পাসপোর্ট, ভিসা ছাড়াই শিলিগুড়িতে সন্দেহজনক ভাবে ঘোরাফেরার অভিযোগে এক বাংলাদেশি মহিলাকে আটক করল পুলিশ। রবিবার বিকেল ৪ টা নাগাদ বর্ধমান রোডের একটি শপিং কমপ্লেক্সের সামনে থেকে এলাকার বাসিন্দারাই ওই মহিলাকে ধরে শিলিগুড়ি থানার পুলিশের হাতে তুলে দেন। পুলিশ জানায়, ধৃত মহিলার নাম মুন্নি আখতার। বয়স ২৮ বছর। জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, তার বাড়ি বাংলাদেশে ঢাকা জেলার পঞ্চগড় এলাকায়। শিলিগুড়ির সহকারি ডেপুটি পুলিশ সুপার আভারু রবীন্দ্রনাথ বলেন, “আমরা ওই মহিলাকে আটক করেছি। তাঁর বক্তব্য স্পষ্ট নয়। বিস্তারিত জানতে জিজ্ঞাসাবাদ হচ্ছে।” পুলিশ তাঁর কাছ থেকেই জানতে পেরেছে, ওই মহিলার ২ সন্তান রয়েছে। মাস খানেক আগে বাংলাদেশেরই অপর মহিলা খুকুমণি তাঁকে কাজের লোভ দেখিয়ে নিয়ে আসেন। খুকুমণির বাড়ি সাতক্ষীরায়। দালালদের সাহায্যে তারা অনুপ্রবেশ করেছে এ দেশে। তবে কোনও পথে তাঁরা এ পারে এসেছেন তা ওই মহিলা বলতে পারেননি। মহিলা পুলিশকে জানিয়েছেন, দিল্লিতে নিয়ে গিয়ে তাঁকে নিষিদ্ধপল্লিতে বিক্রি করে দেওয়া হয়। তিনি প্রতারিত হয়েছেন বুঝতে পেরে পালানোর সিদ্ধান্ত নেন। দিল্লি থেকে কলকাতা হয়ে রবিবারই শিলিগুড়িতে এসেছেন বলে জানিয়েছেন। পুলিশ বিস্তারিত খতিয়ে দেখছে।
|
পুরসভার জঞ্জাল ফেলার গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক ব্যাক্তির। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির এয়ারভিউ মোড়ে। মৃত তপন রায় (২৩) ময়নাগুড়ির বাসিন্দা। শিলিগুড়িতে কাজের সূত্রে থাকতেন তিনি। রাস্তা পার হতে গিয়ে গাড়ির সঙ্গে ধাক্কা লাগে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনার পর চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। শিলিগুড়ির মেয়র গঙ্গোত্রী দত্ত বলেন, “ঘটনাটি শুনেছি। যে কোনও মৃত্যুই দুঃখজনক। মৃতের পরিবারের যা সাহায্য দরকার তা পুরসভার পক্ষ থেকে করার চেষ্টা করব।” অন্য দিকে, শনিবার রাতে শিলিগুড়ির নৌকাঘাট এলাকায় ট্রাকের ধাক্কায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু হয়। ধাক্কা মারার পর ট্রাকটি কিছুদূর গিয়ে উল্টে যায়।
|
সিপিএম প্রভাবিত নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির আলিপুরদুয়ার ষষ্ঠ মন্ডলের প্রাক্তন সম্পাদক যুগল রায়, সহ সম্পাদক প্রীতম দে-সহ দশ জন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতিতে যোগ দিলেন। রবিবার। সৌরভ চক্রবর্তী বলেন, “তৃণমূল শিক্ষক সংগঠনে যোগ দেওয়ার জন্য ওই শিক্ষকদের স্বাগত জানাচ্ছি।” নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির আলিপুরদুয়ার ২ নম্বর ব্লক সভাপতি সুজিত বলেন, “খোঁজ নিয়ে দেখব।”
|
বাইক চালাতে গিয়ে গাছে ধাক্কা লেগে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবতীর। রবিবার বিকালে ঘটনাটি জয়গাঁ থানার হাসিমারা ফাঁড়ির চিলাপাতা ডিপো এলাকায়। হাসিমারার ওসি বিভূতিভূষণ বর্মন জানান, মৃতার নাম বর্না নাগ (২৩)। তিনি কোচবিহার মাথাভাঙ্গা মদনমোহনপাড়ার বাসিন্দা। এদিন বর্না তাঁর বন্ধু তন্ময় করের সঙ্গে জঙ্গলের দিকে এসেছিল। চিলাপাতা এলাকায় বর্না বাইকটি চালাতে শুরু করেন। নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারলে ওই যুবতীর মৃত্যু হয়। |