১ বর্ষাঋতুর রাগিণী।
৪ চলচ্চিত্রায়িত নিমাই ভট্টচার্যের
বিখ্যাত উপন্যাস।
৭ যার প্রাণ গত হয়েছে।
৯ দীর্ঘ, লম্বাটে।
১০ শ্রীকান্ত উপন্যাসের বৈষ্ণবী।
১১ চিরশত্রুতার সম্পর্ক।
১৩ জন্মসূত্রে মনের টান।
১৫ বজ্রপাতের শব্দ।
১৬ মোটা খুঁটির লাঠি।
১৭ কোনও কাজে পটু।
১৯ সূর্যবংশীয় প্রথম রাজা।
২১ বজায় কিংবা বলবত্।
২২ অতিশয় ক্লিষ্ট।
২৩ টাকা, বেতন।
২৪ পাহারার জন্য ঘুরে বেড়ানো।
২৫ অনুমোদিত।
২৬ ইউরোপীয়দের তুল্য আচার-আচরণ।
২৭ নৃত্যকারিণী।
২৮ সরকারি চাকরি।
৩০ আকস্মিক বেগ।
৩২ সম্ভব হলে।
৩৪ ‘ওগো পুরবালা, আনো সাজিয়ে—...।’
৩৫ সর্ববিষয়ে মঙ্গলজনক কর্ম।
৩৭ সুন্দর রূপবিশিষ্টা।
৩৯ লাফ দেওয়া।
৪০ মঙ্গল করে এমন।
৪১ প্রচুর পরিমাণে। |
|
১ নির্দিষ্ট সময় পর্যন্ত।
২ গোলাকার স্থান।
৩ রসিকতা করে।
৪ নারীসুলভ হাবভাব।
৫ অর্থযুক্ত বা সফল।
৬ ইনি কৌলীন্য প্রথার প্রবর্তক।
৭ ভারতবর্ষ এমন একটি দেশ।
৮ ভাইয়ের প্রতি খুবই স্নেহপরায়ণ।
১১ আশা দিয়ে শান্ত করা।
১২ অনুকূল দৃষ্টি।
১৪ রান্না করার ঘর।
১৭ তুলসী।
১৮ আঘাতে আঘাতে ছিন্নভিন্ন
হয়েছে এমন।
২০ অবৈধ মিলন সংঘটনকারী।
২১ শক্তিপ্রয়োগে কাতর।
২৫ ভবিষ্যতের জন্য পৃথক
করে রাখা তহবিল।
২৯ দশমহাবিদ্যার অন্যতমা।
৩১ গ্রাম থেকে শহরে
আসার মূল উদ্দেশ্য।
৩২ পরিতুষ্ট হয়ে যা দেওয়া হয়।
৩৩ মঙ্গলদায়ক বা শুভদায়ক।
৩৪ হিতৈষী ও স্বজন।
৩৬ তরলীভবন।
৩৭ অতি মিষ্টি স্বরবিশিষ্ট।
৩৮ মাছ, কিন্তু ওল্টালেই
পর্বতারোহী। |