টুকরো খবর
নথি না থাকায় আটকে দেহ
সঠিক কাগজপত্র না থাকায় তামিলনাড়ুর ভেলোরে মৃত এক বাংলাদেশি বাসিন্দার দেহ মৃত্যুর সাত দিন বাদেও পরিবারের লোকেরা দেশে ফিরিয়ে নিয়ে যেতে পারছেন না। শুক্রবার চ্যাংরাবান্ধা সীমান্ত থেকে মৃতের পরিবারের লোকজন কফিনবন্দি দেহটি দিনহাটার নটকোবাড়িতে এক আত্মীয়ের বাড়িতে নিয়ে রাখেন। প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম আমজাদ হোসেন (৫৪) তাঁর বাড়ি বাংলাদেশের কুড়িগ্রামে। তিনি প্রাথমিক শিক্ষক ছিলেন। গত ৩ জুলাই কিডনির অসুস্থতাজনিত তাঁকে ভেলোরে নিয়ে যাওয়া হয়। ৬ জুলাই তাঁর মৃত্যু হয়। ডেথ সার্টিফিকেট, ভেলোর থানার অনুমতি-সহ অন্য নথিপত্র নিয়ে তাঁর পরিজনের এদিন নিউকোচবিহারে পৌঁছান। চ্যাংরাবান্ধা সীমান্তে বাংলাদেশ হাই কমিশনের ছাড়পত্র না থাকায় ইমিগ্রেশন চেকপোস্ট কর্তৃপক্ষ দেহ পারাপারের অনুমতি দেননি। মৃতের আত্মীয় কবুল হোসেন বলেন, “বাংলাদেশ হাই কমিশনের মৃতের পাসপোর্ট জমা দেওয়ার পাশাপাশি সেখানকার ছাড়পত্র না থাকায় দেহ নিয়ে দেশে ফেরার অনুমতি মিলবে না। কলকাতায় দু’জন গিয়েছেন।” ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সহ সম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত বলেন, “আইনি প্রক্রিয়ার আরও সরলীকরণ প্রয়োজন।” কোচবিহারের জেলাশাসক মোহন গাঁধী বলেন, “মৃতদেহ দু’দেশের মধ্যে পারাপারে নির্দিষ্ট নিয়ম রয়েছে। ওই পরিবারের যাতে কোনও সমস্যা না হয় তা দেখা হচ্ছে।”

ট্রেনে কাটা পড়ে মৃত্যু
ট্রেনে কাটা পড়ে এক গ্রামীণ ব্যাঙ্কের অফিসারের মৃত্যুর ঘটনা ঘিরে চাঞ্চল্য দেখা দিয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, ওই অফিসার ট্রেনে সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার রাত দশটা নাগাদ মালদহ টাউন স্টেশনে তিন নম্বর প্লাটর্ফমে ঘটনাটি ঘটেছে। রেল পুলিশ জানাচ্ছে, এনজেপিগামী তিস্তা তোর্সা এক্সপ্রেস ট্রেনটি প্লাটফর্মে ঢোকার সময় ওই ব্যক্তি ঝাঁপ দেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মৃতের নাম রিয়াজুদ্দিন শেখ (৫৮)। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদের মালিয়াডাঙা গ্রামে বাসিন্দা রিয়াজুদ্দিনবাবু একটি গ্রামীণ ব্যাঙ্কের সহকারি ম্যানেজার হিসাবে গাজল শাখায় কর্মরতি ছিলেন। স্ত্রী ছাড়াও দুই ছেলেমেয়েকে নিয়ে তিনি মালদহের মীরচকের একটি ভাড়া বাড়িতে থাকতেন। জেরক্স করার নাম করে বাড়ি থেকে বার হয়ে তিনি আর বাড়ি ফেরেননি। মৃতের পরিবারের বক্তব্য, মৃত রিয়াজুদ্দিনবাবু বেশ কিছুদিন ধরে মুর্শিদাবাদে বদলির চেষ্টা করছিলেন। তা না হওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

ভর্তি চেয়ে আন্দোলন
কামাখ্যাগুড়ি শহীদ ক্ষুদিরাম কলেজে বিএ প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদনকারী সমস্ত ছাত্রছাত্রীদের ভর্তির দাবিতে আন্দোলনে নামল তৃণমূল ছাত্র পরিষদ। শুক্রবার বিকালে মিছিল করে কলেজে বিক্ষোভ দেখান সংগঠনের সদস্যরা। কলেজ অধ্যক্ষের কাছে ওই দাবিপত্র পেশ করা হয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজয় কুমার দত্ত বলেন, “সমস্যার কথা বিশ্ববিদ্যালয়কে জানানো হয়েছে।”

রায়গঞ্জে দীপা
এইমসের ধাঁচে হাসপাতাল তৈরিকে সামনে রেখেই উত্তর দিনাজপুরের ইটাহার ব্লকের নানা গ্রাম পঞ্চায়েত এলাকায় নির্বাচনী প্রচার করলেন দীপা দাশমুন্সি। শুক্রবার বিকাল থেকে রাত পর্যন্ত ইটাহার ব্লকের দুর্গাপুর, দুর্লভপুর, পতিরাজপুর, মারনাই ও ইটাহার পঞ্চায়েতের প্রতিটি সভাতেই দীপাদেবী বলেন, “রাজ্য রাজনৈতিক স্বার্থে হাসপাতাল তৈরির জমি অধিগ্রহণ করছেন না। বাসিন্দাদের কাছে তাই আবেদন। এইমসের জন্যই কংগ্রেসকে ফের ক্ষমতায় আনুন।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.