ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার অভিযোগে দুই যুবককে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন জলপাইগুড়ির বিলপাড়া এলাকার বাসিন্দারা। বুধবার দুপুর থেকে একটি গাড়িতে চেপে ওই তিন যুবক এলাকায় সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করছিলেন বলে অভিযোগ। বিকালের দিকে এলাকারই একটি বাড়িতে তারা ডাকাতির চেষ্টা করে বলেও অভিযোগ। পুলিশ জানায়, তিন যুবকের মধ্যে একজন পালিয়ে গেলেও বাকি দুজনকে ধরে ফেলেন বাসিন্দারা। যে গাড়ি চেপে তারা এসেছিল, সেটিকে আটক করেছে পুলিশ।
প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানতে পারে আটক করা গাড়িটি ময়নাগুড়ির আরএসপি বিধায়ক অনন্তদেব অধিকারীর। যদিও রাত পর্যন্ত সরকারিভাবে পুলিশের তরফে এবিষয়ে কিছু জানানো হয়নি। পুলিশ জানতে পেরেছে, ধৃত যুবকদের মধ্যে একজন ময়নাগুড়ির বিধায়ক অনন্তদেববাবুর প্রতিবেশী। সম্প্রতি তিনি অনন্তবাবুর গাড়িটি চালাতেন। জলপাইগুড়ির পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, “দুই যুবককে পুলিশ ধরেছে। তারা একটি গাড়ি চেপে এসেছিলেন। গাড়িটি কার সেটিও খতিয়ে দেখা হচ্ছে।”
যদিও বিধায়ক অননন্তদেববাবু বলেন, “বিষয়টি শুনেছি। ওই ছেলেটিকে মাঝেমধ্যে আমার গাড়ি চালাতে দিতাম। আমি কলকাতায় রয়েছি। সেই সুযোগে আমার বাড়ির থেকে গাড়ি নিয়ে ও চলে যায়। কোথায় কী করতে গাড়ি নিয়ে গিয়েছিল জানি না। আইনবিরুদ্ধ কোনও কাজ করলে ওর কঠোর শাস্তি পাওয়া উচিত।”
এলাকার বাসিন্দাদের অভিযোগ, এদিন দুপুর থেকেই এলাকায় একটি ছোটো গাড়ি সন্দেহজনকভাবে বারবার ঘুরতে থাকে। বিকালের পরে এলাকাটি কিছুটা নির্জন হয়ে পড়লে, একটি বাড়ির সামনে গাড়ি দাঁড় করিয়ে তিন যুবক নেমে আসে। হাতে লোহাররড নিয়ে বাড়িতে ঢোকার চেষ্টা করলে আশেপাশ থেকে কয়েকজন এসে তাদের ধরে ফেলেন। সে সময় এক যুবক পালিয়ে যায়। এলাকার একাংশ বাসিন্দা বাকি দুই যুবককে মারধরও করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ এসে গাড়ি-সহ দুই যুবককে ধরে নিয়ে যায়। ধৃতদের বিরুদ্ধে ডাকাতির চক্রান্ত করার অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আটক দুই যুবকই ময়নাগুড়ির বাসিন্দা। তারা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল না অন্য পরিকল্পনা ছিল তা দেখা হচ্ছে। |