টুকরো খবর
ডোনেশনে ছাত্রভর্তি, অভিযোগ
ছাত্র পরিষদ দখলে থাকা কলেজগুলি ভর্তির নামে ‘ডোনেশনে’র জুলুমবাজি করছে বলে অভিযোগ তুললেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া কোচবিহারের পুর চেয়ারম্যান বীরেন কুণ্ডু। বুধবার সাংবাদিক বৈঠক ডেকে নিজের পুরানো দলের ছাত্র সংগঠনের কড়া সমালোচনা করেন। পাশাপাশি প্রদেশ কংগ্রেস নেতাদের একাংশের কড়া ভূমিকার সমালোচনা করেন। তিনি বলেন, “কোচবিহারে যেসব কলেজে সংসদ ছাত্র পরিষদের দখলে রয়েছে। সেখানে ভর্তির নামে টাকা তোলা হচ্ছে। অনার্সে ভর্তির জন্য এক লাখ , সাধারণ ক্ষেত্রে ৫০ হাজার ডোনেশন দিতে বাধ্য হচ্ছেন অভিভাবকেরা। প্রদেশ কংগ্রেস নেতাদের বলেও এটা বন্ধ করা যায়নি।” ছাত্র পরিষদের জেলা নেতৃত্ব বীরেনবাবুর অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। সংগঠনের জেলা সভাপতি অরিন্দম দে বলেন, “উনি কী বলছেন জানি না। প্রতিবছর প্রচুর ছাত্রছাত্রীকে বিনা পয়সায় ভর্তির ব্যবস্থা করাই। তাই বাম এবং তৃণমূলের আমলেও শহরের ৫ কলেজে ছাত্রছাত্রীরা ছাত্র পরিষদের সঙ্গেই আছেন।” তাঁর অভিযোগ, “তৃণমূলে গিয়ে উনি পুর-অনিয়ম ঢাকার চেষ্টা করছেন তা শহরবাসী জানে। সুস্পষ্ট প্রমাণ ছাড়া ওঁর এ সব কথার গুরুত্ব নেই।” এ দিন বীরেনবাবু শহরের আধুনিকীকরণ, সীমানা সম্প্রসারণ, নিকাশি পরিকাঠামো, পানীয় জলের বন্দোবস্ত করার একাধিক পরিকল্পনার কথাও ঘোষণা করেন। বেশ কিছু রাস্তায় ডিভাইডার বসানোর কথা বলেন।

দেশে ফিরল খুদে ফিরহাদ
মায়ের কোলে চেপে পাঁচ বছরের ফারহাদ নিজের দেশ, বাংলাদেশে ফিরে গেল। বুধবার দুপুরে দক্ষিণ দিনাজপুরের হিলি আর্ন্তজাতিক চেকপোস্ট দিয়ে রুমা বেগম কোলের সন্তানকে নিয়ে তিনি বাংলাদেশে ফিরে যান। দীর্ঘ ছয়মাস আইনি লড়াইয়ের পর গত মঙ্গলবার কলকাতা হাইকোর্টের নির্দেশে জেলাশাসক তাপস চৌধুরী ওই শিশুকে জেল থেকে তার মায়ের হাতে তুলে দিয়ে দেশে ফেরানোর সিদ্ধান্ত নেন। অতিরিক্ত পুলিশ সুপার জ্যাকলিন দর্জি জানান, জেল থেকে এদিন সকালে ওই শিশুকে তার মায়ের হাতে তুলে দেওয়া হয়। এরপর পুলিশের সাহায্যে হিলি অভিবাসন দফতরের মাধ্যমে রুমা বেগম শিশু সন্তানকে নিয়ে বাংলাদেশে ফিরে যান। চলতি বছরের ফেব্রুয়ারিতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশের ঠাকুরগাঁ এলাকার বাসিন্দা, বাবা তমিজুদ্দিন মিঁয়ার সঙ্গে ৫ বছরের ফারহাদ হিলি সীমান্তে ধরা পড়ে। আদালতের নির্দেশে তাদের দু বছরের সাজা হয়। এরপর কোলের ছেলেকে ফিরে পেতে রুমা বেগম কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন।

সুটকেসে বোমাতঙ্ক
কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে সুটকেসকে ঘিরে বুধবার বোমাতঙ্ক দেখা দেয় মালদহ স্টেশনে। রেল পুলিশ সূত্রের খবর, সুটকেসকে ট্রেন থেকে নামিয়ে রেল সুরক্ষা বাহিনীর প্রশিক্ষিত কুকুরদের দিয়ে পরীক্ষা করা হয়। বম্ব স্কোয়াড কর্মীরা পরে জানিয়ে দেন, তাতে বিস্ফোরক নেই। আচার বোতল, জামাকাপড় ও পোকা মারার স্প্রে মেলে। মালদহ ডিভিশনে ডিআরএম রবীন্দরকুমার গুপ্ত বলেন, ‘‘ঝুঁকি না নিয়ে সব পরীক্ষাই করা হয়।” এ দিন দুপুর সাড়ে ১২টা নাগাদ এনজেপি-কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এক নম্বর প্লাটফর্মে ঢুকলে যাত্রীরা নেমে যাওয়ার পর অসংরক্ষিত কামরায় সুটকেসটি নজরে আসে।

মনোনয়ন জমা নেবে পুরসভাই
ডালখোলা পুর নির্বাচনের মনোনয়ন পত্র জমা হবে পুরসভাতেই। বুধবার ইসলামপুরে সর্বদল বৈঠকে বিষয়টি স্থির হয়েছে। এর আগে ঠিক ছিল, ইসলামপুরে মহকুমাশাসক দফতরে মনোনয়নপত্র জমা হবে। কিন্তু রাজনৈতিক দলগুলি তা নিয়ে এ দিন বৈঠকে আপত্তি তোলায় জায়গা বদল করা হয়েছে। বৈঠকে রাজনৈতিক দলের পাশাপাশি পুলিশ-প্রশাসনের আধিকারিকেরা উপস্থিত ছিলেন। ইভারপ্রাপ্ত মহকুমা শাসক প্রভাত চট্টোপাধ্যায় বলেন, “রাজনৈতিক দলগুলির আপত্তি থাকায় মনোনয়ন জমা দেওয়ার বিষয়টি ইসলামপুরের পরিবর্তে ডালখোলা পুরসভায় করা হচ্ছে।” প্রশাসন সূত্রে খবর, ১৬টি ওয়ার্ডের ডালখোলা পুরসভা নির্বাচন ২১ সেপ্টেম্বর। ১৬ অগস্ট মনোনয়ন পত্র জমা শুরু হবে। চলবে ২৩ অগস্ট অবধি। প্রত্যাহারের দিন ২৬ অগস্ট।

১৬ বছরের গুলি
গ্রাম্য বিবাদের জেরে ষোলো বছর আগে গুলিবিদ্ধ হয়েছিলেন রতুয়ার সিমলা গ্রামের গোবিন্দ মহলদার। তাঁর দাবি, চিকিৎসার পরে মালদহ হাসপাতাল জানিয়ে দেয়, গুলি বেরিয়ে গিয়েছে। সম্প্রতি ব্যথা হওয়ায় পায়ের এক্স-রে করান গোবিন্দবাবু। দেখা যায়, উরুতে বিঁধে আছে বুলেট। প্রথমে মালদহ হাসপাতাল ও পরে আরজি কর হাসপাতালের চিকিৎসকেরা জানান, জেলাশাসক ও পুলিশের অনুমতি ছাড়া অস্ত্রোপচার করা যাবে না। বুধবার পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায়ের দ্বারস্থ হন গোবিন্দবাবু। পুলিশ সুপার বলেন, “আমরা ওঁকে শংসাপত্র দেব। তাতে উল্লেখ থাকবে, তিনি কোনও ঘটনায় অভিযুক্ত নন। দুষ্কৃতীরাই গুলি করেছিল।” ঘটনাটি জানা নেই বলে মন্তব্য করেছেন মালদহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ উচ্ছ্বল ভদ্র। তাঁর মতে, আগে অস্ত্রোপচার করেও পুলিশকে জানানো যেত।

আগ্নেয়াস্ত্র-সহ ধৃত
আগ্নেয়াস্ত্র-সহ তিন যুবককে ধরেছে পুলিশ। মঙ্গলবার বালুরঘাট শহরের সদরঘাট এলাকা থেকে তাদের ধরা হয়। ডিএসপি উত্তম ঘোষ জানান, ধৃতদের কাছ থেকে একটি পাইপগান, গুলি ও ধারাল অস্ত্র উদ্ধার হয়েছে।

নিকাশি নিয়ে ক্ষোভ
সঠিক নিকাশি ব্যবস্থা না থাকায় সমস্যায় পড়েছেন ইসলামপুর পুর এলাকার একাংশ বাসিন্দা। অভিযোগ, প্রতি বছরই শহরের নিচু এলাকাগুলিতে বর্ষায় জল জমে যায়। পুরসভার ভাইস চেয়ারপার্সন অর্পিতা দত্ত বলেন, “নিকাশি তৈরির কাজ চলছে। কাউন্সিলরদের এলাকার নালার পরিকল্পনা জমা দিতে বলা হয়েছে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.