উত্তরাখণ্ডে যাবে শিলিগুড়ির দল
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
উত্তরাখন্ডের দুর্গতদের দু’লক্ষ আর্থিক সাহায্য দিতে চলেছে শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন। আগামী ১৫ জুলাই তিন জনের একটি দল রওনা হচ্ছে দেহরাদূনের উদ্দেশে। রয়েছেন সংগঠনের সদস্য দেবাশিস চক্রবর্তী, শান্তনু গুহ রায় ও দীপঙ্কর দে। ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি অভিজিৎ মজুমদার জানান, দুগর্তদের পাশে থেকে সাহায্য করার জন্য তাঁরা যাচ্ছেন। সাহায্যের জন্য স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে আলোচনা করা হয়েছে। রাস্তায় নেমে ওই টাকা সংগ্রহ করা হয়েছে। তবে শুধু দুর্গতদের সাহায্য নয়, ওই এলাকার কি কারণে এই বিপর্যয় তা খতিয়ে দেখা হবে। উত্তরাখণ্ডের মত অবস্থা সিকিম, দার্জিলিঙেও হতে পারে, তা নিয়ে সমীক্ষার কাজ প্রাথমিক ভাবে শুরু করা হয়েছে। তাঁদের আশঙ্কা, সিকিমে তিস্তার জলকে ব্যবহার করে পাহাড়ের গায়ে যে ভাবে জলাধার, জলবিদ্যুৎ প্রকল্প তৈরির কাজ চলছে তাতে যে কোন দিন বড় আকারের দুর্ঘটনা ঘটে যেতে পারে। বিষয়টি সরকার, প্রশাসনের খতিয়ে দেখা দরকার। |
অত্যাচারের নালিশ বধূর
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
শ্বশুরবাড়ির বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলে পুলিশের দ্বারস্ত হলেন এক বধূ। শুক্রবার শামুকতলা র দক্ষিণ পানিয়ালগুড়ি গ্রামে। ওই বধূ, কাকলি কর স্বামী, শাশুড়ি, দুই দেওর ও এক জা’র নামে অভিযোগ দায়ের করেন। পুলিশ তাঁর স্বামী দীপক করকে ধরেছে। শামুকতলা থানার ওসি প্রবীণ প্রধান জানান, পণের দাবিতে তাঁর উপর অত্যাচার হচ্ছিল বলে অভিযোগ এসেছে। |
অস্বাভাবিক মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
কুমারগ্রাম ও শামুকতলায় শুক্রবার দু’টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে। শামুকতলার দক্ষিণ পারোকাটা গ্রাম বিষক্রিয়ায় সরদবানু বিবি (২৭) নামে এক মহিলার মৃত্যু হয়। কুমারগ্রামের সঙ্কোশ চা বাগানে তারে কাপড় মেলতে গিয়ে তড়িদাহত হয়ে এক আদিবাসী চা শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত চা শ্রমিকের নাম জিতনি ওঁরাও (৪৮)। বাড়ি বাগানের মান্না লাইনে। |
জলে ডুবে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
জলে ডুবে মৃত্যু হল একজন প্রাক্তন সিআরপিএফ কর্মীর। মৃতের নাম সতীশচন্দ্র রায় (৪৮)। তাঁর বাড়ি জলপাইগুড়ি চয়নপাড়ায়। বৃহস্পতিবার রাত নটা নাগাদ পাঙা সাহেববাড়ি এলাকায় পাঙা নদীতে পড়ে যান। শুক্রবার সকালে ধাপগঞ্জ এলাকায় তার দেহটি ভেসে উঠতে দেখে পুলিশে খবর দেন বাসিন্দারা। |
পুকুরে পা পিছলে জলে ডুবে মৃত্যু হল এক কিশোরের। মৃতের নাম পবন মুন্ডা (১৪)। সে মহাকালগুড়ি হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। শুক্রবার শামুকতলার ধওলাঝোরা চা বাগানে হাসপাতাল লাইনে। আলিপুরদুয়ার থেকে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা এসে দেহ উদ্ধার করেন। |