উত্তরবঙ্গ |
রাতভর নিখোঁজ
সিপিএম কর্মীর
রক্তাক্ত দেহ উদ্ধার |
নিজস্ব সংবাদদাতা, মাথাভাঙা: রাতভর নিঁখোজ এক সিপিএম কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার কোচবিহারের ঘোকসাডাঙ্গা থানার লতাপোতা এলাকায় ওই ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, নিহতের নাম হিতেন বর্মন (৫৮)। তাঁর বাড়ি লতাপোতা এলাকায় পেশায় কৃষক হিতেনবাবু ৮০ দশকে গ্রাম পঞ্চায়েতের সিপিএম সদস্য ছিলেন। সারাভারত কৃষকসভার অঞ্চল কমিটির সদস্য হিতেনবাবু পঞ্চায়েত নির্বাচনেও দলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। |
|
নিজস্ব সংবাদদাতা, রায়গঞ্জ: সিআইডি অফিসার পরিচয়ে চাকরির নাম করে টাকা তোলার চেষ্টায় ধৃত বিশ্বজিৎ পালকে ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত। বুধবার রায়গঞ্জের মুখ্য বিচারবিভাগীয় আদালতে বিচারক সব্যসাচী চট্টরাজ ওই নির্দেশ দেন। রায়গঞ্জের দেবীনগর এলাকার বাসিন্দা বিশ্বজিৎ। বাকি দুই অভিযুক্ত বিশ্বজিতের ভাই অভিজিৎ পাল এবং রায়গঞ্জের মহারাজাহাট এলাকার বাসিন্দা প্রদ্যোত চক্রবর্তীকে ২৬ অগস্ট পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। |
পুলিশ-হাজতে
মূল অভিযুক্ত |
|
বালাভূতে অঞ্চল কমিটি
ভেঙে দিল জেলা নেতৃত্ব |
আজ বিশেষ মেনু
মিলে, স্কুলে খুদেরা |
|
টুকরো খবর |
|
শিলিগুড়ি-জলপাইগুড়ি |
জনজীবন চালু রাখার দায়িত্ব রাজ্য-মোর্চার, নির্দেশ কোর্টের |
|
নিজস্ব প্রতিবেদন: সাত দিন আগে স্পষ্ট নির্দেশ দেওয়া সত্ত্বেও পাহাড়ের জনজীবন স্বাভাবিক রাখতে কেন কোনও সদর্থক পদক্ষেপ করা হয়নি এই প্রশ্ন তুলে বুধবার গোর্খা জনমুক্তি মোর্চাকে তিরস্কার করল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি অরুণ মিশ্র ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ জানিয়েছে, জনজীবন স্বাভাবিক রাখা নিয়ে হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল, মোর্চা তা সম্পূর্ণ অমান্য করেছে। |
|
রেজা প্রধান, দার্জিলিং
ও সৌমিত্র কুণ্ডু, কার্শিয়াং: বস্তা বস্তা চাল রয়েছে। আটা আছে। হাজির রেশন দেওয়ার লোকও। কোথাও জনতা দূর থেকেই তা দেখে সরে গেল। কোথাও আবার সরকারি রেশন নিতে উপচে পড়ল ভিড়। বুধবার দার্জিলিং পাহাড়ের তিন মহকুমায় সরকারি দরে চাল-আটা বিলি শুরুর দিনের ছবিগুলো এমনই পরস্পরবিরোধী।
দিনের শেষে সরকারি হিসেব অনুযায়ী, পাহাড়ের ১১টি রেশন বিলির জায়গা থেকে চাল-আটা নিয়েছেন অন্তত ২৫০ জন। |
রেশন নিতে এসে
দোটানায় পাহাড় |
|
বোর্ড গঠনে উত্তেজনা বাগরাকোটে |
|
ব্যাঙ্কের বিরুদ্ধে পাল্টা নালিশ বাড়ি মালিকের |
|
ডাকাত সন্দেহে ধৃত দুই |
টুকরো খবর |
|
আজ স্বাধীনতা দিবস |
|
|