উত্তরবঙ্গ |
দুর্গতদের সংখ্যা বাড়ছে, ত্রাণ নিয়ে ক্ষোভ |
|
নিজস্ব প্রতিবেদন: উত্তরবঙ্গে দুই জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। উল্টো নতুন করে ভাঙছে নদী বাঁধ। বাড়ছে দুর্গতদের সংখ্যা। তার সঙ্গে শুরু হয়েছে ত্রাণ নিয়ে বিক্ষোভ। রবিবার সকালে দক্ষিণ দিনাজপুরের বংশীহারী ব্লকের গাঙ্গুরিয়া অঞ্চলের দেউরিয়া এলাকায় টাঙন নদীর প্রায় ২৫ ফুট বাঁধ জলের তোড়ে ভেঙে ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। শান্তিপুর, বলরামভিটা, বাজারীপুর, হাড়িদাড়া, বিশ্বনাথপুর, হরিপুর-সহ ১৫টি গ্রামের অন্তত ১০ হাজার মানুষ যোগাযোগ হারিয়ে জলবন্দি হয়ে পড়েছেন। |
|
নিজস্ব প্রতিবেদন: টানা বৃষ্টিতে পোস্টার, ফেস্টুন, ফ্লেক্সের দফারফা হয়ে গিয়েছে অনেক জায়গাতেই। সব দলের প্রার্থীরা নেতাদের কাছে আরও পোস্টার, ফেস্টুন চাইছেন। সেই সঙ্গে বদলে ফেলছেন প্রচারের কৌশল। কেউ নৌকা খুঁজছেন। যাতে কোনও এলাকায় জল জমলে যাতায়াত করা যায়। অনেকেই ভাবছেন, তাতে একঢিলে দুই পাখি মারা যাবে। প্রচারও হবে আবার দুর্গতদের পাশেও দাঁড়ানো হবে। কেউ আবার ছাতা কিনে দিচ্ছেন প্রচারের নামা দলীয় কর্মীদের। |
কায়দা বদল, বানভাসিদের
পাশে প্রচারে |
|
নির্বাচন নিয়ে গোলমাল বাড়ছেই |
ভোট প্রচারে নিত্য-বিবাদ কোচবিহারে |
|
টুকরো খবর |
|
শিলিগুড়ি-জলপাইগুড়ি |
কলকাতা নিয়ে যাওয়া হল সুদীপ্ত ও দেবযানীকে |
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: বিধাননগর থানায় দায়ের হওয়া মামলায় হাজিরার জন্য কলকাতায় নিয়ে যাওয়া হল সারদা কর্তা সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়কে। রবিবার রাতে শিলিগুড়ি থেকে ট্রেনে সারদা কাণ্ডের অন্যতম দুই অভিযুক্তকে কলকাতায় নিয়ে যায় পুলিশ। যদিও তাঁদের জেল হেফাজতে ১৯ জুলাই পর্যন্ত থাকার নির্দেশ দিয়েছিলেন শিলিগুড়ির এসিজেএম মধুমিতা বসু। শিলিগুড়ি পুলিশ কমিশনার কারলিয়াপ্পন জয়রামন বলেন, “বিধাননগর থানায় একটি মামলায় হাজিরা থাকায় দুজনকে ট্রেনে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে।” |
|
দলীয় দফতরে হামলার অভিযোগ শামুকতলায় |
|
টুকরো খবর |
|
উত্তরের চিঠি |
|
|