পঞ্চায়েত ভোট কেন্দ্র করে গোলমাল অব্যাহত কোচবিহারে। গত ২৪ ঘন্টায় ৬টি রাজনৈতিক গোলমালে উত্তপ্ত হয়ে উঠেছে কোচবিহার জেলার দুই মহকুমা। শনিবার রাতে কোচবিহারের কোতোয়ালি থানার পাতলাখাওয়া ও দিনহাটার শুকারুরকুঠি এলাকায় বাম-ডান দুই দলের কর্মী-সমর্থকদের মধ্যে কয়েক দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
কোচবিহারের জেলা পুলিশ সুপার অনুপ জয়সওয়াল বলেন, “অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। জেলায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।” কোতোয়ালির পাতলাখাওয়ার সংঘর্ষে জখম হয়েছেন উভয় পক্ষের অন্তত ১০ জন। বামফ্রন্ট নেতৃত্বের দাবি ফরওয়ার্ড ব্লকের লোকাল কমিটির সম্পাদক লুৎফর রহমানের মাথায় ৭টি সেলাই পড়েছে। অন্য দিকে দিনহাটার শুকারুর কুঠিতে তৃণমূলের হামলায় এক ফরওয়ার্ড ব্লক কর্মীর কিশোরী মেয়ে রোশনা খাতুন জখম হওয়ায় তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে অভিযোগ। তৃণমূলের অভিযোগ, রবিবার সকালে দিনহাটার পুটিমারি এলাকায় দলের সন্তানসম্ভবা মহিলা সমর্থক লুৎফর বিবিকে বাম সমর্থকরা বাড়িতে ঢুকে মারধর করে। অবস্থা উন্নতি না হওয়ায় তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যালে রেফার করা হয়েছে। দিনহাটার মাতালহাট নয়ারহাট ও পেটলায় দুই শিবিরের সমর্থকদের মধ্যে শনিবার রাতে কয়েক দফায় বচসা-সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে অভিযোগ। রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে কোচবিহার জেলায়।
শনিবার রাতে কোতোয়ালির পাতলাখাওয়ার শ্যুটিং ক্যাম্পে ফ্রন্টের পথসভা ও মিছিলের কর্মসূচি ছিল। সেই জন্য বাম সমর্থকরা জমায়েত করেন। সেই সময়ে এলাকায় মিছিল করেন তৃণমূল সমর্থকরা। দুই পক্ষের ঢিল ছোড়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। লাঠি-ধারাল অস্ত্র নিয়ে দুই দলের লোকেরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সিপিএমের কোচবিহার উত্তর জোনাল সম্পাদক সফিজউদ্দিন আহমেদ বলেন, “আমাদের কর্মসূচিতে জমায়েত দেখে হতাশা থেকে তৃণমূল মিছিল থেকে হামলা চালায়।” তৃণমূলের কোচবিহার ২ ব্লক সভাপতি পরিমল বর্মন পাল্টা বলেন, “আমাদের মিছিলে পরিকল্পিত ভাবে ঢিল ছুড়ে বাম সমর্থকরা উত্তেজনার সৃষ্টি করেন। তাতে দলের ৫ জন জখম হন সকলেই হাসপাতালে ভর্তি করাতে হয়।”
দিনহাটার শুকারুরকুঠিতে প্রচারে বাঁধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে দুই শিবিরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে বলে জানা গিয়েছে। তৃণমূলের অভিযোগ, প্রচারে চালানোর সময়ে বাম সমর্থকরা হামলা চালানোয় দলের ৪ সমর্থক জখম হয়েছেন। ফরওয়ার্ড ব্লকের অভিযোগ, তৃণমূল সমর্থকরা ফরওয়ার্ড ব্লকের বেশ কয়েক জন সমর্থকের বাড়ি ভাঙচুর করে, হামলায় এক সমর্থকের ৮ বছরের মেয়ে জখম হয়েছে। একই রাতে দিনহাটার পেটলা নয়ারহাট, মাতালহাটে দু’দলের পতাকা ছেঁড়া ও হুমকির অভিযোগ ঘিরে গোলমাল হয়। তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “বাম প্রার্থীর সমর্থনে প্রচারে যেতে রাজি না হওয়ায় ওই এক সন্তানসম্ভবা মহিলাকে মারধর করা হয়। জেলা জুড়ে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে বামেরা ভোট প্রভাবিত করতে চাইছে।” দিনহাটা জোনাল সম্পাদক মন্ডলীর সদস্য বিশুবাবু বলেন, “পারিবারিক বিবাদের ঘটনা তৃণমূল রাজনীতি বলে প্রচার করছে। তৃণমূলের এখন একটাই কাজ দিনে মামলা আর রাতে হামলা করা।” |