স্কুল ছাত্রীর সঙ্গে চেহারার মিল থাকা এক যুবতীর অশ্লীল ভিডিও দেখিয়ে পাড়ায় কুৎসার প্রতিবাদ করতে গেলে মা ও মেয়ের উপর চার যুবক চড়াও হয় বলে অভিযোগ। শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার লিখিত অভিযোগ দায়েরের ৭ দিন পরেও অভিযুক্তদের পুলিশ না ধরায় নিরাপত্তা চেয়ে জলপাইগুড়ির জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন এক গৃহবধূ ও তাঁর মেয়ে। পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, “ঘটনার তদন্ত চলছে। ওই ছাত্রীর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। ভিডিও-সহ শ্লীলতাহানির অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।” দ্বাদশ শ্রেণির এক ছাত্রীর সঙ্গে মিল থাকা এক যুবতীর ভিডিও কিছুদিন ধরে এলাকার লোকজনকে দেখাচ্ছিল কয়েক জন যুবক। ওই ঘটনার প্রতিবাদ করলে ওই পরিবারকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ৭ অগস্ট রাতে চার যুবক চড়াও হয়। রাতেই শ্লীলতাহানির ও ধর্ষণের চেষ্টার অভিযোগ দায়ের হয়।
|
জাল নোট প্রাচারকারী সন্দেহে ফের একজনকে গ্রেফতার করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতর। মঙ্গলবার বিকেলে শিলিগুড়ির জংশন এলাকা থেকে শত্রুঘ্ন কুমার শর্মা নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃতের বাড়ি বিহারের ছাপড়ায়। তার কাছ থেকে মোট ৪ লক্ষ ৬২ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। ধৃত ওই ব্যক্তিকে বুধবার আদালতে তোলা হয়। রাজস্ব গোয়েন্দা বিভাগের আইনজীবী রতন বণিক বলেন, “অভিযুক্তকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।” ওই দিন বিকেলে মালদা থেকে সরকারি বাসে শিলিগুড়ি আসেন ওই ব্যক্তি। গোয়েন্দারা জানতে পারেন, জামালপুরের বাসিন্দা রাজেশ সিংহ নামে এক ব্যক্তি তাকে জানিয়েছিলেন মালদায় গেলে কাজ পাওয়া যাবে। তার থেকে ঠিকানা পেয়ে মালদা আসেন তিনি। গোয়েন্দা দফতরের সন্দেহ স্থানীয় কোন ব্যবসায়ীকে এই টাকা দেওয়ার পরিকল্পনা ছিল।
|
অনুগামীদের নিয়ে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করলেন মাটিগাড়া ব্লক কংগ্রেস সভাপতি শঙ্কর যোশী। বুধবার তৃণমূলের দলীয় কার্যালয়ে তাঁদের হাতে দলের পতাকা তুলে দেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব। শঙ্কর যোশী ছাড়া যোগ দিয়েছেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজকুমার থাপা, গণপতি রায়-সহ আরও কয়েকজন। তৃণমূলের দাবি মাটিগাড়া এলাকার প্রায় এক হাজার সদস্য এ দিন তাঁদের দলে যোগদান করেছেন। গৌতমবাবু বলেন, “উন্নয়নের স্বার্থে, বাসিন্দাদের পাশে থাকতে ওঁনারা তৃণমূলে এসেছেন।” মাটিগাড়া নকশালবাড়ি কংগ্রেসের বিধায়ক শঙ্কর মালাকার। তিনি বলেন, “গৌতমবাবু যাঁদের দলে নিয়েছেন তাঁরা দুর্নীতিগ্রস্ত। দল থেকে তাদের বার করতেই চেয়েছিলাম।”
|
ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন করল তৃণমূল কংগ্রেস, কংগ্রেস ও নির্দল জোট। বুধবার ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনের দিন ঠিক হয়। ২৬ আসনের ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ১০টিতে তৃণমূল কংগ্রেস, ৩টি কংগ্রেস, ২টি নির্দল, ২টি মোর্চা এবং ৯টিতে বামফ্রন্ট জিতেছে। তৃণমূল, কংগ্রেস ও দুই নির্দল মিলিতভাবে এদিন বোর্ড গঠন করেছে। প্রধান নির্বাচিত হন তৃণমূল কংগ্রেসের শীলা চৌধুরী বসাক ও উপপ্রধান কংগ্রেসের সুশীল সরকার।
|
শট সার্কিটে দুপুরে ভস্মীভূত হল একটি বাড়ি। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির গাদং পঞ্চায়েত এলাকায়। পুলিশ সূত্রের খবর, ধূপগুড়ি থেকে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছনোর আগেই নিখিল সরকার নামে এক কৃষকের তিনটি ঘর পুড়ে যায়। শট সার্কিটের জন্য ঘটনাটি ঘটেছে বলে অনুমান করছেন দমকল কর্মীরা। |