পুরুলিয়া-বাঁকুড়া |
লুঠ হওয়া বুথে ভোট করালেন ডিএম |

রাজদীপ বন্দ্যোপাধ্যায়, শালতোড়া: ভরদুপুরে যে বুথে জনাকয়েক দুষ্কৃতী দু’জন সশস্ত্র পুলিশের সামনেই
বাক্স ভেঙে ব্যালট পেপার ছিঁড়ে ফেলেছিল, পুনর্নির্বাচনে রবিবার সেই বুথই ঘিরে থাকল বিশাল
পুলিশবাহিনী। শালতোড়ার গোসাইডিহি প্রাথমিক বিদ্যালয়ের সেই ৪৩/২ নম্বর বুথে
কয়েক
ঘণ্টা বসে ভোটের কাজ দেখাশোনা করলেন জেলাশাসক বিজয় ভারতী। |
|
ভোটের পরেও গোঁজ নিয়ে দ্বন্দ্ব, পুড়ল তৃণমূল অফিস |
|
টুকরো খবর |
|
 |
ধানের খেতে। বিষ্ণুপুরের লখাশোলে শুভ্র মিত্রের তোলা ছবি। |
|
বীরভূম |
স্ত্রী প্রার্থী হলেও স্বামী নির্দলেই |
মহেন্দ্র জেনা, বোলপুর: শাসক দলের জোড়া ঘাসফুল প্রতীকে স্ত্রী লড়ছেন গ্রাম পঞ্চায়েতের আসনে। আর সেই প্রতীকেরই বিরুদ্ধে গাঁদা ফুল চিহ্নে পঞ্চায়েত সমিতিতে নির্দল প্রার্থী হয়েছেন তাঁরই স্বামী!
এমনই চিত্র ধরা পড়েছে বরাবর বামেদের দখলে থাকা বোলপুর ব্লকের সিয়ান-মুলুক পঞ্চায়েতে। যেখানে গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী পাপিয়া মুখোপাধ্যায়ের স্বামী প্রশান্ত মুখোপাধ্যায় পঞ্চায়েত সমিতির আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূলেরই সুভাষ পালের বিরুদ্ধে। |
 |
|
লরির ভিতরে চালকের দেহ |

|
নিজস্ব সংবাদদাতা, রাজনগর: রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি দশ চাকা লরি থেকে চালকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। রবিবার সকালে রাজনগর থানার পাথরচাপুড়ির কাছে সিউড়ি-চন্দ্রপুর রাস্তার ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রাজা আলম (৩০)। তাঁর বাড়ি বিহারে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই চালককে খুন করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে। |
|
টুকরো খবর |
|
|
|
 |
স্বস্তির খোঁজে। সিউড়ির বড়চাতুরীতে তৃণমূলের একটি রাজনৈতিক সভায়। ছবি: তাপস বন্দ্যোপাধ্যায়। |
|
ভ্রম সংশোধন
গত শুক্রবার ‘জেলায় আরও থানার দাবি পুলিশেরই অন্দরে’ শীর্ষক খবরে
কয়েকটি অসঙ্গতি রয়ে গিয়েছে। লেখা হয়েছে ‘বোলপুর থানা ভেঙে মাড়গ্রাম থানা গঠিত হয়’।
আসলে বোলপুর থানা ভেঙে পাড়ুই এবং রামপুরহাট থানা ভেঙে মাড়গ্রাম থানা তৈরি হয়েছিল।
ওই লেখায় আরও আছে ‘পাইকরে অবস্থিত ময়ূরেশ্বর ২ ব্লক প্রশাসনিক কার্যালয়’।
আসলে সেখানে মুরারই ২ ব্লক কার্যালয় অবস্থিত। এ ছাড়া নলহাটি ২ ব্লক
প্রশাসনিক
কার্যালয় নয়, মল্লারপুরে আসলে
ময়ূরেশ্বর ১ ব্লক কার্যালয় অবস্থিত।
অনিচ্ছাকৃত এই ভুলগুলির জন্য আমরা দুঃখিত। |
|
|
|