোন, তার ও বিশেষ ধরনের যন্ত্র উদ্ধার হয়। এর পর তাকে গ্রেফতার করা হয়।
|
প্রায় এক সপ্তাহ ধরে বিকল পড়ে রয়েছে ব্যাঙ্কের একমাত্র এটিএম কাউন্টারটি। ফলে দরকারে টাকা তুলতে পারছেন না বাসন্তীর মানুষ। যদিও সমস্যাটি নিয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষের কোনও হেলদোল নেই বলে অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে রাষ্ট্রায়ত্ত একটি ব্যাঙ্ক ছাড়াও আর একটি বেসরকারি ব্যাঙ্কের এটিএম রয়েছে। কিন্তু সেটিও খারাপ। যদিও সেই মর্মে কোনও নোটিস দেওয়া হয়নি। ফলে গ্রাহকেরা টাকা তুলতে ঢুকে হয়রান হচ্ছেন। পাশাপাশি, এটিএম-এ কোনও নিরাপত্তারক্ষী না থাকায় কী করতে হবে সে ব্যাপারেও সাহায্য পাচ্ছেন না তাঁরা। ব্যাঙ্ক কর্তৃপক্ষকে বিষয়টা জানানো হলেও তাঁদের কোনও হেলদোল নেই বলে গ্রাহকদের অভিযোগ। স্থানীয় বাসিন্দা সালাউদ্দিন মোল্লা, বিমল গায়েনরা বলেন, “এটিএম থাকা সত্ত্বেও এ ভাবে হয়রান হতে হবে ভাবিনি। ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনও কাজ হয়নি।” সংশ্লিষ্ট ব্যাঙ্কের ম্যানেজার বাবলু কুমার নস্কর বলেন, “এটিএম যে খারাপ তা জানি। সারানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলা হয়েছে।”
|
আগ্নেয়াস্ত্র-সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানার চকপরাণখালি গ্রাম থেকে আক্কাস শেখ নামে ওই দুষ্কৃতী ধরা পড়ে। পুলিশ জানিয়েছে, আক্কাসের কাছ থেকে একটি পাইপগান, একটি রিভলভার ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। |