ভাড়া বাড়ানোর দাবিতে জেনারেটর ঘরে তালা মারা হয়েছে বলে বাড়ির মালিকের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এর বিরুদ্ধে পাল্টা অভিযোগ করলেন শিলিগুড়ির হিলকার্ট রোডের ওই ভবনের অন্যতম মালিক হুকুমচাঁদ অগ্রবাল। বারবার বলার পরেও ভাড়া বাড়াতে রাজি না হওয়ায় ব্যাঙ্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে তিনি অসহযোগিতার অভিযোগ তুলেছেন। ইতিমধ্যে ব্যাঙ্কের অভিযোগ পেয়ে মহকুমাশাসকের দফতর থেকে হুকুমচাঁদবাবুকেও চিঠি করা হয়েছে যাতে ব্যাঙ্কের কাজকর্ম ব্যাহত না হয়। এ ব্যাপারে মহকুমাশাসকের দেওয়া চিঠিতে ব্যাঙ্ককে ‘পাবলিক ইউটিলিটি সার্ভিস’ এর আওতায় ফেলা নিয়ে প্রশ্ন তুলেছেন হুকুমচাঁদবাবু। তাঁর অভিযোগ, ব্যাঙ্ক ‘পাবলিক ইউটিলিটি সার্ভিস’-এর আওতায় পড়ে না। মহকুমাশাসকের দফতর থেকে সেটাই জানানো হয়েছে। ওই অভিযোগ মানতে নারাজ ভারপ্রাপ্ত মহকুমাশাসক শুভাশিস ঘোষ। তিনি বলেন, “চিঠিতে সামগ্রিক ভাবে যে কোনও ব্যাঙ্ক সম্পর্কে ওই কথা বলা হয়নি। স্টেট ব্যাঙ্কের যে শাখা নিয়ে সমস্যা হয়েছে, সেখানকার কাজের গুরুত্বের নিরিখে এই কথা বলেছি। ব্যাঙ্কের ওই শাখায় ট্রেজারি, বিভিন্ন রকম কর আদায়, টেলিফোন-বিদু্যুৎ বিল জমা করার মতো কাজকর্ম হয়। সেটা যাতে বিঘ্নিত না হয় তাঁকে অনুরোধ করা হয়েছে।” হুকুমচাঁদবাবু বলেন, “ব্যাঙ্ক কর্তৃপক্ষ গত ১৯৯১ থেকে ২০১০ পর্যন্ত কোনও ভাড়া দিচ্ছিলেন না। অনেক লড়াইয়ের পর ২০১০ সালের অগস্ট মাস থেকে পুরোনো হারে ভাড়া দিচ্ছে। ভাড়া বাড়ানোর জন্য অনেকবার বলেছি, কিন্তু কর্ণপাত করেননি তাঁরা।” ব্যাঙ্কের চিফ ম্যানেজার দাওয়া তেনজিং শেরপা বলেন, “কর্তৃপক্ষকে জানিয়েছি। তাঁরা যা ব্যবস্থা নেওয়ার নেবেন।’’ |