উত্তরবঙ্গ |
বন্যার আশঙ্কা দুই দিনাজপুরে |
|
নিজস্ব প্রতিবেদন: ডুয়ার্স ও কোচবিহারে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও মালদহ ও দুই দিনাজপুরে বন্যার আশঙ্কা ক্রমশ বাড়ছে। মালদহের বামনগোলা ব্লকের মদনাবতীর কাছে পুনর্ভবা নদীর বাঁধ ভেঙে পার্বতীডাঙা, কুপাদহ, নন্দিনীটোলা, সোনঘাট গ্রামে জল ঢুকে পড়েছে। ফুলহার নদীর জলস্ফীতির ফলে হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের কাওয়াডোল, মিঁয়াহাট, উত্তর ও দক্ষিণ ভাকুরিয়া, পারভালুকা গ্রামে জল ঢুকেছে। |
|
অরিন্দম সাহা, কোচবিহার: জোড়া মোমবাতি দিয়ে শুরু। সূর্য, গাজর, মোমবাতি হয়ে এবার ঘাসফুল প্রতীকে দাঁড়িয়েছেন দিনহাটার মাতালহাটের কৃষ্ণকান্ত বর্মন। প্রথমবার প্রার্থী হয়েছিলেন ২০০১ সালের বিধানসভা নির্বাচনে। তার পর লোকসভা, জেলা পরিষদ, বিধানসভা, প্রতি ভোটে প্রার্থী হয়েছেন তিনি। তবে ২০০৮ সালে ‘অসুস্থতার কারণে’ ইচ্ছে থাকলেও পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হতে পারেননি। সেটাই একমাত্র ব্যতিক্রম। |
গাজর, মোম ছেড়ে
কৃষ্ণকান্ত ঘাসফুলে |
|
পঞ্চায়েতের নির্বাচনে তরণীই ত্রাতা দু’দলে |
|
শেষ পর্বে উত্তরে
অশান্তির আশঙ্কা কংগ্রেসে |
|
|
টুকরো খবর |
|
|
পোড়াঝার এলাকায় ভোটের প্রচারে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। শুক্রবার তোলা নিজস্ব চিত্র। |
|
শিলিগুড়ি-জলপাইগুড়ি |
অনুমোদনে বিতর্ক, লেনদেনের নালিশ |
|
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: নকশার অনুমোদনের আগেই চার তলা ভবনের উপর আরও এক তলা তৈরি করার অভিযোগ ওঠে এক প্রোমোটার মনীশ অগ্রবালের বিরুদ্ধে। দুই মাইলে সেবক রোডের ঘটনা। একই ভাবে ৪১ নম্বর ওয়ার্ডে জ্যোতিনগরে লোকনাথ সরণিতে প্রোমোটার সঞ্জীব ঘোষ দোতলার ছাদ পর্যন্ত তৈরি করে ফেলেন বলে অভিযোগ। |
|
ত্রাণ নিয়ে গিয়ে ফিরিয়ে দিলেন কাউন্সিলর, প্রশ্ন |
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: ত্রাণের জন্য চিঁড়ে-গুড় নিয়ে চার দিনের মাথায় পুরসভায় ফেরত দিলেন ৩৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রঞ্জন শীলশর্মা। শুক্রবার ত্রাণসামগ্রী ফেরতের পরেই পুরসভার অন্দরে তা নিয়ে নানা জল্পনা দানা বাঁধছে। পুরসভা সূত্রের খবর, মঙ্গলবার ৪ কুইন্টাল চিঁড়ে, ৪০ কেজি গুড়, ও ৫০ টি ত্রিপল নিয়ে গিয়েছিলেন তিনি। ওই দিন পুরসভায় সাড়ে ৮ কুইন্টাল চিঁড়ে ত্রাণ বরাদ্দ হয়। |
|
|
ধর্ষণ,
শ্লীলতাহানির নালিশ |
মোতাহারকে বহিষ্কার
করল তৃণমূল |
|
টুকরো খবর |
|
|
নির্বাচনী কার্যালয়ে পোড়ানো হয়েছে পতাকা। ধূপগুড়ি থানার ঝাড়আলতা ২ নম্বর
গ্রাম
পঞ্চায়েতের মধ্য খুঁট্টিমারি গ্রামে রাজকুমার মোদকের তোলা ছবি। |
|
|