টুকরো খবর
উলুবেড়িয়ায় গড়ে উঠছে অতিথি-নিবাস
কর্মসূত্রে বা বেড়াতে আসা লোকজনের জন্য উলুবেড়িয়ায় একটি অতিথি-নিবাস তৈরিতে উদ্যোগী হয়েছে পুরসভা। ৫ নম্বর ওয়ার্ডে গঙ্গার তীরে উলুবেড়িয়ার পুরনো হাসপাতাল মাঠে পুরসভার নিজস্ব প্রায় এক একর জমিতে গড়ে উঠছে ওই ভবন। এ শহরে রাত্রিবাস করার মতো কোনও জায়গা না থাকার সমস্যা এ বার মিটবে বলে পুর কর্তৃপক্ষের আশা।
উলুবেড়িয়ার পুরপ্রধান দেবদাস ঘোষ বলেন, “মানুষের অসুবিধার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছ’মাসের মধ্যেই অতিথি-নিবাসটি চালু করে দেওয়া হবে। ওখান থেকে যে আয় হবে, তা দিয়ে আমরা উন্নয়নের কাজ করব।” পুরসভা সূত্রে জানা গিয়েছে, দোতলা অতিথি-নিবাসটির উপর ও নীচে থাকছে চারটি করে ঘর। সঙ্গে বাথরুম এবং রান্নাঘর। ভবনের চারদিক ঘিরে থাকছে ফুলের বাগান। নদীর ধারে থাকছে বসার এবং গাড়ি রাখার জায়গা। এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে হাওড়া ইমপ্রুভমেন্ট ট্রাস্টকে (এইচআইটি)। অতিথি-নিবাসটি বানাতে ৬০-৬৫ লক্ষ টাকা খরচ ধরা হয়েছে বলে জানানো হয়েছে।

চিকিৎসককে হেনস্থার অভিযোগ উত্তরপাড়ায়
বাড়িতে ঢুকে এক চিকিৎসককে হেনস্থার অভিযোগ উঠল একটি ক্লাবের ছেলেদের বিরুদ্ধে। রবিবার দুপুরে ঘটনাটি ঘটে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালের কাছে। গৌতম চট্টোপাধ্যায় নামে ওই চিকিৎসকের দাবি, হামলাকারীরা তৃণমূলের মদতপুষ্ট। গোটা বিষয়টি নিয়ে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। তাঁর অভিযোগ, স্থানীয় একটি ক্লাবের সদস্যেরা তাঁর কাছে টাকা দাবি করে। তিনি অরাজি হওয়াতেই ছেলেরা ক্ষিপ্ত হয়ে ওঠে। পুলিশের কাছে গৌতমবাবু মারধরের অভিযোগ করেছেন। ক্লাবের ছেলেরা পাল্টা অভিযোগ দায়ের করেছেন ওই চিকিৎসকের বিরুদ্ধে। তৃণমূলের স্থানীয় নেতৃত্ব এই ঘটনায় দলের ছেলেদের যুক্ত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। জেলা পুলিশের এক পদস্থ কর্তা অবশ্য জানান, গাড়ি রাখা নিয়ে ওই চিকিৎসকের সঙ্গে গোলমাল চলছিল স্থানীয় ক্লাবের ছেলেদের। ওই চিকিৎসক দাবি করলেও মারধর বা আঘাতের সে ভাবে কোনও প্রমাণ মেলেনি।

সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ
দল ছেড়ে তৃণমূলে যোগ দিলেন হুগলি জেলার চণ্ডীতলার হরিপুরের জনা পঞ্চাশ সিপিএম নেতা-কর্মী। রবিবার বিকেলে তৃণমূলের একটি সভায় তাঁরা আনুষ্ঠানিক ভাবে ওই দলে যোগ দেন স্থানীয় সিপিএম নেতা সুব্রত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাঙ্গিপাড়ার তৃণমূল বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী এবং জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সুবীর মুখোপাধ্যায়। বিষয়টি নিয়ে অবশ্য সিপিএম নেতারা বিশেষ আমল দিতে চাননি। মন্তব্যও করেননি তাঁরা।

৩৫১ জনকে পাট্টা বিলি
হুগলি জেলা পরিষদের উদ্যোগে ‘নিজ ভূমি, নিজ গৃহ’ প্রকল্পে জেলার নানা এলাকার ৩৫১ জন উপভোক্তাকে জমির পাট্টা দেওয়া হল। শনিবার চুঁচুড়ার ঘড়ির মোড়ে একটি অনুষ্ঠানে ওই পাট্টা বিলি করা হয়।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.