সিপিএমের নির্বাচনী কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে। শনিবার রাতে আলিপুরদুয়ার ২ ব্লকের বড়চৌকি গ্রামে ঘটনাটি ঘটেছে। হামলার সময় দুই সিপিএম কর্মীকে মারধোর করা হয় বলে অভিযোগ। ওই ঘটনায় কংগ্রেস সমর্থক ২৩ জনের নামে আলিপুরদুয়ার থানায় লিখিত ভাবে অভিযোগ দায়ের করেছে সিপিএম। কংগ্রেসও পাল্টা ৭ জন সিপিএম সমর্থকের নামে অভিযোগ করেছে। কংগ্রেসের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়। আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিশ সুপার আকাশ মেঘারিয়া বলেন, “দুই পক্ষই লিখিত অভিযোগ করেছে। ঘটনার তদন্ত হচ্ছে।” প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা এলাকার নেতা বিশ্বঞ্জন সরকার বলেন, “কংগ্রেস নেতা সূর্যমোহন দেবনাথ খুনের ঘটনা থেকে চোখ সরাতে মিথ্যে ঘটনা সাজিয়ে নোংরা রাজনীতি করতে এ ধরনের অভিযোগ তোলা হচ্ছে। সিপিএম নিজেরাই ভাঙচুর এবং আগুন ধরিয়েছে। এখন কংগ্রেসের নাম দিচ্ছে। মানুষ এর জবাব দেবে।” সিপিএমের চাপরেরপাড় ২ নম্বর লোকাল কমিটির সম্পাদক রূপধন রায়ের অভিযোগ, শনিবার রাতে কংগ্রেস মিছিলের নামে তাদের কর্মীদের উপর হামলা চালায়। অফিসে ভাঙচুর এবং আগুন ধরিয়ে দেয়।তিনি বলেন, “অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে।” ঘটনার খবর পেয়ে এদিন ওই গ্রামে আসেন সিপিএমের জলপাইগুড়ি জেলা সম্পাদক কৃষ্ণ বন্দ্যোপাধ্যায়। তিনি ওই ঘটনার তীব্র নিন্দা করেন। তাঁর অভিযোগ, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস জেলা জুড়েই সন্ত্রাস চালাচ্ছে। প্রচারে বাধা দিচ্ছে। প্রসাশন ব্যাবস্থা না নিলে জেলা জুড়ে আন্দোলনে নামা হবে। |